
একটা সময় ছিল, যখন দুই দল মুখোমুখি হলেই মাঠে একটা ‘যুদ্ধ-যুদ্ধ’ আবহ তৈরি হতো। সেটা হতো দুই দেশের রাজনৈতিক ও সীমান্তে সামরিক উত্তেজনার কারণে। সেই উত্তেজনা মিইয়ে যায়নি, এখনো বিদ্যমান। তবে দুই দেশের ক্রিকেটাররা ‘ভারত-পাকিস্তান’ ম্যাচকে আর দশটা ম্যাচের মতোই দেখতে শুরু করেছেন।
এখন তাই যুদ্ধের আবহে নয়, ভ্রাতৃত্বের আবহেই হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াই। এশিয়া কাপে আগামীকালই মুখোমুখি হবে দুই দেশ। ক্যান্ডিতে হতে যাওয়া সেই ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ক্রিকেটের সব ফরম্যাটেই অন্যতম সেরা ব্যাটসম্যান জানিয়ে বাবর আজমের ভূয়সী প্রশংসা করে দিলেন বিরাট কোহলি। প্রতিক্রিয়ায় পাকিস্তান অধিনায়ক বাবর বললেন, ‘যখন আপনাকে নিয়ে কেউ এমন কথা বলে, তা ভালো লাগারই কথা।’
ম্যাচটি যতই ভ্রাতৃত্বের আবহে হোক না কেন, এই ম্যাচের দিকে চোখ ক্রিকেট বিশ্বের। টিকিট ছাড়ার অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায় এই ম্যাচের টিকিট। মাঠে থেকে শত্রুপ্রতিম দুই দেশের লড়াই না দেখলে চলে! দর্শকদের চাহিদাতেই ম্যাচটির টিকিট যেন সোনার হরিণ!
কিন্তু যে ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের এত আগ্রহ, এত রোমাঞ্চ, সেই ম্যাচ আদৌ হবে তো! আশঙ্কা জাগানিয়া এমন খবরই দিচ্ছে ক্যান্ডির আবহাওয়া অধিদপ্তর। দুই দিন ধরেই কোনো না কোনো সময় বৃষ্টি হচ্ছে ক্যান্ডিতে। ভারত-পাকিস্তান ম্যাচের দিন, অর্থাৎ শনিবার ক্যান্ডিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবর। যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তর এবং বিবিসির তথ্যানুযায়ী এদিন ক্যান্ডিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৬০ থেকে ৭০ শতাংশ। মানেটা দাঁড়াচ্ছে এই, প্রবল বৃষ্টি ম্যাচটি ভাসিয়ে না নিয়ে গেলেও কোনো না কোনো সময় ম্যাচে বৃষ্টির দেখা মিলবেই।

একটা সময় ছিল, যখন দুই দল মুখোমুখি হলেই মাঠে একটা ‘যুদ্ধ-যুদ্ধ’ আবহ তৈরি হতো। সেটা হতো দুই দেশের রাজনৈতিক ও সীমান্তে সামরিক উত্তেজনার কারণে। সেই উত্তেজনা মিইয়ে যায়নি, এখনো বিদ্যমান। তবে দুই দেশের ক্রিকেটাররা ‘ভারত-পাকিস্তান’ ম্যাচকে আর দশটা ম্যাচের মতোই দেখতে শুরু করেছেন।
এখন তাই যুদ্ধের আবহে নয়, ভ্রাতৃত্বের আবহেই হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াই। এশিয়া কাপে আগামীকালই মুখোমুখি হবে দুই দেশ। ক্যান্ডিতে হতে যাওয়া সেই ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ক্রিকেটের সব ফরম্যাটেই অন্যতম সেরা ব্যাটসম্যান জানিয়ে বাবর আজমের ভূয়সী প্রশংসা করে দিলেন বিরাট কোহলি। প্রতিক্রিয়ায় পাকিস্তান অধিনায়ক বাবর বললেন, ‘যখন আপনাকে নিয়ে কেউ এমন কথা বলে, তা ভালো লাগারই কথা।’
ম্যাচটি যতই ভ্রাতৃত্বের আবহে হোক না কেন, এই ম্যাচের দিকে চোখ ক্রিকেট বিশ্বের। টিকিট ছাড়ার অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায় এই ম্যাচের টিকিট। মাঠে থেকে শত্রুপ্রতিম দুই দেশের লড়াই না দেখলে চলে! দর্শকদের চাহিদাতেই ম্যাচটির টিকিট যেন সোনার হরিণ!
কিন্তু যে ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের এত আগ্রহ, এত রোমাঞ্চ, সেই ম্যাচ আদৌ হবে তো! আশঙ্কা জাগানিয়া এমন খবরই দিচ্ছে ক্যান্ডির আবহাওয়া অধিদপ্তর। দুই দিন ধরেই কোনো না কোনো সময় বৃষ্টি হচ্ছে ক্যান্ডিতে। ভারত-পাকিস্তান ম্যাচের দিন, অর্থাৎ শনিবার ক্যান্ডিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবর। যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তর এবং বিবিসির তথ্যানুযায়ী এদিন ক্যান্ডিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৬০ থেকে ৭০ শতাংশ। মানেটা দাঁড়াচ্ছে এই, প্রবল বৃষ্টি ম্যাচটি ভাসিয়ে না নিয়ে গেলেও কোনো না কোনো সময় ম্যাচে বৃষ্টির দেখা মিলবেই।

২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৮ মিনিট আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ নাকি বৃষ্টিকাপ—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যেভাবে বৃষ্টি বাগড়া দিচ্ছে, তাতে এমন প্রশ্ন দর্শকেরা করতেই পারেন। বুলাওয়েতে আজ আবহাওয়ার পূর্বাভাস সত্যি করেই বাংলাদেশ-নিউজিল্যান্ড যুব বিশ্বকাপের ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। ম্যাচে শেষ পর্যন্ত জিতে গেছে বৃষ্টি।
২ ঘণ্টা আগে