Ajker Patrika

মাথায় আঘাত নিয়ে হাসপাতালে যুব ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৪: ৪৪
মাথায় আঘাত নিয়ে হাসপাতালে যুব ক্রিকেটার

সিলেটে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। এই দলে থাকার কথা ছিল সদস্য উইকেটরক্ষক তৌহিদুল ইসলাম ফেরদৌসের। কিন্তু ক্যাম্পে যোগ দেওয়ার আগে আচমকা এক দুর্ঘটনায় ক্রিকেট মাঠ থেকে ছিটকে গেছেন সিলেটের এই তরুণ ক্রিকেটার। ব্যক্তিগত অনুশীলনের সময় বাউন্সার খেলতে গিয়ে বল কপালে লাগলে গুরুতর আঘাত পান তিনি। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে আগের চেয়ে কিছুটা ভালো আছেন ফেরদৌস। 

গত এপ্রিলে পাকিস্তান সিরিজের জন্য ঘোষিত দলে ছিলেন ফেরদৌস। যদিও করোনায় সেই সিরিজ আর হয়নি। এবার আফগানিস্তান সিরিজ সামনে রেখে আগেভাগেই নিজ জেলা সিলেটে গিয়ে অনুশীলন শুরু করেন তিনি। ক্যাম্প শুরুর আগে ব্যক্তিগত অনুশীলনের সময় আঘাত পান। তাই আর ক্যাম্পে যোগ দেওয়া হয়নি তাঁর। পরে অবস্থার অবনতি হলে সার্জারি করতে হয় তাঁর মাথায়। 

চোটে পড়ার পর ফেরদৌসের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিসিবি। তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে। মেডিকেল বিভাগের সূত্র জানিয়েছে, অপারেশনের পর ডাক্তারের পর্যবেক্ষণে আছেন তিনি। গত রোববার তাঁর অপারেশন করা হয়। এখন তিনি এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত