
টানা ৫ ম্যাচ হেরে আইপিএলের পয়েন্ট তালিকায় সবার নিচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই মন খারাপ বিরাট কোহলির। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক দারুণ ব্যাটিং করলেও দলের ভাগ্যে পরিবর্তন করতে পারছেন না।
এমন কঠিন সময়েই আবার রিংকু সিং এসেছেন কোহলির কাছে এক আবদার নিয়ে। ভারতীয় কিংবদন্তির কাছে আরেকটি ব্যাট চেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার। কোহলির উপহার দেওয়া ব্যাট ভেঙে যাওয়ায় আজকে দুই দলের মুখোমুখি হওয়ার আগে এমনই আবদার নিয়ে এসেছেন তিনি।
কোহলি-রিংকুর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় এখন ব্যাপক ভাইরাল। দুজনের কথোপকথনের শুরুটা এভাবে করেন রিংকু, ‘স্পিনারের বিপক্ষে খেলার সময় ব্যাটটা (কোহলির উপহার দেওয়া ব্যাটা) ভেঙে গেছে। উত্তরে কোহলি বলেন, ‘আমার ব্যাট? স্পিনারের বিপক্ষে ভেঙেছ? কোথায় ভেঙেছে? রিংকুর উত্তর, ‘এই (ব্যাটের নিচের দিকটায়) জায়গায় ভেঙেছে।’ দেখার পর কোহলি জানতে চান, ‘এখন আমার কী করা উচিত? কলকাতার বাঁহাতি ব্যাটার বলেন, ‘কিছুই করতে হবে না। আমি শুধু তোমাকে তথ্যটা জানাতে এসেছি।’ রান মেশিন খ্যাত ব্যাটার প্রতি উত্তরে বলেন, ‘কোনো সমস্যা নাই। জানিয়ে ভালো করেছিস। তবে তথ্য জানার আমার কোনো প্রয়োজন ছিল না।’
আরেকটি ব্যাট চাওয়ার জন্যই এমন অভিনয় করছিলেন রিংকু। শুরুতে আকার-ইঙ্গিতে বলার চেষ্টা করা কলকাতার ফিনিশার শেষে সরাসরিই বলে দেন। বলার আগে অবশ্য আরেকটু গল্পটাকে সাজিয়ে নেন ২৬ বছর বয়সী ব্যাটার। কোহলির দুটি নতুন ব্যাট হাতে নিয়ে নক করতে থাকেন তিনি। এই দেখে কোহলি বলেন, ‘ব্যাটটা ভালো ছিল না।’ ৩৫ বছর বয়সী তারকার কথা শোনার পর রিংকু জানতে চান, ‘যে ব্যাটটা দিয়েছিলে?’ কোহলির পাল্টা প্রশ্ন, ‘কাকে পাঠিয়েছি?’ এরপর রিংকু নক করা দুটি ব্যাট কোহলিকে দিয়ে বলেন, ‘তুমি রেখে দাও।’
কোহলি এর পরেই দ্বিতীয়বার ব্যাট চাওয়ার প্রশ্নের উত্তর দেন, ‘তুমি আমার কাছ থেকে আগে একটা ব্যাট নিয়েছ। দ্বিতীয় ম্যাচে আবার একটা ব্যাট চাইছ। এটা দিয়েই আবার কিছুক্ষণ পর আমার বিপক্ষে লড়তে চাও।’ জাতীয় দলের সতীর্থের এমন মন্তব্য শোনার পর রিংকু প্রতিজ্ঞা করে বলেন, ‘তোমার সামনে প্রতিজ্ঞা করছি, এবার আর ব্যাট ভাঙবে না। ভাঙা ব্যাট কি দেখাতে পারি?’
গত ২৯ মার্চ বেঙ্গালুরু-কলকাতার ম্যাচ শেষে রিংকুকে ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি। সেদিন নিজেদের মাঠে ৭ উইকেটে হেরেছিলেন কোহলিরা। আজ দ্বিতীয়বারের দেখায় নিশ্চয়ই জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবেন তাঁরা। এতে প্রতিশোধ নেওয়ার সঙ্গে টুর্নামেন্টে টিকে যাওয়ার শেষ সম্ভাবনাটুকু থাকবে তাঁদের। ৭ ম্যাচে ২ পয়েন্টে তলানিতে বেঙ্গালুরু। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস।

টানা ৫ ম্যাচ হেরে আইপিএলের পয়েন্ট তালিকায় সবার নিচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই মন খারাপ বিরাট কোহলির। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক দারুণ ব্যাটিং করলেও দলের ভাগ্যে পরিবর্তন করতে পারছেন না।
এমন কঠিন সময়েই আবার রিংকু সিং এসেছেন কোহলির কাছে এক আবদার নিয়ে। ভারতীয় কিংবদন্তির কাছে আরেকটি ব্যাট চেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার। কোহলির উপহার দেওয়া ব্যাট ভেঙে যাওয়ায় আজকে দুই দলের মুখোমুখি হওয়ার আগে এমনই আবদার নিয়ে এসেছেন তিনি।
কোহলি-রিংকুর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় এখন ব্যাপক ভাইরাল। দুজনের কথোপকথনের শুরুটা এভাবে করেন রিংকু, ‘স্পিনারের বিপক্ষে খেলার সময় ব্যাটটা (কোহলির উপহার দেওয়া ব্যাটা) ভেঙে গেছে। উত্তরে কোহলি বলেন, ‘আমার ব্যাট? স্পিনারের বিপক্ষে ভেঙেছ? কোথায় ভেঙেছে? রিংকুর উত্তর, ‘এই (ব্যাটের নিচের দিকটায়) জায়গায় ভেঙেছে।’ দেখার পর কোহলি জানতে চান, ‘এখন আমার কী করা উচিত? কলকাতার বাঁহাতি ব্যাটার বলেন, ‘কিছুই করতে হবে না। আমি শুধু তোমাকে তথ্যটা জানাতে এসেছি।’ রান মেশিন খ্যাত ব্যাটার প্রতি উত্তরে বলেন, ‘কোনো সমস্যা নাই। জানিয়ে ভালো করেছিস। তবে তথ্য জানার আমার কোনো প্রয়োজন ছিল না।’
আরেকটি ব্যাট চাওয়ার জন্যই এমন অভিনয় করছিলেন রিংকু। শুরুতে আকার-ইঙ্গিতে বলার চেষ্টা করা কলকাতার ফিনিশার শেষে সরাসরিই বলে দেন। বলার আগে অবশ্য আরেকটু গল্পটাকে সাজিয়ে নেন ২৬ বছর বয়সী ব্যাটার। কোহলির দুটি নতুন ব্যাট হাতে নিয়ে নক করতে থাকেন তিনি। এই দেখে কোহলি বলেন, ‘ব্যাটটা ভালো ছিল না।’ ৩৫ বছর বয়সী তারকার কথা শোনার পর রিংকু জানতে চান, ‘যে ব্যাটটা দিয়েছিলে?’ কোহলির পাল্টা প্রশ্ন, ‘কাকে পাঠিয়েছি?’ এরপর রিংকু নক করা দুটি ব্যাট কোহলিকে দিয়ে বলেন, ‘তুমি রেখে দাও।’
কোহলি এর পরেই দ্বিতীয়বার ব্যাট চাওয়ার প্রশ্নের উত্তর দেন, ‘তুমি আমার কাছ থেকে আগে একটা ব্যাট নিয়েছ। দ্বিতীয় ম্যাচে আবার একটা ব্যাট চাইছ। এটা দিয়েই আবার কিছুক্ষণ পর আমার বিপক্ষে লড়তে চাও।’ জাতীয় দলের সতীর্থের এমন মন্তব্য শোনার পর রিংকু প্রতিজ্ঞা করে বলেন, ‘তোমার সামনে প্রতিজ্ঞা করছি, এবার আর ব্যাট ভাঙবে না। ভাঙা ব্যাট কি দেখাতে পারি?’
গত ২৯ মার্চ বেঙ্গালুরু-কলকাতার ম্যাচ শেষে রিংকুকে ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি। সেদিন নিজেদের মাঠে ৭ উইকেটে হেরেছিলেন কোহলিরা। আজ দ্বিতীয়বারের দেখায় নিশ্চয়ই জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবেন তাঁরা। এতে প্রতিশোধ নেওয়ার সঙ্গে টুর্নামেন্টে টিকে যাওয়ার শেষ সম্ভাবনাটুকু থাকবে তাঁদের। ৭ ম্যাচে ২ পয়েন্টে তলানিতে বেঙ্গালুরু। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
১৩ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে