ক্রীড়া ডেস্ক

বিপিএলে নিজেদের প্রথম ৮ ম্যাচে টানা জয়। ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখনো রংপুর রাইডার্স। প্লে-অফ নিশ্চিত করেছে সবার আগেই। এই রংপুরকে থামাবে কে? এমন অবস্থানে থেকে চট্টগ্রাম পর্বের শেষ দিন আজ দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নেমেছিল তারা। কিন্তু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ডুবতে ডুবতে উড়তে থাকা রংপুরকেও মাটিতে নামাল দুর্বার রাজশাহী।
লিগ পর্বে নিজেদের ১০ম ম্যাচে আজ রংপুরকে ২৪ রানে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল রাজশাহী। ইয়াসির আলী ও সাব্বির হোসেনের তাণ্ডবে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১৭০ রান করেছিল তারা। ১৭১ রানের রানের লক্ষ্য তাড়ায় নেমে তাসকিন আহমেদ-রায়ান বার্লদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে ১৯.২ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় রংপুর রাইডার্স।
রংপুর বিপর্যয়ে পড়ে শুরুতেই। ১৫ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। ওপেনার স্টিভেন টেলর ১ ও ইরফান শুক্কুর ফেরেন ০ রানে। ইফতিখার আহমেদও রানের খাতা কুলতে ব্যর্থ হয়েছেন। খুশদিল শাহ ১৪ ও শেখ মেদেহী হাসান আউট হয়েছেন ৮ রানে। এ ছাড়া তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে সাইফ হাসান ২ ছক্কা ও ৫ চারে ২৯ বলে ৪৩ রানের ইনিংস খেলেছেন।
চেষ্টা করেছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহানও। ২৬ বলে ৪১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ১৪ বলে ২৩ রান করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। রাজশাহীর বোলারদের মধ্যে তাসকিন ও মেহেরব হোসেন ২০ রানে ২টি করে এবং ২২ রান দিয়ে রায়ান বার্ল শিকার করেছেন ৪ উইকেট।
তার আগে টস জিতে রাজশাহীকে আগে ব্যাটিংয়ে পাঠায় রংপুর। টপ অর্ডার থেকে দারুণ শুরু পেয়ে মিডল অর্ডারে তাণ্ডব চালিয়েছেন ইয়াসির আলী। দুই ওপেনার মোহাম্মদ হারিস ১২ বলে ১৯ এবং ৩ ছক্কা ও ৪টি চারে ১৯ বলে ৩৯ রান করেছেন সাব্বির হোসেন। এনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে ৩১ বলে ৩৪ রান। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৬ ছক্কা ও ২ চারে ৩২ বলে ৬০ রান করেছেন তিনি। রংপুরের খুশদিল শাহ ও আকিফ জাভেদ ৩টি করে উইকেট নিয়েছেন।
২২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা পুরস্কার হাতে তুলেছেন রাজশাহীর অলরাউন্ডার রায়ান বার্ল। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে উঠেছে তারা।

বিপিএলে নিজেদের প্রথম ৮ ম্যাচে টানা জয়। ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখনো রংপুর রাইডার্স। প্লে-অফ নিশ্চিত করেছে সবার আগেই। এই রংপুরকে থামাবে কে? এমন অবস্থানে থেকে চট্টগ্রাম পর্বের শেষ দিন আজ দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নেমেছিল তারা। কিন্তু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ডুবতে ডুবতে উড়তে থাকা রংপুরকেও মাটিতে নামাল দুর্বার রাজশাহী।
লিগ পর্বে নিজেদের ১০ম ম্যাচে আজ রংপুরকে ২৪ রানে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল রাজশাহী। ইয়াসির আলী ও সাব্বির হোসেনের তাণ্ডবে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১৭০ রান করেছিল তারা। ১৭১ রানের রানের লক্ষ্য তাড়ায় নেমে তাসকিন আহমেদ-রায়ান বার্লদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে ১৯.২ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় রংপুর রাইডার্স।
রংপুর বিপর্যয়ে পড়ে শুরুতেই। ১৫ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। ওপেনার স্টিভেন টেলর ১ ও ইরফান শুক্কুর ফেরেন ০ রানে। ইফতিখার আহমেদও রানের খাতা কুলতে ব্যর্থ হয়েছেন। খুশদিল শাহ ১৪ ও শেখ মেদেহী হাসান আউট হয়েছেন ৮ রানে। এ ছাড়া তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে সাইফ হাসান ২ ছক্কা ও ৫ চারে ২৯ বলে ৪৩ রানের ইনিংস খেলেছেন।
চেষ্টা করেছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহানও। ২৬ বলে ৪১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ১৪ বলে ২৩ রান করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। রাজশাহীর বোলারদের মধ্যে তাসকিন ও মেহেরব হোসেন ২০ রানে ২টি করে এবং ২২ রান দিয়ে রায়ান বার্ল শিকার করেছেন ৪ উইকেট।
তার আগে টস জিতে রাজশাহীকে আগে ব্যাটিংয়ে পাঠায় রংপুর। টপ অর্ডার থেকে দারুণ শুরু পেয়ে মিডল অর্ডারে তাণ্ডব চালিয়েছেন ইয়াসির আলী। দুই ওপেনার মোহাম্মদ হারিস ১২ বলে ১৯ এবং ৩ ছক্কা ও ৪টি চারে ১৯ বলে ৩৯ রান করেছেন সাব্বির হোসেন। এনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে ৩১ বলে ৩৪ রান। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৬ ছক্কা ও ২ চারে ৩২ বলে ৬০ রান করেছেন তিনি। রংপুরের খুশদিল শাহ ও আকিফ জাভেদ ৩টি করে উইকেট নিয়েছেন।
২২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা পুরস্কার হাতে তুলেছেন রাজশাহীর অলরাউন্ডার রায়ান বার্ল। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে উঠেছে তারা।

জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাট
১৩ মিনিট আগে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে