সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে চমকে দিয়েছিল জিম্বাবুয়ে। তবে পরের ম্যাচেই বিশ্ব চ্যাম্পিয়ন রুদ্ররূপ রূপ দেখে স্বাগতিক দল। হারারেতে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ২৩ রানে জিতে ভারত বুঝিয়ে দিল, প্রথম ম্যাচে হার ছিল নিছকই কাকতালীয়।
বিশ্বকাপ জয়ী দলের তিন ক্রিকেটার নিয়ে টসে জিতে ব্যাটিংয়ে নামে ভারত। একাদশে চার পরিবর্তন আনেন শুবমান গিলরা। ওপেনিংয়ে দুর্দান্ত শুরু পান তাঁরা। পাওয়ার প্লে কাজে লাগিয়ে ৪ ওভারেই স্কোরবোর্ডে ৫০ রান তোলে ভারত। দলীয় ৬৭ রানে সিকান্দার রাজার বলে সুইপ শট খেলতে গিয়ে ওপেনার যশস্বী জয়সওয়াল (৩৬) আউট হলে মাঝে রানের গতি কিছুটা শ্লথ হয়ে যায় তাদের।
পরে রুতুরাজ গায়কোয়াডকে সঙ্গী করে রানের চাকা এগিয়ে নেন ৩৬ বলে অর্ধশতক করা শুবমান। ব্লেসিং মুজ়ারাবানির বলে ক্যাচ দেওয়ার আগে ৪৯ বলে ৬৬ রান করেন ভারতের অধিনায়ক। শেষে রুতুরাজের ২৮ বলে ৪৯ রানের ঝড়ে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান করে ভারত। দুটি করে উইকেট করে নেন ব্লেসিং মুজারাবানি ও সিকান্দার রাজা।
রান তাড়ায় শুরু থেকেই উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। দ্বিতীয় ওভারে ওয়েসলি মাধেভেরের উইকেট তুলে নেন আবেশ খান। দলীয় ৩৯ রানেই সাজঘরে ফেরেন ৫ ব্যাটার। ডিয়ন মেয়ার্স ও ক্লাইভ মাদানদের ষষ্ঠ উইকেটে জুটিতে প্রতিরোধের চেষ্টা করে জিম্বাবুয়ে। দুজনে ৫৭ বলে করেন ৭৭ রানের জুটি গড়েন। মেয়ার্স ৪৯ বলে ৬৫ রানে অপরাজিত থাকলেও মাদানদে ফেরেন ৩৮ রানে।
পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যেতে শেষ ৫ ওভারে ৭৩ রানের সমীকরণ মেলাতে হতো জিম্বাবুয়ের। তবে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৫৯ রানে থামতে হয় তাদের। ৪ ওভারে ১৫ রান খরচ করে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার ওয়াশিংটন সুন্দর। ম্যাচসেরাও তিনি।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
১ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
৮ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৯ ঘণ্টা আগে