Ajker Patrika

টানা দুই জয়ে সিরিজ বাংলাদেশের মেয়েদের

টানা দুই জয়ে সিরিজ বাংলাদেশের মেয়েদের

জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতেও বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ নারী দল। বুলাওয়েতে আজ দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে জিতেছে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ নিশ্চিত করেছে ফাহিমা খাতুনের দল। 

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বোলিং তোপে ৫০ রানও করতে পারেনি জিম্বাবুয়ের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে অবশ্য এক শ পার করেছে জিম্বাবুয়ে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করে ১২১ রানের সংগ্রহ পায় স্বাগতিক জিম্বাবুয়ে। ১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১০ রানের সময় ফিরে যান ওপেনার শারমিন আক্তার। দ্বিতীয় উইকেটে মুরশিদা খাতুন ও ফারজানা হক ১১৫ রানের জুটি গড়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। মুরশিদা ৬৫ বলে ৫১, ফারজানা ৬৮ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন। 

এর আগে ইনিংসের প্রথম বলেই দলকে সাফল্য এনে দেন তারকা পেসার জাহানারা। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় জিম্বাবুয়ের মেয়েরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান এসেছে নিয়াশা গুয়ানজুরা ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। দুইটি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম ও সালমা খাতুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত