
ইংল্যান্ডের কেনিংটন ওভালে জেতার জন্য ইতিহাস গড়া ছাড়া কোনো উপায় নেই ভারতের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোহিত শর্মার দলের সামনে পাহাড়সম ৪৪৪ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে।
চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাই ইতিহাসই গড়তে হবে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। কিন্তু ওভালের মাঠে চতুর্থ ইনিংসে এই রান তাড়া করে জেতাও হবে দুঃস্বপ্নের মতো। ১৯০২ সালে এই মাঠে অস্ট্রেলিয়ার দেওয়া ২৬৩ রান তাড়া করেছিল ইংল্যান্ড। ১ উইকেটের ওই জয়টি ছিল এই মাঠের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড।
অ্যালেক্স কেরির ৬৬, মিচেল স্টার্কের ৪১ ও মার্নাস লাবুশানের ৪১ রানের ইনিংসের সৌজন্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৭০ রান হলে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক প্যাট কামিন্স। প্রথম ইনিংসে ১৭৩ রানে এগিয়ে থাকায় অজিরা লক্ষ্য পায় ৪৪৪ রানের।
টেস্টের তৃতীয় ইনিংসে ভারতের বোলারদের বিপক্ষে রান তুলতে ভালো পরীক্ষা দিতে হয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটারদের। তবে তৃতীয় ইনিংসে ওভালের রানের যে গড়–২৩৮, সে তুলনায় অজিরা অবশ্য বেশ ভালো ব্যাটিং করেছে। তবে জয় বা ড্র করতে হলে, চতুর্থ ইনিংসে কঠিন পরীক্ষা দিতে ভারতের ব্যাটারদের।
ওভালের চতুর্থ ইনিংসের ব্যাটিং গড় মাত্র ১৫৬ রান। দ্বিতীয় ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ইতিমধ্যে ৪১ রানে শুবমান গিলের গুরুত্বপূর্ণ উইকেটটি হারিয়েছে ভারত। তৃতীয় ইনিংসে রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা হাল ধরার লড়াই করছেন।
১৯৭৬ সালে কুইন্সটন পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৪০৩ রানের লক্ষ্য তাড়া করেছিল ভারত। এ পর্যন্ত লাল বলে সেটাই তাদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। সব মিলিয়ে রোহিতদের সামনে জিততে হলে ইতিহাসই গড়া চাই।

ইংল্যান্ডের কেনিংটন ওভালে জেতার জন্য ইতিহাস গড়া ছাড়া কোনো উপায় নেই ভারতের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোহিত শর্মার দলের সামনে পাহাড়সম ৪৪৪ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে।
চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাই ইতিহাসই গড়তে হবে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। কিন্তু ওভালের মাঠে চতুর্থ ইনিংসে এই রান তাড়া করে জেতাও হবে দুঃস্বপ্নের মতো। ১৯০২ সালে এই মাঠে অস্ট্রেলিয়ার দেওয়া ২৬৩ রান তাড়া করেছিল ইংল্যান্ড। ১ উইকেটের ওই জয়টি ছিল এই মাঠের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড।
অ্যালেক্স কেরির ৬৬, মিচেল স্টার্কের ৪১ ও মার্নাস লাবুশানের ৪১ রানের ইনিংসের সৌজন্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৭০ রান হলে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক প্যাট কামিন্স। প্রথম ইনিংসে ১৭৩ রানে এগিয়ে থাকায় অজিরা লক্ষ্য পায় ৪৪৪ রানের।
টেস্টের তৃতীয় ইনিংসে ভারতের বোলারদের বিপক্ষে রান তুলতে ভালো পরীক্ষা দিতে হয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটারদের। তবে তৃতীয় ইনিংসে ওভালের রানের যে গড়–২৩৮, সে তুলনায় অজিরা অবশ্য বেশ ভালো ব্যাটিং করেছে। তবে জয় বা ড্র করতে হলে, চতুর্থ ইনিংসে কঠিন পরীক্ষা দিতে ভারতের ব্যাটারদের।
ওভালের চতুর্থ ইনিংসের ব্যাটিং গড় মাত্র ১৫৬ রান। দ্বিতীয় ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ইতিমধ্যে ৪১ রানে শুবমান গিলের গুরুত্বপূর্ণ উইকেটটি হারিয়েছে ভারত। তৃতীয় ইনিংসে রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা হাল ধরার লড়াই করছেন।
১৯৭৬ সালে কুইন্সটন পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৪০৩ রানের লক্ষ্য তাড়া করেছিল ভারত। এ পর্যন্ত লাল বলে সেটাই তাদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। সব মিলিয়ে রোহিতদের সামনে জিততে হলে ইতিহাসই গড়া চাই।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে