
বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে গতকাল ভারত-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শেষ হয়েছে ২০২৩ বিশ্বকাপের গ্রুপ পর্ব। রাউন্ড রবিন পদ্ধতিতে গ্রুপ পর্ব শেষে বাকি রয়েছে বিশ্বকাপের নকআউট পর্ব। দুই সেমিফাইনাল ও ফাইনাল-এই তিন নকআউট ম্যাচ শুরু হচ্ছে পরশু। দুই সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কারা থাকছেন, তাঁদের নাম আজ জানিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে পরশু প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এই ম্যাচ দিয়ে আম্পায়ার হিসেবে ১০০ তম ম্যাচ পরিচালনা করবেন রড টাকার। অন-ফিল্ড আম্পায়ার হিসেবে তাঁর সঙ্গে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকবেন জোয়েল উইলসন ও চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন অ্যান্ডি পাইক্রফট। এরপর কলকাতার ইডেন গার্ডেনসে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার দ্বিতীয় সেমিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ক্যাটলবোরো ও নিতীন মেনন। তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ক্রিস গাফানি ও মাইকেল গফ। ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন জাভাগাল শ্রীনাথ।
২০১৯ বিশ্বকাপের মতো এবারের বিশ্বকাপও হচ্ছে ১০ দলের রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। গতবারের মতো এবারও সেমিতে মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড। দুই বিশ্বকাপেই শীর্ষে ভারত ও চার নম্বর দল হিসেবে প্রথম পর্ব শেষ করেছে ব্ল্যাকক্যাপস। ২০১৯ বিশ্বকাপে দুদিন ধরে চলা সেমিফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল কিউইরা। এই বিশ্বকাপে ভারতকে হারাতে পারলে টানা তিন বিশ্বকাপের ফাইনালে উঠবে নিউজিল্যান্ড। ভারত ৯ ম্যাচের ৯ টিতে জিতেছে এবারের বিশ্বকাপে। শুধু পার্থক্য হচ্ছে ইংল্যান্ডের পরিবর্তে সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা।

বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে গতকাল ভারত-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শেষ হয়েছে ২০২৩ বিশ্বকাপের গ্রুপ পর্ব। রাউন্ড রবিন পদ্ধতিতে গ্রুপ পর্ব শেষে বাকি রয়েছে বিশ্বকাপের নকআউট পর্ব। দুই সেমিফাইনাল ও ফাইনাল-এই তিন নকআউট ম্যাচ শুরু হচ্ছে পরশু। দুই সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কারা থাকছেন, তাঁদের নাম আজ জানিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে পরশু প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এই ম্যাচ দিয়ে আম্পায়ার হিসেবে ১০০ তম ম্যাচ পরিচালনা করবেন রড টাকার। অন-ফিল্ড আম্পায়ার হিসেবে তাঁর সঙ্গে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকবেন জোয়েল উইলসন ও চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন অ্যান্ডি পাইক্রফট। এরপর কলকাতার ইডেন গার্ডেনসে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার দ্বিতীয় সেমিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ক্যাটলবোরো ও নিতীন মেনন। তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ক্রিস গাফানি ও মাইকেল গফ। ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন জাভাগাল শ্রীনাথ।
২০১৯ বিশ্বকাপের মতো এবারের বিশ্বকাপও হচ্ছে ১০ দলের রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। গতবারের মতো এবারও সেমিতে মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড। দুই বিশ্বকাপেই শীর্ষে ভারত ও চার নম্বর দল হিসেবে প্রথম পর্ব শেষ করেছে ব্ল্যাকক্যাপস। ২০১৯ বিশ্বকাপে দুদিন ধরে চলা সেমিফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল কিউইরা। এই বিশ্বকাপে ভারতকে হারাতে পারলে টানা তিন বিশ্বকাপের ফাইনালে উঠবে নিউজিল্যান্ড। ভারত ৯ ম্যাচের ৯ টিতে জিতেছে এবারের বিশ্বকাপে। শুধু পার্থক্য হচ্ছে ইংল্যান্ডের পরিবর্তে সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৯ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১১ ঘণ্টা আগে