
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ছাড়া আর কোনো ম্যাচ নেই বাংলাদেশের। সেক্ষেত্রে গত শুক্রবার ভারতের বিপক্ষে এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচটাই বাংলাদেশের শেষ ওয়ানডে। গতকাল তাই কলম্বোর প্রেমাদাসায় এশিয়া কাপ ফাইনালে ছিল না বাংলাদেশ। আর জোহানেসবার্গে তো থাকার কথাই না। তবে না খেললেও দুই জায়গাতেই জড়িয়ে ছিল বাংলাদেশের নাম।
কলম্বোর প্রেমাদাসায় গতকাল শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে অষ্টম এশিয়া কাপ জিতেছে ভারত। প্রথমে ব্যাটিং করা শ্রীলঙ্কা ৫০ রানে অলআউট হয়ে যায়। তা বাংলাদেশের বেশ কিছু ‘বিব্রতকর’ রেকর্ডকেও ছাড়িয়ে যায়। ভারতের বিপক্ষে ওয়ানডেতে সর্বনিম্ন ইনিংস খেলার রেকর্ড গতকাল করে শ্রীলঙ্কা। ২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ৫৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। তাছাড়া এশিয়া কাপেও লঙ্কানদের আগে সর্বনিম্ন দলীয় স্কোরের রেকর্ড ছিল বাংলাদেশের। ২০০০ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে ৮৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।
অন্যদিকে গতকাল জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার সিরিজ নির্ধারণী পঞ্চম ওয়ানডে হয়েছিল। অস্ট্রেলিয়াকে ১২২ রানে হারিয়ে সিরিজ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুতে ২-০ তে পিছিয়ে ছিল প্রোটিয়ারা। ওয়ানডে ইতিহাসে এই নিয়ে ষষ্ঠবারের মতো ২-০ তে পিছিয়ে থেকে ৫ বা তার বেশি ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল কোনো দল। এই রেকর্ডেও আছে বাংলাদেশের নাম। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২-০ তে পিছিয়ে থেকে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ।
২-০ তে পিছিয়ে থেকে ওয়ানডে সিরিজ জয়:
সিরিজ জয়ী দল প্রতিপক্ষ ম্যাচ সাল
দক্ষিণ আফ্রিকা পাকিস্তান ৫ ২০০৩
বাংলাদেশ জিম্বাবুয়ে ৫ ২০০৫
পাকিস্তান ভারত ৬ ২০০৫
দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ৫ ২০১৬
অস্ট্রেলিয়া ভারত ৫ ২০১৯
দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ৫ ২০২৩
ওয়ানডেতে ভারতের বিপক্ষে সর্বনিম্ন ইনিংস
রান দল ভেন্যু সাল
৫০ শ্রীলঙ্কা কলম্বো ২০২৩
৫৮ বাংলাদেশ মিরপুর ২০১৪
এশিয়া কাপে (ওয়ানডেতে) সর্বনিম্ন ইনিংস:
রান দল প্রতিপক্ষ ভেন্যু সাল
৫০ শ্রীলঙ্কা ভারত কলম্বো ২০২৩
৮৭ বাংলাদেশ পাকিস্তান ঢাকা ২০০০

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ছাড়া আর কোনো ম্যাচ নেই বাংলাদেশের। সেক্ষেত্রে গত শুক্রবার ভারতের বিপক্ষে এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচটাই বাংলাদেশের শেষ ওয়ানডে। গতকাল তাই কলম্বোর প্রেমাদাসায় এশিয়া কাপ ফাইনালে ছিল না বাংলাদেশ। আর জোহানেসবার্গে তো থাকার কথাই না। তবে না খেললেও দুই জায়গাতেই জড়িয়ে ছিল বাংলাদেশের নাম।
কলম্বোর প্রেমাদাসায় গতকাল শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে অষ্টম এশিয়া কাপ জিতেছে ভারত। প্রথমে ব্যাটিং করা শ্রীলঙ্কা ৫০ রানে অলআউট হয়ে যায়। তা বাংলাদেশের বেশ কিছু ‘বিব্রতকর’ রেকর্ডকেও ছাড়িয়ে যায়। ভারতের বিপক্ষে ওয়ানডেতে সর্বনিম্ন ইনিংস খেলার রেকর্ড গতকাল করে শ্রীলঙ্কা। ২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ৫৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। তাছাড়া এশিয়া কাপেও লঙ্কানদের আগে সর্বনিম্ন দলীয় স্কোরের রেকর্ড ছিল বাংলাদেশের। ২০০০ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে ৮৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।
অন্যদিকে গতকাল জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার সিরিজ নির্ধারণী পঞ্চম ওয়ানডে হয়েছিল। অস্ট্রেলিয়াকে ১২২ রানে হারিয়ে সিরিজ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুতে ২-০ তে পিছিয়ে ছিল প্রোটিয়ারা। ওয়ানডে ইতিহাসে এই নিয়ে ষষ্ঠবারের মতো ২-০ তে পিছিয়ে থেকে ৫ বা তার বেশি ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল কোনো দল। এই রেকর্ডেও আছে বাংলাদেশের নাম। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২-০ তে পিছিয়ে থেকে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ।
২-০ তে পিছিয়ে থেকে ওয়ানডে সিরিজ জয়:
সিরিজ জয়ী দল প্রতিপক্ষ ম্যাচ সাল
দক্ষিণ আফ্রিকা পাকিস্তান ৫ ২০০৩
বাংলাদেশ জিম্বাবুয়ে ৫ ২০০৫
পাকিস্তান ভারত ৬ ২০০৫
দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ৫ ২০১৬
অস্ট্রেলিয়া ভারত ৫ ২০১৯
দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ৫ ২০২৩
ওয়ানডেতে ভারতের বিপক্ষে সর্বনিম্ন ইনিংস
রান দল ভেন্যু সাল
৫০ শ্রীলঙ্কা কলম্বো ২০২৩
৫৮ বাংলাদেশ মিরপুর ২০১৪
এশিয়া কাপে (ওয়ানডেতে) সর্বনিম্ন ইনিংস:
রান দল প্রতিপক্ষ ভেন্যু সাল
৫০ শ্রীলঙ্কা ভারত কলম্বো ২০২৩
৮৭ বাংলাদেশ পাকিস্তান ঢাকা ২০০০

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১০ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১২ ঘণ্টা আগে