
গুয়াহাটি থেকে তিরুবনন্তপুরম-গুগল ম্যাপস বলছে ভারতের এই দুই শহরের দূরত্ব ৩৩৬৭ কিলোমিটার। প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটারের দূরত্ব বিমানে চার ঘণ্টায় পাড়ি দিয়ে ভারতীয় ক্রিকেট দল গতকাল সন্ধ্যায় পৌঁছেছে তিরুবনন্তপুরমে। তবে দলের সঙ্গে আসেননি বিরাট কোহলি।
তিরুবনন্তপুরম না এসে গুয়াহাটি থেকে মুম্বাইয়ে উড়ে গেছেন কোহলি। টিম ম্যানেজমেন্টের থেকে অনুমতি নিয়েই মুম্বাই যান ভারতীয় তারকা ব্যাটার। ব্যক্তিগত কারণে কোহলি মুম্বাই গেছেন বলে জানা গেছে। এক সূত্রের মাধ্যমে ক্রিকবাজ গতকাল রাতে বলেছে, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সূত্র জানিয়েছে যে সে (কোহলি) ব্যক্তিগত কারণে মুম্বাই গেছেন। খুব শিগগিরই দলের সঙ্গে তিনি যোগ দেবেন।’ সেই সূত্র বলেছেন যে তিনি দলের এক মুখপাত্র বিষয়টি (কোহলির মুম্বাই যাওয়া) নিশ্চিত করেছেন।
অন্যদিকে কোহলির মুম্বাই যাওয়া নিয়ে শোনা যাচ্ছে নানারকম গুঞ্জন। আনুশকা শর্মা-কোহলির সংসারে নতুন অতিথি আসার সংবাদ শোনা যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস দুদিন আগে জানিয়েছে, দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে যাচ্ছেন বিরাট-আনুশকা। আনুশকা অন্তঃসত্ত্বা হয়েছেন তিন মাসেরও বেশি হয়েছে। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে বিরাট-আনুশকাকে দেখা গেছে। সে সময় বিরাট নিজে ফটো সাংবাদিকদের ছবি না ছাপার অনুরোধ করেন। পাশাপাশি এমনটাও নাকি জানান, খুব তাড়াতাড়ি তাঁরা আনুষ্ঠানিক ঘোষণা করবেন।
আগামীকাল বাংলাদেশ সময় বেলা আড়াইটায় তিরুবনন্তপুরমে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ভারত। দলের সঙ্গে আগামীকাল তাঁর যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গত পরশু গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ভারতের। টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এরপর মুষলধারে বৃষ্টিতে এক বলও খেলা হয়নি। অন্যদিকে এখন পর্যন্ত হওয়া পাঁচ ওয়ার্ম-আপ ম্যাচের দুটিতে ফল এসেছে। তিরুবনন্তপুরমেই গত পরশু অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস ম্যাচ ২৩ ওভারে কমিয়ে আনা হলেও ম্যাচের ফল হয়নি। এই ভেন্যুতে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গুয়াহাটি থেকে তিরুবনন্তপুরম-গুগল ম্যাপস বলছে ভারতের এই দুই শহরের দূরত্ব ৩৩৬৭ কিলোমিটার। প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটারের দূরত্ব বিমানে চার ঘণ্টায় পাড়ি দিয়ে ভারতীয় ক্রিকেট দল গতকাল সন্ধ্যায় পৌঁছেছে তিরুবনন্তপুরমে। তবে দলের সঙ্গে আসেননি বিরাট কোহলি।
তিরুবনন্তপুরম না এসে গুয়াহাটি থেকে মুম্বাইয়ে উড়ে গেছেন কোহলি। টিম ম্যানেজমেন্টের থেকে অনুমতি নিয়েই মুম্বাই যান ভারতীয় তারকা ব্যাটার। ব্যক্তিগত কারণে কোহলি মুম্বাই গেছেন বলে জানা গেছে। এক সূত্রের মাধ্যমে ক্রিকবাজ গতকাল রাতে বলেছে, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সূত্র জানিয়েছে যে সে (কোহলি) ব্যক্তিগত কারণে মুম্বাই গেছেন। খুব শিগগিরই দলের সঙ্গে তিনি যোগ দেবেন।’ সেই সূত্র বলেছেন যে তিনি দলের এক মুখপাত্র বিষয়টি (কোহলির মুম্বাই যাওয়া) নিশ্চিত করেছেন।
অন্যদিকে কোহলির মুম্বাই যাওয়া নিয়ে শোনা যাচ্ছে নানারকম গুঞ্জন। আনুশকা শর্মা-কোহলির সংসারে নতুন অতিথি আসার সংবাদ শোনা যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস দুদিন আগে জানিয়েছে, দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে যাচ্ছেন বিরাট-আনুশকা। আনুশকা অন্তঃসত্ত্বা হয়েছেন তিন মাসেরও বেশি হয়েছে। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে বিরাট-আনুশকাকে দেখা গেছে। সে সময় বিরাট নিজে ফটো সাংবাদিকদের ছবি না ছাপার অনুরোধ করেন। পাশাপাশি এমনটাও নাকি জানান, খুব তাড়াতাড়ি তাঁরা আনুষ্ঠানিক ঘোষণা করবেন।
আগামীকাল বাংলাদেশ সময় বেলা আড়াইটায় তিরুবনন্তপুরমে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ভারত। দলের সঙ্গে আগামীকাল তাঁর যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গত পরশু গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ভারতের। টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এরপর মুষলধারে বৃষ্টিতে এক বলও খেলা হয়নি। অন্যদিকে এখন পর্যন্ত হওয়া পাঁচ ওয়ার্ম-আপ ম্যাচের দুটিতে ফল এসেছে। তিরুবনন্তপুরমেই গত পরশু অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস ম্যাচ ২৩ ওভারে কমিয়ে আনা হলেও ম্যাচের ফল হয়নি। এই ভেন্যুতে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৮ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৯ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১০ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১০ ঘণ্টা আগে