ক্রীড়া ডেস্ক

দল, ক্রিকেটাররাই যে শুধু রেকর্ড গড়েন, ব্যাপারটা তা নয়। আম্পায়াররাও একের পর এক মাইলফলক ছুঁয়ে চলেছেন নিয়মিত। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পক্ষ থেকে আম্পায়ারদের দেওয়া হয় অভিনন্দন বার্তা।
বাংলাদেশ সময় আজ সকালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট। এই ম্যাচের ম্যাচ রেফারি হিসেবে কাজ করছেন অ্যান্ডি পাইক্রফট। তাতে টেস্টে ম্যাচ রেফারি হিসেবে পাইক্রফট সেঞ্চুরি পূর্ণ করেছেন। ১০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করা জিম্বাবুয়ের এই ম্যাচ রেফারিকে আইসিসি এক মিডিয়া বিজ্ঞপ্তিতে অভিনন্দন জানিয়েছে। আইসিসির আম্পায়ার ও রেফারির সিনিয়র ম্যানেজার শন ইসি বলেন, ‘টেস্টে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে সেঞ্চুরি পূর্ণ করেছেন অ্যান্ডি। এমন অসাধারণ মাইলফলক অর্জন করায় তাঁকে অভিনন্দন জানাচ্ছি। খেলোয়াড় ও সমবয়সীদের কাছে অ্যান্ডি অনেক সম্মানিত এবং আমাদের দলে তাঁকে পেয়ে ভাগ্যবান মনে করছি।’
২০০৯ থেকে আম্পায়ারিংয়ের কাজ করছেন পাইক্রফট। ১৫ বছরের ক্যারিয়ারে এমন মাইলফলক অর্জন করতে পেরে উচ্ছ্বসিত জিম্বাবুয়ের এই ম্যাচ রেফারি, ‘বছরের পর বছর ধরে আইসিসির এমিরেটস প্যানেলের ম্যাচ রেফারি হিসেবে কাজ করে যাচ্ছি। এটা আমার জন্য অনেক সম্মান ও আনন্দের বিষয়। বিশ্বজুড়ে ম্যাচ পরিচালনা করার সুযোগ পেয়ে বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পেরেছি আমি।’
চতুর্থ ম্যাচ রেফারি হিসেবে টেস্টে ১০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন পাইক্রফট। শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে সর্বোচ্চ ২২৫ টেস্টে ম্যাচ রেফারি হিসেবে কাজ করেছেন। ১২৫ ও ১২৩ টেস্টে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন জেফ ক্রো ও ক্রিস ব্রড। ১০০ টেস্টের পাশাপাশি ২৩৮ ওয়ানডে ও ১৭৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাইক্রফট এই দায়িত্ব পালন করেছেন। ছেলেদের ক্রিকেটের পাশাপাশি নারীদের ২১ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারির কাজ করেছেন।

দল, ক্রিকেটাররাই যে শুধু রেকর্ড গড়েন, ব্যাপারটা তা নয়। আম্পায়াররাও একের পর এক মাইলফলক ছুঁয়ে চলেছেন নিয়মিত। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পক্ষ থেকে আম্পায়ারদের দেওয়া হয় অভিনন্দন বার্তা।
বাংলাদেশ সময় আজ সকালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট। এই ম্যাচের ম্যাচ রেফারি হিসেবে কাজ করছেন অ্যান্ডি পাইক্রফট। তাতে টেস্টে ম্যাচ রেফারি হিসেবে পাইক্রফট সেঞ্চুরি পূর্ণ করেছেন। ১০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করা জিম্বাবুয়ের এই ম্যাচ রেফারিকে আইসিসি এক মিডিয়া বিজ্ঞপ্তিতে অভিনন্দন জানিয়েছে। আইসিসির আম্পায়ার ও রেফারির সিনিয়র ম্যানেজার শন ইসি বলেন, ‘টেস্টে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে সেঞ্চুরি পূর্ণ করেছেন অ্যান্ডি। এমন অসাধারণ মাইলফলক অর্জন করায় তাঁকে অভিনন্দন জানাচ্ছি। খেলোয়াড় ও সমবয়সীদের কাছে অ্যান্ডি অনেক সম্মানিত এবং আমাদের দলে তাঁকে পেয়ে ভাগ্যবান মনে করছি।’
২০০৯ থেকে আম্পায়ারিংয়ের কাজ করছেন পাইক্রফট। ১৫ বছরের ক্যারিয়ারে এমন মাইলফলক অর্জন করতে পেরে উচ্ছ্বসিত জিম্বাবুয়ের এই ম্যাচ রেফারি, ‘বছরের পর বছর ধরে আইসিসির এমিরেটস প্যানেলের ম্যাচ রেফারি হিসেবে কাজ করে যাচ্ছি। এটা আমার জন্য অনেক সম্মান ও আনন্দের বিষয়। বিশ্বজুড়ে ম্যাচ পরিচালনা করার সুযোগ পেয়ে বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পেরেছি আমি।’
চতুর্থ ম্যাচ রেফারি হিসেবে টেস্টে ১০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন পাইক্রফট। শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে সর্বোচ্চ ২২৫ টেস্টে ম্যাচ রেফারি হিসেবে কাজ করেছেন। ১২৫ ও ১২৩ টেস্টে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন জেফ ক্রো ও ক্রিস ব্রড। ১০০ টেস্টের পাশাপাশি ২৩৮ ওয়ানডে ও ১৭৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাইক্রফট এই দায়িত্ব পালন করেছেন। ছেলেদের ক্রিকেটের পাশাপাশি নারীদের ২১ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারির কাজ করেছেন।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৯ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১২ ঘণ্টা আগে