ক্যারিয়ারের সেরা জুটি কার সঙ্গে বেঁধেছেন? এই প্রশ্নে লিটন দাস বেশ কয়েকটির নাম বলতে পারতেন। ২০২০ সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে ২৯২ রানের জুটি, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান তাড়ায় চতুর্থ উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে অপরাজিত ১৮৯ রানের জুটি—কিন্তু এর একটিও এই ডানহাতি ব্যাটারের কাছে ‘সেরা’ নয়।
তবে সেরা জুটি কার সঙ্গে? সেটি একটু পরে খোলাসা করা যাক। গতকাল বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের ১৮৬ রানের লক্ষ্য তাড়ায় দ্বিতীয় উইকেটে ৮৯ বলে ১৪৩ রানের জুটি গড়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৬ উইকেটের জয় এনে দিয়ে ফাইনালে তুলেছেন লিটন ও তাওহীদ হৃদয়। আর সেই জুটিই কিনা লিটনের কাছে সেরা! গত রাতে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এসে সেটি খোলাসা করলেন এভাবে, ‘আমার জীবনে তো সেরা...এমন কখনো হয়নি যে এত ভালো পার্টনারসহ ব্যাটিং করেছি।’
রংপুরের বিপক্ষে ইনিংস শুরুর ধাক্কা কাটানোর পাশাপাশি ৫৭ বলে ৮৩ রান করেন লিটন। ম্যাচ-সেরাও হয়েছেন তিনি। তবে তাওহীদ তাঁকে যেভাবে বড় জুটি গড়তে সাহায্য করলেন, সেটি ভোলেননি। নিজের এমন আগ্রাসী ব্যাটিংয়ের কৃতিত্বটাও সতীর্থকে দিয়েছেন কুমিল্লার অধিনায়ক, ‘সে (তাওহীদ) যেভাবে ব্যাটিং করেছে, সেটা অসাধারণ। নন-স্ট্রাইক থেকে দেখতে খুবই ভালো লাগছিল। বড় বিষয় হচ্ছে, একজন পার্টনারের কাজ হচ্ছে আরেক পার্টনারকে রিলিফ দেওয়া। সে আমাকে পুরো রিলিফ করে দিয়েছে খেলাটা বড় করার জন্য।’
তাওহীদের সঙ্গে জুটিকে সেরা বলার ব্যাখ্যাও দিয়েছেন লিটন। আগের দুটি ওয়ানডেতে বড় জুটি গড়লেও টি-টোয়েন্টিতে সেটি করতে পারেননি তিনি। গত বছর চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ওপেনিংয়ে ১২৪ রানের জুটি গড়েছিলেন। তবে সেই জুটি নয়, বিপিএলের এই জুটিটিকেই আলাদাভাবে রাখছেন লিটন। টনটনে বিশ্বকাপের সেই ম্যাচের অবিস্মরণীয় জুটিও কেন সেরা নয়, সে ব্যাখ্যায় বললেন, ‘সেটা আন্তর্জাতিক ক্রিকেট প্লাস ৫০ ওভারের ক্রিকেট। এটা টি-টোয়েন্টি। অবশ্যই সেটা আমার জীবনের প্রথম বিশ্বকাপ ম্যাচ ছিল, সাকিব ভাইয়ের সঙ্গে সেটাও অন্য রকম ছিল। কিন্তু এটা আলাদা। সংস্করণও আলাদা, এ কারণে আমি বললাম। টি-টোয়েন্টিতে পার্টনারসহ আমি এ রকম ইনিংস খেলিনি। টি-টোয়েন্টিতে আমরা সাধারণত তেমন বড় রান তাড়া করি না। সেদিক থেকে অন্যতম সেরা বলতে পারেন। দুজনই বাংলাদেশি। দুজনই জাতীয় দলের।’

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৫ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১০ ঘণ্টা আগে