
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে পাকিস্তানের ক্রিকেটার ছেড়ে দেওয়ার হিড়িক পড়েছে। আবরার আহমেদ ও কামরান গুলামকে তো আগেই ছেড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), এবার বাদ দেওয়া হলো পেসার আমির জামালকে।
জামালকে বাদ দেওয়ার কথা পিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। এ বছরের কাউন্টি ক্রিকেটে পাকিস্তানি পেসার যে চোট পেয়েছেন, সেটা থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি। বর্তমানে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তাঁকে পাওয়া যাবে না। দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে তাঁকে অবশ্য নেওয়া হয়েছিল ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে।
লেগ স্পিনার আবরার ও বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার কামরান—এ দুই ক্রিকেটারকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল থেকে পরশু বাদ দেওয়া হয়েছিল। তাঁদের পাকিস্তান ‘এ’ দলে পাঠানো হয়েছে। যেখানে সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দল। দ্বিতীয় টেস্টের আগে অবশ্য আবরার ও কামরানের দলে যোগ দেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। পাঁচে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে প্রথম টেস্ট। একই মাঠে ৩০ আগস্ট হচ্ছে দ্বিতীয় টেস্ট। যদিও দ্বিতীয় টেস্ট করাচি ন্যাশনাল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে সংস্কারকাজ চলায় ভেন্যু বদলানো হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে পাকিস্তানের ক্রিকেটার ছেড়ে দেওয়ার হিড়িক পড়েছে। আবরার আহমেদ ও কামরান গুলামকে তো আগেই ছেড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), এবার বাদ দেওয়া হলো পেসার আমির জামালকে।
জামালকে বাদ দেওয়ার কথা পিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। এ বছরের কাউন্টি ক্রিকেটে পাকিস্তানি পেসার যে চোট পেয়েছেন, সেটা থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি। বর্তমানে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তাঁকে পাওয়া যাবে না। দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে তাঁকে অবশ্য নেওয়া হয়েছিল ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে।
লেগ স্পিনার আবরার ও বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার কামরান—এ দুই ক্রিকেটারকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল থেকে পরশু বাদ দেওয়া হয়েছিল। তাঁদের পাকিস্তান ‘এ’ দলে পাঠানো হয়েছে। যেখানে সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দল। দ্বিতীয় টেস্টের আগে অবশ্য আবরার ও কামরানের দলে যোগ দেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে পয়েন্ট টেবিলের আটে বাংলাদেশ। পাঁচে থাকা পাকিস্তানের সফলতার হার ৩৬.৬৭ শতাংশ। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে প্রথম টেস্ট। একই মাঠে ৩০ আগস্ট হচ্ছে দ্বিতীয় টেস্ট। যদিও দ্বিতীয় টেস্ট করাচি ন্যাশনাল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে সংস্কারকাজ চলায় ভেন্যু বদলানো হয়েছে।

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
৮ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
৯ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
১০ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
১১ ঘণ্টা আগে