নিজস্ব প্রতিবেদক

শেষ বলে অক্ষর প্যাটেলের আউটের মধ্যে দিয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষ হয়েছে। সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমে শুরুর ধাক্কা সামলে চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ভারত। দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ২৭৮ রান। ৮২ রানে অপরাজিত আছেন শ্রেয়াস আইয়ার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাটিংয়ে নেমে ইতিবাচক শুরু করেছিলেন দুই ওপেনার শুভমান গিল ও লোকেশ রাহুল। ব্যক্তিগত ২০ রানে গিল আউট পর একটা ধাক্কা খায় ভারত। ৭ রানের মধ্যে আরও ২ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। ৩ উইকেটের দুটি নেন তাইজুল ইসলাম অন্যটি খালেদ আহমেদ। অধিনায়ক লোকেশ ২২ রান করলেও মাত্র ১ রানে ফিরে যান বিরাট কোহলি।
দিনের প্রথম সেশনটা বাংলাদেশের হলেও দ্বিতীয় সেশনটা ভারতের। পিচে এসে চেতেশ্বর পূজারার সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন ঋশভ পন্ত। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকেন দুজনে। দ্বিতীয় সেশনে ভারত ৮৯ রান তুলে মাত্র ১ উইকেট হারিয়ে। ওয়ানডে স্টাইলে ৪৫ বলে ৪৬ রান করে এ সময় আউট হন পন্ত। ৬ চারের সঙ্গে প্রথম দিনের ২ ছক্কাও এসেছে এই উইকেট রক্ষকের ব্যাট থেকে। তবে সেশনটা বাংলাদেশেরও হতে পারত যদি পূজারা ও আইয়ারের ক্যাচ মিস না করতেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।
পন্ত-পূজারা জুটি শুরুর ধাক্কা সামলে নিলেও দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার কাজটি করেছেন আইয়ার ও পূজারা জুটি। পঞ্চম উইকেটে ১৪৯ রান এনে দিয়েছেন দুজনে। শেষ দিকে পূজারা ও অক্ষরকে আউট করে তৃতীয় সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ৯০ রানে পূজারা আউট হলেও বাংলাদেশের গলার কাঁটা হয়ে আছেন আইয়ার। ৮২ রান নিয়ে দ্বিতীয় দিন খেলা শুরু করবেন অপরাজিত এই ব্যাটার। আর অক্ষর দিনের শেষ বলে মেহেদী হাসান মিরাজের শিকার হওয়ার আগে ১৪ রান করেছেন। ৮৪ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তাইজুল।

শেষ বলে অক্ষর প্যাটেলের আউটের মধ্যে দিয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষ হয়েছে। সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমে শুরুর ধাক্কা সামলে চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ভারত। দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ২৭৮ রান। ৮২ রানে অপরাজিত আছেন শ্রেয়াস আইয়ার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাটিংয়ে নেমে ইতিবাচক শুরু করেছিলেন দুই ওপেনার শুভমান গিল ও লোকেশ রাহুল। ব্যক্তিগত ২০ রানে গিল আউট পর একটা ধাক্কা খায় ভারত। ৭ রানের মধ্যে আরও ২ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। ৩ উইকেটের দুটি নেন তাইজুল ইসলাম অন্যটি খালেদ আহমেদ। অধিনায়ক লোকেশ ২২ রান করলেও মাত্র ১ রানে ফিরে যান বিরাট কোহলি।
দিনের প্রথম সেশনটা বাংলাদেশের হলেও দ্বিতীয় সেশনটা ভারতের। পিচে এসে চেতেশ্বর পূজারার সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন ঋশভ পন্ত। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকেন দুজনে। দ্বিতীয় সেশনে ভারত ৮৯ রান তুলে মাত্র ১ উইকেট হারিয়ে। ওয়ানডে স্টাইলে ৪৫ বলে ৪৬ রান করে এ সময় আউট হন পন্ত। ৬ চারের সঙ্গে প্রথম দিনের ২ ছক্কাও এসেছে এই উইকেট রক্ষকের ব্যাট থেকে। তবে সেশনটা বাংলাদেশেরও হতে পারত যদি পূজারা ও আইয়ারের ক্যাচ মিস না করতেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।
পন্ত-পূজারা জুটি শুরুর ধাক্কা সামলে নিলেও দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার কাজটি করেছেন আইয়ার ও পূজারা জুটি। পঞ্চম উইকেটে ১৪৯ রান এনে দিয়েছেন দুজনে। শেষ দিকে পূজারা ও অক্ষরকে আউট করে তৃতীয় সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ৯০ রানে পূজারা আউট হলেও বাংলাদেশের গলার কাঁটা হয়ে আছেন আইয়ার। ৮২ রান নিয়ে দ্বিতীয় দিন খেলা শুরু করবেন অপরাজিত এই ব্যাটার। আর অক্ষর দিনের শেষ বলে মেহেদী হাসান মিরাজের শিকার হওয়ার আগে ১৪ রান করেছেন। ৮৪ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তাইজুল।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৬ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৭ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৭ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৯ ঘণ্টা আগে