
আবারও ভারতীয় সমর্থকদের হতাশ করলেন বিরাট কোহলি। এবারের বিশ্বকাপে পঞ্চমবারের মতো এক অঙ্কের ঘরে আউট হয়ে ফিরেছেন এই অভিজ্ঞ ব্যাটার। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আজ আউট হয়েছেন ৯ বলে ৯ রান করে। রিস টপলিকে মিড-উইকেট দিয়ে দারুণ এক ছক্কা মেরে ভালো শুরুর আভাস দিয়েছিলেন কোহলি। এক বল পরই তাঁকে বোল্ড করেছেন এই ইংলিশ পেসার।
তৃতীয় ওভারের চতুর্থ বলটি উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলার চেষ্টা করেন কোহলি। ব্যাটে-বলে করতে পারেননি তিনি। বল লালবাতি জ্বালিয়ে দেয় তাঁর স্টাম্পের। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্য রানে ফেরা এ ব্যাটার। পাওয়ার-প্লের শেষ ওভারে ঋষভ পন্তকে ফেরান স্যাম কারান। ৬ বলে ৪ রান করে ফেরেন এই উইকেটরক্ষক-ব্যাটার। পাওয়ার-প্লে শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৪৬ রান।
গায়ানায় টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জস বাটলার। দুই দলই মাঠে নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে। পেস বোলিংয়ে অভিজ্ঞ জসপ্রীত বুমরার ও আর্শদীপ সিংয়ের সঙ্গে আছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদবের সঙ্গে আছেন স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা।
জফরা আর্চার, রিস টপলির সঙ্গে দুই পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারান ও ক্রিস জর্ডানকে নিয়ে একাদশ গড়েছে ইংল্যান্ড। স্পিনে আছেন লেগ স্পিনার আদিল রাশিদ। তাঁকে সঙ্গ দেবেন আছেন মইন আলী ও লিয়াম লিভিংস্টোন।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত, সূর্যকুমার যাদব, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব ও জসপ্রীত বুমরা।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মইন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জফরা আর্চার, আদিল রাশিদ, ক্রিস জর্ডান ও রিস টপলি।

আবারও ভারতীয় সমর্থকদের হতাশ করলেন বিরাট কোহলি। এবারের বিশ্বকাপে পঞ্চমবারের মতো এক অঙ্কের ঘরে আউট হয়ে ফিরেছেন এই অভিজ্ঞ ব্যাটার। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আজ আউট হয়েছেন ৯ বলে ৯ রান করে। রিস টপলিকে মিড-উইকেট দিয়ে দারুণ এক ছক্কা মেরে ভালো শুরুর আভাস দিয়েছিলেন কোহলি। এক বল পরই তাঁকে বোল্ড করেছেন এই ইংলিশ পেসার।
তৃতীয় ওভারের চতুর্থ বলটি উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলার চেষ্টা করেন কোহলি। ব্যাটে-বলে করতে পারেননি তিনি। বল লালবাতি জ্বালিয়ে দেয় তাঁর স্টাম্পের। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্য রানে ফেরা এ ব্যাটার। পাওয়ার-প্লের শেষ ওভারে ঋষভ পন্তকে ফেরান স্যাম কারান। ৬ বলে ৪ রান করে ফেরেন এই উইকেটরক্ষক-ব্যাটার। পাওয়ার-প্লে শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৪৬ রান।
গায়ানায় টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জস বাটলার। দুই দলই মাঠে নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে। পেস বোলিংয়ে অভিজ্ঞ জসপ্রীত বুমরার ও আর্শদীপ সিংয়ের সঙ্গে আছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদবের সঙ্গে আছেন স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা।
জফরা আর্চার, রিস টপলির সঙ্গে দুই পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারান ও ক্রিস জর্ডানকে নিয়ে একাদশ গড়েছে ইংল্যান্ড। স্পিনে আছেন লেগ স্পিনার আদিল রাশিদ। তাঁকে সঙ্গ দেবেন আছেন মইন আলী ও লিয়াম লিভিংস্টোন।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত, সূর্যকুমার যাদব, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব ও জসপ্রীত বুমরা।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মইন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জফরা আর্চার, আদিল রাশিদ, ক্রিস জর্ডান ও রিস টপলি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের পর ঝড় উঠেছে দেশের ক্রিকেটাঙ্গনে। পরশু নাজমুলের সংবাদমাধ্যমকে বলা কথা ছড়িয়ে পড়লে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন তাঁর (নাজমুল) পদত্যাগের দাবিতে ক্রিকেট খেলা বন্ধ রাখার হুমকি দিয়েছিলেন। সেদিন যা ঘোষণ
১৫ মিনিট আগে
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুর ওপর দিয়ে কী ঝড় বয়ে যাচ্ছে, সেটা তিনিই ভালো যাচ্ছেন। পরশু রাতে ক্রিকেটারদের সংগঠনে কাজ করা কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ক্রিকেট বন্ধ রাখার হুমকি দিয়েছিলেন, সেদিন রাতেই মিঠু ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে
৪৪ মিনিট আগে
বছরের শুরুতে দেশের ক্রিকেটে টালমাটাল অবস্থা এমন কবে দেখা গেছে, সেটা জানতে অনেকে নিশ্চয়ই গুগল করা শুরু করেছেন। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তো রয়েছেই। পাশাপাশি যোগ হয়েছে মোহাম্মদ মিঠুন-মেহেদী হাসান মিরাজদের সাময়িক খেলা স্থগিত।
১ ঘণ্টা আগে
দেশের ক্রিকেটে ক্রিকেটারদের ধর্মঘট আগেও দেখা গেছে। তবে এবার যেন ছাড়িয়ে গেল অতীতের সবকিছু। আন্তর্জাতিক পর্যায়ের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিপিএলের ম্যাচ হয়নি ক্রিকেটারদের বয়কটের সিদ্ধান্তে।
৮ ঘণ্টা আগে