Ajker Patrika

হঠাৎ টেস্ট থেকে রোহিতের অবসর

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৭ মে ২০২৫, ২১: ১৩
হঠাৎ টেস্ট থেকে রোহিত শর্মার অবসর। ফাইল ছবি
হঠাৎ টেস্ট থেকে রোহিত শর্মার অবসর। ফাইল ছবি

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দিনই সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেন রোহিত শর্মা। এবার ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অধিনায়ক। নিজেই অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন রোহিত।

অবসর প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় রোহিত বলেছেন, ‘হ্যালো সবাইকে, আমি জানাতে চাই, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। দেশের হয়ে সাদা পোশাকে প্রতিনিধিত্ব করা আমার জন্য বিরাট সম্মানের বিষয়। এই বছরগুলোয় আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আমি ওয়ানডে সংস্করণে ভারতের প্রতিনিধিত্ব চালিয়ে যাব।’

রোহিতের অবসরের সিদ্ধান্ত এসেছে একাধিক হতাশাজনক সিরিজের পর। লম্বা সময় ধরে লাল বলে ব্যাট হাতে ধুঁকছিলেন তিনি। ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ, তারপর অস্ট্রেলিয়া সফর—৮টি টেস্টে মাত্র একবারই ৫০ রানের গণ্ডি পেরিয়েছিলেন। ব্যাটিং গড় ছিল ১০.৯৩। বাংলাদেশকে দুটি টেস্টেই হারালেও নিউজিল্যান্ডের কাছে রোহিতের নেতৃত্বে ভারত ৩-০ ব্যবধানে হেরে যায়। অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফি ৩-১ ব্যবধানে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা ভঙ্গ হয় ভারতের।

দ্রুতই ভারতের নতুন পূর্ণকালীন অধিনায়ক ঘোষণার প্রয়োজন হবে। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ২০ জুন। বর্তমানে জসপ্রীত বুমরা ভারতের সহ-অধিনায়ক। রোহিতের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া সফরের প্রথম ও শেষ টেস্টে দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ১২ বছরের ক্যারিয়ারে ভারতের হয়ে রোহিত ৬৭ টেস্টে করেছেন ৪৩০১ রান, গড় ৪০.৫৭। ১২টি সেঞ্চুরির সঙ্গে আছে ১৮টি ফিফটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত