
রেকর্ড ভাঙা গড়ার খেলায় খুব কম রেকর্ডই চিরস্থায়ী হয়। আজ হোক বা কাল-কোনো না কোনো দিন সেটা ভেঙে যায়। ওমানের পেসার বিলাল খান নতুন এক রেকর্ড গড়লেন গত রাতে। তাতে পেছনে ফেলেছেন মোস্তাফিজুর রহমান, শাহিন শাহ আফ্রিদির মতো তারকা পেসারদের।
পেসারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড এখন বিলালের। ডানডিতে গত রাতে নামিবিয়ার বিপক্ষে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে লিগের দ্বিতীয় পর্যায়ের ম্যাচে কীর্তি গড়েন তিনি। নামিবিয়ার টপ অর্ডার ব্যাটার ইয়ান ফ্রাইলিংকে এলবিডব্লুর ফাঁদে ফেলে এলিট ক্লাবে নাম লেখান বিলাল। ওয়ানডেতে ১০০ উইকেট নিতে বিলালের খেলতে হয়েছে ৪৯ ম্যাচ। ২০১৯ সালে ওয়ানডেতে অভিষেকের পর গতকাল ৫ বছর ৮৮ দিনে কীর্তি গড়েছেন ওমানি পেসার। বিলালের পর দুইয়ে থাকা আফ্রিদির ওয়ানডেতে ১০০ উইকেট নিতে লেগেছে ৫১ ম্যাচ। ওয়ানডেতে পেসারদের মধ্যে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করার রেকর্ডে শেন বন্ডের সঙ্গে যৌথভাবে চারে মোস্তাফিজ। বন্ড-মোস্তাফিজ দুজনেরই ৫৪ ওয়ানডে করে খেলতে হয়েছে।
বিলাল গত রাতে ১০ ওভারে ৫০ রানে নিয়েছেন ৩ উইকেট। এক ওভার মেডেনও দেন ওমানের পেসার। বিলালের কীর্তি গড়ার রাতে নামিবিয়াকে ৪ উইকেটে হারিয়েছে ওমান। ৪৯ ওয়ানডেতে ৫.০৬ ইকোনমিতে এখনো পর্যন্ত ওমানের পেসার নিয়েছেন ১০১ উইকেট। ওয়ানডেতে সব মিলিয়ে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার কীর্তি নেপালের সন্দীপ লামিচানের। লামিচানের খেলতে হয়েছে ৪২ ম্যাচ। দুইয়ে থাকা আরেক লেগস্পিনার রশিদ খান ওয়ানডেতে শততম উইকেট পেয়েছেন ৪৪ ম্যাচে। সব মিলিয়ে ৫ ও পেসারদের মধ্যে এই তালিকায় তিনে আছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার পেসার উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন ৫২তম ম্যাচে।
ওয়ানডে ক্যারিয়ার দেরিতে শুরু হলেও বিলাল আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন ২০১৫ সালে। একই বছর বাংলাদেশের জার্সিতে পথচলা শুরু হয় মোস্তাফিজের। দীর্ঘ ৯ বছরের ক্যারিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজ ও বিলাল খেলেছেন ২২২ ও ১২৮ ম্যাচ।
ওয়ানডে দ্রুততম ১০০ উইকেট নেওয়া সেরা পাঁচ পেসার (ম্যাচের হিসেবে)
ম্যাচ দল
বিলাল খান ৪৯ ওমান
শাহিন শাহ আফ্রিদি ৫১ পাকিস্তান
মিচেল স্টার্ক ৫২ অস্ট্রেলিয়া
শেন বন্ড ৫৪ নিউজিল্যান্ড
মোস্তাফিজুর রহমান ৫৪ বাংলাদেশ

রেকর্ড ভাঙা গড়ার খেলায় খুব কম রেকর্ডই চিরস্থায়ী হয়। আজ হোক বা কাল-কোনো না কোনো দিন সেটা ভেঙে যায়। ওমানের পেসার বিলাল খান নতুন এক রেকর্ড গড়লেন গত রাতে। তাতে পেছনে ফেলেছেন মোস্তাফিজুর রহমান, শাহিন শাহ আফ্রিদির মতো তারকা পেসারদের।
পেসারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড এখন বিলালের। ডানডিতে গত রাতে নামিবিয়ার বিপক্ষে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে লিগের দ্বিতীয় পর্যায়ের ম্যাচে কীর্তি গড়েন তিনি। নামিবিয়ার টপ অর্ডার ব্যাটার ইয়ান ফ্রাইলিংকে এলবিডব্লুর ফাঁদে ফেলে এলিট ক্লাবে নাম লেখান বিলাল। ওয়ানডেতে ১০০ উইকেট নিতে বিলালের খেলতে হয়েছে ৪৯ ম্যাচ। ২০১৯ সালে ওয়ানডেতে অভিষেকের পর গতকাল ৫ বছর ৮৮ দিনে কীর্তি গড়েছেন ওমানি পেসার। বিলালের পর দুইয়ে থাকা আফ্রিদির ওয়ানডেতে ১০০ উইকেট নিতে লেগেছে ৫১ ম্যাচ। ওয়ানডেতে পেসারদের মধ্যে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করার রেকর্ডে শেন বন্ডের সঙ্গে যৌথভাবে চারে মোস্তাফিজ। বন্ড-মোস্তাফিজ দুজনেরই ৫৪ ওয়ানডে করে খেলতে হয়েছে।
বিলাল গত রাতে ১০ ওভারে ৫০ রানে নিয়েছেন ৩ উইকেট। এক ওভার মেডেনও দেন ওমানের পেসার। বিলালের কীর্তি গড়ার রাতে নামিবিয়াকে ৪ উইকেটে হারিয়েছে ওমান। ৪৯ ওয়ানডেতে ৫.০৬ ইকোনমিতে এখনো পর্যন্ত ওমানের পেসার নিয়েছেন ১০১ উইকেট। ওয়ানডেতে সব মিলিয়ে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার কীর্তি নেপালের সন্দীপ লামিচানের। লামিচানের খেলতে হয়েছে ৪২ ম্যাচ। দুইয়ে থাকা আরেক লেগস্পিনার রশিদ খান ওয়ানডেতে শততম উইকেট পেয়েছেন ৪৪ ম্যাচে। সব মিলিয়ে ৫ ও পেসারদের মধ্যে এই তালিকায় তিনে আছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার পেসার উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন ৫২তম ম্যাচে।
ওয়ানডে ক্যারিয়ার দেরিতে শুরু হলেও বিলাল আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন ২০১৫ সালে। একই বছর বাংলাদেশের জার্সিতে পথচলা শুরু হয় মোস্তাফিজের। দীর্ঘ ৯ বছরের ক্যারিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজ ও বিলাল খেলেছেন ২২২ ও ১২৮ ম্যাচ।
ওয়ানডে দ্রুততম ১০০ উইকেট নেওয়া সেরা পাঁচ পেসার (ম্যাচের হিসেবে)
ম্যাচ দল
বিলাল খান ৪৯ ওমান
শাহিন শাহ আফ্রিদি ৫১ পাকিস্তান
মিচেল স্টার্ক ৫২ অস্ট্রেলিয়া
শেন বন্ড ৫৪ নিউজিল্যান্ড
মোস্তাফিজুর রহমান ৫৪ বাংলাদেশ

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ছন্দে ফিরেছে বাংলাদেশ। আগের ম্যাচে ভুটানের বিপক্ষে ড্র করলেও এবার নেপালকে হারিয়েছে ৩-০ গোলে। দলের হয়ে একটি করে গোল করেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী ও লিপি আক্তার।
২১ মিনিট আগে
অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএলের নিলামে পাখির চোখ করে থাকেন অনেকেই। ক্রিকেটাররা তো বটেই, অনেক ধনকুবেরেরও চোখ থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলামে। এবার প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিলাম পদ্ধতি চালু হতে যাচ্ছে।
১ ঘণ্টা আগে
উড়তে থাকা বার্সেলোনা অবশেষে থামল। সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ১১ ম্যাচ জয়ের পর হারল বার্সা। সান সেবাস্তিয়ান মাঠে গত রাতে রিয়াল সোসিয়াদাদের কাছে ২-১ গোলে হেরেছে বার্সা। হারের পর রেফারিকে দায়ী করছেন বার্সা কোচ হ্যানসি ফ্লিক ও মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চার দিনে তিন টি-টোয়েন্টি খেলবে দুই দল। তবে পাকিস্তান সিরিজে বিশ্বকাপ দলে থাকা একাধিক তারকা ক্রিকেটারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে