
বিশ্বকাপের পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি। শুধু টি-টোয়েন্টি নয়, কোহলিকে ছাড়তে হতে পারে ওয়ানডের অধিনায়কত্বও। কারণ ভারতের নতুন কোচ রাহুল দ্রাবিড় সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে চান রোহিত শর্মাকে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, (ভারতীয় ক্রিকেট বোর্ডের) বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টামণ্ডলীকে এমনটা জানিয়েই কোচের দায়িত্ব নিয়েছেন দ্রাবিড়।
বিসিসিআইকে ইন্টারভিউ দেওয়ার সময় দ্রাবিড় জানিয়েছেন, সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে রোহিতকে চান তিনি। অভিজ্ঞতার জন্য রোহিতকে তাঁর পছন্দ বলে জানান দ্রাবিড়। রোহিতের পর দ্রাবিড়ের পছন্দের তালিকায় দুই নম্বরে আছেন লোকেশ রাহুল। দ্রাবিড় কথা বলেছেন তাঁর পরিকল্পনা নিয়েও। টানা খেলার মধ্যে ক্রিকেটারদের চাপ কমাতে কীভাবে বিশ্রাম দেওয়া হবে, রিজার্ভ বেঞ্চকে কীভাবে ব্যবহার করবেন, সেসবও ওই সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন নতুন কোচ।
নতুন ভূমিকায় ভালো কিছু করতে মুখিয়ে আছেন দ্রাবিড়। আর এই দলের বেশ কিছু খেলোয়াড় সম্পর্কে তাঁর পরিষ্কার ধারণা আছে আগে থেকেই। তাঁদের নিয়ে সামনে বড় টুর্নামেন্টগুলোতে ভালো করতে আশাবাদী তিনি। এ প্রসঙ্গে দ্য ওয়াল বলেছেন, ‘নতুন ভূমিকায় ভালো করতে উন্মুখ হয়ে আছি। শাস্ত্রীর অধীনেও ভারতীয় দল ভালো করেছে। আশা করছি, আমিও দলের সঙ্গে ভালো কাজ করব। এই দলের অনেকের সঙ্গেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে, অনূর্ধ্ব-১৯ ও ভারতীয় এ দলের হয়ে কাজ করেছি। আমি জানি ওরা সব সময় উন্নতি করতে চায়। আগামী দুই বছর বেশ কয়েকটা বড় টুর্নামেন্ট আছে। ওই টুর্নামেন্টগুলোতে ভালো পারফর্ম করতে চাই।’

বিশ্বকাপের পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি। শুধু টি-টোয়েন্টি নয়, কোহলিকে ছাড়তে হতে পারে ওয়ানডের অধিনায়কত্বও। কারণ ভারতের নতুন কোচ রাহুল দ্রাবিড় সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে চান রোহিত শর্মাকে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, (ভারতীয় ক্রিকেট বোর্ডের) বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টামণ্ডলীকে এমনটা জানিয়েই কোচের দায়িত্ব নিয়েছেন দ্রাবিড়।
বিসিসিআইকে ইন্টারভিউ দেওয়ার সময় দ্রাবিড় জানিয়েছেন, সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে রোহিতকে চান তিনি। অভিজ্ঞতার জন্য রোহিতকে তাঁর পছন্দ বলে জানান দ্রাবিড়। রোহিতের পর দ্রাবিড়ের পছন্দের তালিকায় দুই নম্বরে আছেন লোকেশ রাহুল। দ্রাবিড় কথা বলেছেন তাঁর পরিকল্পনা নিয়েও। টানা খেলার মধ্যে ক্রিকেটারদের চাপ কমাতে কীভাবে বিশ্রাম দেওয়া হবে, রিজার্ভ বেঞ্চকে কীভাবে ব্যবহার করবেন, সেসবও ওই সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন নতুন কোচ।
নতুন ভূমিকায় ভালো কিছু করতে মুখিয়ে আছেন দ্রাবিড়। আর এই দলের বেশ কিছু খেলোয়াড় সম্পর্কে তাঁর পরিষ্কার ধারণা আছে আগে থেকেই। তাঁদের নিয়ে সামনে বড় টুর্নামেন্টগুলোতে ভালো করতে আশাবাদী তিনি। এ প্রসঙ্গে দ্য ওয়াল বলেছেন, ‘নতুন ভূমিকায় ভালো করতে উন্মুখ হয়ে আছি। শাস্ত্রীর অধীনেও ভারতীয় দল ভালো করেছে। আশা করছি, আমিও দলের সঙ্গে ভালো কাজ করব। এই দলের অনেকের সঙ্গেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে, অনূর্ধ্ব-১৯ ও ভারতীয় এ দলের হয়ে কাজ করেছি। আমি জানি ওরা সব সময় উন্নতি করতে চায়। আগামী দুই বছর বেশ কয়েকটা বড় টুর্নামেন্ট আছে। ওই টুর্নামেন্টগুলোতে ভালো পারফর্ম করতে চাই।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৪ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৪ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৬ ঘণ্টা আগে