ক্রীড়া ডেস্ক

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দিনই সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেন রোহিত শর্মা। এবার ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অধিনায়ক। নিজেই অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন রোহিত।
অবসর প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় রোহিত বলেছেন, ‘হ্যালো সবাইকে, আমি জানাতে চাই, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। দেশের হয়ে সাদা পোশাকে প্রতিনিধিত্ব করা আমার জন্য বিরাট সম্মানের বিষয়। এই বছরগুলোয় আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আমি ওয়ানডে সংস্করণে ভারতের প্রতিনিধিত্ব চালিয়ে যাব।’
রোহিতের অবসরের সিদ্ধান্ত এসেছে একাধিক হতাশাজনক সিরিজের পর। লম্বা সময় ধরে লাল বলে ব্যাট হাতে ধুঁকছিলেন তিনি। ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ, তারপর অস্ট্রেলিয়া সফর—৮টি টেস্টে মাত্র একবারই ৫০ রানের গণ্ডি পেরিয়েছিলেন। ব্যাটিং গড় ছিল ১০.৯৩। বাংলাদেশকে দুটি টেস্টেই হারালেও নিউজিল্যান্ডের কাছে রোহিতের নেতৃত্বে ভারত ৩-০ ব্যবধানে হেরে যায়। অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফি ৩-১ ব্যবধানে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা ভঙ্গ হয় ভারতের।
দ্রুতই ভারতের নতুন পূর্ণকালীন অধিনায়ক ঘোষণার প্রয়োজন হবে। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ২০ জুন। বর্তমানে জসপ্রীত বুমরা ভারতের সহ-অধিনায়ক। রোহিতের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া সফরের প্রথম ও শেষ টেস্টে দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ১২ বছরের ক্যারিয়ারে ভারতের হয়ে রোহিত ৬৭ টেস্টে করেছেন ৪৩০১ রান, গড় ৪০.৫৭। ১২টি সেঞ্চুরির সঙ্গে আছে ১৮টি ফিফটি।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দিনই সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেন রোহিত শর্মা। এবার ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অধিনায়ক। নিজেই অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন রোহিত।
অবসর প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় রোহিত বলেছেন, ‘হ্যালো সবাইকে, আমি জানাতে চাই, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। দেশের হয়ে সাদা পোশাকে প্রতিনিধিত্ব করা আমার জন্য বিরাট সম্মানের বিষয়। এই বছরগুলোয় আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আমি ওয়ানডে সংস্করণে ভারতের প্রতিনিধিত্ব চালিয়ে যাব।’
রোহিতের অবসরের সিদ্ধান্ত এসেছে একাধিক হতাশাজনক সিরিজের পর। লম্বা সময় ধরে লাল বলে ব্যাট হাতে ধুঁকছিলেন তিনি। ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ, তারপর অস্ট্রেলিয়া সফর—৮টি টেস্টে মাত্র একবারই ৫০ রানের গণ্ডি পেরিয়েছিলেন। ব্যাটিং গড় ছিল ১০.৯৩। বাংলাদেশকে দুটি টেস্টেই হারালেও নিউজিল্যান্ডের কাছে রোহিতের নেতৃত্বে ভারত ৩-০ ব্যবধানে হেরে যায়। অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফি ৩-১ ব্যবধানে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা ভঙ্গ হয় ভারতের।
দ্রুতই ভারতের নতুন পূর্ণকালীন অধিনায়ক ঘোষণার প্রয়োজন হবে। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ২০ জুন। বর্তমানে জসপ্রীত বুমরা ভারতের সহ-অধিনায়ক। রোহিতের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া সফরের প্রথম ও শেষ টেস্টে দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ১২ বছরের ক্যারিয়ারে ভারতের হয়ে রোহিত ৬৭ টেস্টে করেছেন ৪৩০১ রান, গড় ৪০.৫৭। ১২টি সেঞ্চুরির সঙ্গে আছে ১৮টি ফিফটি।

করাচিতে ২৩২ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৩ বছরের ইতিহাসে সর্বনিম্ন রানের পুঁজি নিয়ে জয়ের নতুন বিশ্ব রেকর্ড লিখেছে তারা।
১৩ মিনিট আগে
মোহাম্মদ সাইফউদ্দিন টিকে থাকলেন শেষ পর্যন্ত। তবে তাঁর অপরাজিত ফিফটি ঢাকা ক্যাপিটালসের কোনো কাজেই আসলো না। বাঁচা মরার ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ১১ রানে হেরেছে তারা। এই হারে বিপিএল থেকে বিদায় নিল ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে ঢাকাকে হারিয়ে শেষ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিল রংপুর।
১৭ মিনিট আগে
২০২৫ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচে হাত না মেলানো ইস্যুতে কম আলোচনা সমালোচনা হয়নি। বিষয়টি নিয়ে গড়িয়েছে অনেক জল। এবার একই ঘটনা দেখা গেল বাংলাদেশ ও ভারতের ম্যাচে। তাতেই এশিয়া কাপের ৪ মাস পর নতুনকরে আলোচনায় আসলো ‘নো হ্যান্ডশেক’ ইস্যু।
২ ঘণ্টা আগে
ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচটি ছিল নাটকীয়তায় ঠাসা। এক পর্যায়ে হারের শঙ্কায় থাকলেও ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলের স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা-মাসুরারা।
২ ঘণ্টা আগে