
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ২ জুন। টুর্নামেন্টের সময় যখন ঘনিয়ে আসছে, আইসিসি তাদের ফেসবুক পেজে বিশ্বকাপের আবহে কোনো না কোনো কিছু রাখছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আজ প্রতিটি বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকা নিয়ে একটি পোস্ট করেছে। সেখানে আছেন তামিম ইকবালও।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিম করেন ২৯৫ রান, যা সেই বিশ্বকাপের কোনো ব্যাটারের সর্বোচ্চ রান। আট বছর আগে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশকে প্রথম রাউন্ড খেলতে হওয়ায় স্বাভাবিকভাবেই তামিম বেশি ম্যাচ পান বিরাট কোহলিদের চেয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি সেবারই আসে তামিমের ব্যাট থেকে। ধর্মশালায় ওমানের বিপক্ষে ৬৩ বলে ১০ চার ও ৫ ছক্কতায় ১০৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অপরাজিত থাকেন। বিলাল খানকে চার মেরে তিন অঙ্ক ছোঁয়ার উল্লাসে মেতে ওঠেন তামিম। এখনো পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশের একমাত্র সেঞ্চুরি।
এক বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সবার ওপরে আছেন কোহলি। বাংলাদেশে হওয়া ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের তারকা ব্যাটার করেন ৩১৯ রান। সেই বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্টেরও পুরস্কার জেতেন কোহলি। সেবার টুর্নামেন্টের অপরাজিত ভারতকে মিরপুরের ফাইনালে কাঁদিয়ে শিরোপা উঁচিয়ে তোলে শ্রীলঙ্কা। দুইয়ে থাকা তিলকরত্নে দিলশানের গল্পটাও মিলে যাচ্ছে কোহলির সঙ্গে। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দিলশান করেন ৩১৭ রান। শ্রীলঙ্কা সেবার শুরু থেকে সব ম্যাচ জিতে লর্ডসের ফাইনালে হোঁচট খেয়েছিল পাকিস্তানের কাছে। দিলশানও পেয়েছিলেন টুর্নামেন্টসেরার পুরস্কার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তামিম অবসর নিয়েছেন ২০২২ সালে। খেলেননি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও। ভারতে অনুষ্ঠিত ২০১৬ বিশ্বকাপই তাঁর ক্যারিয়ারের সবশেষ কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে যে ১১ সেঞ্চুরি হয়েছে, সেখানে ব্যক্তিগত ইনিংসের হিসাবে সাতে আছেন তামিম। বাংলাদেশের বাহাতি ব্যাটার টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৩ ম্যাচে করেন ৫১৪ রান। গড় ও স্ট্রাইকরেট ২৪.৪৭ ও ১১৩.৪৬। ১ সেঞ্চুরির পাশাপাশি এক ফিফটি রয়েছে তাঁর।
এক টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান করা সেরা দশ
রান দল সাল
বিরাট কোহলি ৩১৯ ভারত ২০১৪
তিলকরত্নে দিলশান ৩১৭ শ্রীলঙ্কা ২০০৯
বাবর আজম ৩০৩ পাকিস্তান ২০২১
মাহেলা জয়বর্ধনে ৩০২ শ্রীলঙ্কা ২০১০
বিরাট কোহলি ২৯৬ ভারত ২০২২
তামিম ইকবাল ২৯৫ বাংলাদেশ ২০১৬
ডেভিড ওয়ার্নার ২৮৯ অস্ট্রেলিয়া ২০২১
মোহাম্মদ রিজওয়ান ২৮১ পাকিস্তান ২০২১
বিরাট কোহলি ২৭৩ ভারত ২০১৬
জস বাটলার ২৬৯ ইংল্যান্ড ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ২ জুন। টুর্নামেন্টের সময় যখন ঘনিয়ে আসছে, আইসিসি তাদের ফেসবুক পেজে বিশ্বকাপের আবহে কোনো না কোনো কিছু রাখছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আজ প্রতিটি বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকা নিয়ে একটি পোস্ট করেছে। সেখানে আছেন তামিম ইকবালও।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিম করেন ২৯৫ রান, যা সেই বিশ্বকাপের কোনো ব্যাটারের সর্বোচ্চ রান। আট বছর আগে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশকে প্রথম রাউন্ড খেলতে হওয়ায় স্বাভাবিকভাবেই তামিম বেশি ম্যাচ পান বিরাট কোহলিদের চেয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি সেবারই আসে তামিমের ব্যাট থেকে। ধর্মশালায় ওমানের বিপক্ষে ৬৩ বলে ১০ চার ও ৫ ছক্কতায় ১০৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অপরাজিত থাকেন। বিলাল খানকে চার মেরে তিন অঙ্ক ছোঁয়ার উল্লাসে মেতে ওঠেন তামিম। এখনো পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশের একমাত্র সেঞ্চুরি।
এক বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সবার ওপরে আছেন কোহলি। বাংলাদেশে হওয়া ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের তারকা ব্যাটার করেন ৩১৯ রান। সেই বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্টেরও পুরস্কার জেতেন কোহলি। সেবার টুর্নামেন্টের অপরাজিত ভারতকে মিরপুরের ফাইনালে কাঁদিয়ে শিরোপা উঁচিয়ে তোলে শ্রীলঙ্কা। দুইয়ে থাকা তিলকরত্নে দিলশানের গল্পটাও মিলে যাচ্ছে কোহলির সঙ্গে। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দিলশান করেন ৩১৭ রান। শ্রীলঙ্কা সেবার শুরু থেকে সব ম্যাচ জিতে লর্ডসের ফাইনালে হোঁচট খেয়েছিল পাকিস্তানের কাছে। দিলশানও পেয়েছিলেন টুর্নামেন্টসেরার পুরস্কার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তামিম অবসর নিয়েছেন ২০২২ সালে। খেলেননি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও। ভারতে অনুষ্ঠিত ২০১৬ বিশ্বকাপই তাঁর ক্যারিয়ারের সবশেষ কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে যে ১১ সেঞ্চুরি হয়েছে, সেখানে ব্যক্তিগত ইনিংসের হিসাবে সাতে আছেন তামিম। বাংলাদেশের বাহাতি ব্যাটার টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৩ ম্যাচে করেন ৫১৪ রান। গড় ও স্ট্রাইকরেট ২৪.৪৭ ও ১১৩.৪৬। ১ সেঞ্চুরির পাশাপাশি এক ফিফটি রয়েছে তাঁর।
এক টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান করা সেরা দশ
রান দল সাল
বিরাট কোহলি ৩১৯ ভারত ২০১৪
তিলকরত্নে দিলশান ৩১৭ শ্রীলঙ্কা ২০০৯
বাবর আজম ৩০৩ পাকিস্তান ২০২১
মাহেলা জয়বর্ধনে ৩০২ শ্রীলঙ্কা ২০১০
বিরাট কোহলি ২৯৬ ভারত ২০২২
তামিম ইকবাল ২৯৫ বাংলাদেশ ২০১৬
ডেভিড ওয়ার্নার ২৮৯ অস্ট্রেলিয়া ২০২১
মোহাম্মদ রিজওয়ান ২৮১ পাকিস্তান ২০২১
বিরাট কোহলি ২৭৩ ভারত ২০১৬
জস বাটলার ২৬৯ ইংল্যান্ড ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৬ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৮ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১১ ঘণ্টা আগে