Ajker Patrika

এলবিডব্লিউ নিয়ে সাকিবের অসন্তুষ্টি

নিজস্ব প্রতিবেদক, অ্যাডিলেড থেকে
আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১২: ০৭
এলবিডব্লিউ নিয়ে সাকিবের অসন্তুষ্টি

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচেও আলোচনায় আম্পায়ারিং। শাদাব খানের করা ১১তম ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউ হয়ে গেছেন সাকিব আল হাসান। আম্পায়ারের এই সিদ্ধান্তে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক যে সন্তুষ্ট নন, তাঁর অবিভ্যক্তিতেই পরিষ্কার।

শাদাবের শূন্যে ভাসিয়ে দেওয়া বল ডাউন দ্য উইকেটে খেলতে চেয়েছিলেন সাকিব। বাঁহাতি অলরাউন্ডারের ফ্লিক টাইমিং না হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের জোরালো আবেদন। দক্ষিণ আফ্রিকান আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক একটু সময় নিয়ে আবদনে সাড়া দেন। সাকিব দ্রুতই আত্মবিশ্বাসের সঙ্গে রিভিউ নেন।

টিভি রিপ্লেতে স্পাইকের রেখা দেখা যায়। বড় পর্দায় সেটি দেখে সাকিব পাকিস্তানি উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে রসিকতা করে ফের ব্যাটিংয়ের প্রস্তুতি নেন। ঠিক এ সময় টিভি আম্পায়ার জানিয়ে দেন সাকিব আউট। তাঁর রায়, বল ব্যাটে লাগেনি, সরাসরি সাকিবের বুটে লেগেছে।

সাকিব অবশ্য আম্পায়ারের সিদ্ধান্তে একমত হতে পারছিলেন না। তিনি কথা বললেন অন ফিল্ড আম্পায়ারদের সঙ্গে। আম্পায়াররা তাঁকে তাগিদ দিলেন দ্রুত মাঠ ছাড়তে। বাংলাদেশ অধিনায়ক অসন্তুষ্টি নিয়েই শূন্য রানে ফিরে গেলেন ড্রেসিংরুমে।

সাকিব দ্রুত ফিরে যাওয়ায় মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ একটু চাপে পড়েছে। ১৪.৩ ওভারে ৪ উইকেটে তাদের রান ৯৭। ১৮ রানের মধ্যেই পড়েছে ৩ উইকেট।

ধারাভাষ্যকর ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়াও একমত হতে পারেননি আম্পায়ারদের এই সিদ্ধান্তে। তাঁর যুক্তি, ‘সাকিবের ব্যাট মোটেও মাটিতে লাগেনি। বল ব্যাটে লেগেছে, এ ছাড়া আর কিছুই হয়নি। বাংলাদেশ বাজে আম্পায়ারিংয়ের শিকার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত