
২০২৩ এশিয়া কাপে বাংলাদেশের ব্যর্থতার পাল্লা ভারী হচ্ছে নিয়মিত। লাহোরে গতকাল সুপার ফোরে পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছে সাকিব আল হাসানের দল। বাংলাদেশকে বিধ্বস্ত করার দিনে পাকিস্তানের ঝুলিতে যোগ হয়েছে আরও এক রেকর্ড।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি ছিল পাকিস্তানের জন্য বিশেষ এক ম্যাচ। ঘরের মাঠে নবম দল হিসেবে ২০০তম ওয়ানডে খেলেছে পাকিস্তান। মাইলফলকের ম্যাচে বাবর আজমের দল শুরু থেকেই দাপট দেখিয়ে খেলেছিল। টস জিতে প্রথমে ব্যাটিং করা বাংলাদেশ ব্যাটিং করতে পারেনি পুরো ৫০ ওভারও। ৩৮.৪ ওভারে ১৯৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ৩৯.৩ ওভারে ৭ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান। ওয়ানডে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ১৩ ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান, যা এশিয়া কাপের ওয়ানডে সংস্করণে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি জয়।
ওয়ানডে এশিয়া কাপে পাকিস্তানের পর দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা। লঙ্কানরা বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে ১২ ম্যাচে। তালিকায় ৩ নম্বরে থাকা দলটি হচ্ছে ভারত। তাদের রেকর্ডও বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশকে ১১ ম্যাচে হারিয়েছে ভারত। ভারত, পাকিস্তান—এশিয়ার এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে ১০ বার করে হারিয়েছে শ্রীলঙ্কা।
ওয়ানডে এশিয়া কাপে সর্বোচ্চ ম্যাচ খেলা ও জয়—দুটো রেকর্ডই শ্রীলঙ্কার। ৫২ ম্যাচ খেলে লঙ্কানরা জিতেছে ৩৬ ম্যাচ। ৫১ ম্যাচ খেলে ভারতের জয়ের রেকর্ড ৩১ ম্যাচে। ৪৮ ম্যাচ খেলা পাকিস্তানের জয় ২৮টিতে। আর বাংলাদেশের ৪৬ ম্যাচে জয় ৮টিতে। ওয়ানডে, টি-টোয়েন্টি—দুই সংস্করণ মিলে সর্বোচ্চ সাতবার এশিয়া কাপ জিতেছে ভারত। শ্রীলঙ্কা জিতেছে ছয়বার ও দুবার জিতেছে পাকিস্তান। বাংলাদেশ তিনবার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি।
ওয়ানডে এশিয়া কাপে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে বেশি জয়:
১৩: পাকিস্তান; প্রতিপক্ষ: বাংলাদেশ
১২: শ্রীলঙ্কা; প্রতিপক্ষ: বাংলাদেশ
১১: ভারত; প্রতিপক্ষ: বাংলাদেশ
১০: শ্রীলঙ্কা; প্রতিপক্ষ: ভারত
১০: শ্রীলঙ্কা; প্রতিপক্ষ: পাকিস্তান

২০২৩ এশিয়া কাপে বাংলাদেশের ব্যর্থতার পাল্লা ভারী হচ্ছে নিয়মিত। লাহোরে গতকাল সুপার ফোরে পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছে সাকিব আল হাসানের দল। বাংলাদেশকে বিধ্বস্ত করার দিনে পাকিস্তানের ঝুলিতে যোগ হয়েছে আরও এক রেকর্ড।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি ছিল পাকিস্তানের জন্য বিশেষ এক ম্যাচ। ঘরের মাঠে নবম দল হিসেবে ২০০তম ওয়ানডে খেলেছে পাকিস্তান। মাইলফলকের ম্যাচে বাবর আজমের দল শুরু থেকেই দাপট দেখিয়ে খেলেছিল। টস জিতে প্রথমে ব্যাটিং করা বাংলাদেশ ব্যাটিং করতে পারেনি পুরো ৫০ ওভারও। ৩৮.৪ ওভারে ১৯৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ৩৯.৩ ওভারে ৭ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান। ওয়ানডে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ১৩ ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান, যা এশিয়া কাপের ওয়ানডে সংস্করণে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি জয়।
ওয়ানডে এশিয়া কাপে পাকিস্তানের পর দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা। লঙ্কানরা বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে ১২ ম্যাচে। তালিকায় ৩ নম্বরে থাকা দলটি হচ্ছে ভারত। তাদের রেকর্ডও বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশকে ১১ ম্যাচে হারিয়েছে ভারত। ভারত, পাকিস্তান—এশিয়ার এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে ১০ বার করে হারিয়েছে শ্রীলঙ্কা।
ওয়ানডে এশিয়া কাপে সর্বোচ্চ ম্যাচ খেলা ও জয়—দুটো রেকর্ডই শ্রীলঙ্কার। ৫২ ম্যাচ খেলে লঙ্কানরা জিতেছে ৩৬ ম্যাচ। ৫১ ম্যাচ খেলে ভারতের জয়ের রেকর্ড ৩১ ম্যাচে। ৪৮ ম্যাচ খেলা পাকিস্তানের জয় ২৮টিতে। আর বাংলাদেশের ৪৬ ম্যাচে জয় ৮টিতে। ওয়ানডে, টি-টোয়েন্টি—দুই সংস্করণ মিলে সর্বোচ্চ সাতবার এশিয়া কাপ জিতেছে ভারত। শ্রীলঙ্কা জিতেছে ছয়বার ও দুবার জিতেছে পাকিস্তান। বাংলাদেশ তিনবার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি।
ওয়ানডে এশিয়া কাপে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে বেশি জয়:
১৩: পাকিস্তান; প্রতিপক্ষ: বাংলাদেশ
১২: শ্রীলঙ্কা; প্রতিপক্ষ: বাংলাদেশ
১১: ভারত; প্রতিপক্ষ: বাংলাদেশ
১০: শ্রীলঙ্কা; প্রতিপক্ষ: ভারত
১০: শ্রীলঙ্কা; প্রতিপক্ষ: পাকিস্তান

রিশাদ হোসেনের মতো তাঁর দল হোবার্ট হারিকেন্সও বিগ ব্যাশে দারুণ সময় পার করছে। টানা জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তবে নবম ম্যাচে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। অপয়া বৃষ্টিতে ভেসে গেল সিডনি স্ট্রাইকার্সের সঙ্গে হোবার্টের ম্যাচটি।
১০ মিনিট আগে
শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
১ ঘণ্টা আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকো দেখতে চাওয়ার আশা পূরণ হয়েছে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের। এখন নির্ভার হয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে পরিকল্পনা আঁটছেন তিনি। তবে ফ্লিকের মতো নির্ভার থাকার সুযোগ নেই জাবি রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর। মাথার ওপর চাপ এবং ভবিষ্যতের শঙ্কা নিয়ে ফাইনালের মঞ্চ
২ ঘণ্টা আগে