
২০২৩ এশিয়া কাপে বাংলাদেশের ব্যর্থতার পাল্লা ভারী হচ্ছে নিয়মিত। লাহোরে গতকাল সুপার ফোরে পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছে সাকিব আল হাসানের দল। বাংলাদেশকে বিধ্বস্ত করার দিনে পাকিস্তানের ঝুলিতে যোগ হয়েছে আরও এক রেকর্ড।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি ছিল পাকিস্তানের জন্য বিশেষ এক ম্যাচ। ঘরের মাঠে নবম দল হিসেবে ২০০তম ওয়ানডে খেলেছে পাকিস্তান। মাইলফলকের ম্যাচে বাবর আজমের দল শুরু থেকেই দাপট দেখিয়ে খেলেছিল। টস জিতে প্রথমে ব্যাটিং করা বাংলাদেশ ব্যাটিং করতে পারেনি পুরো ৫০ ওভারও। ৩৮.৪ ওভারে ১৯৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ৩৯.৩ ওভারে ৭ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান। ওয়ানডে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ১৩ ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান, যা এশিয়া কাপের ওয়ানডে সংস্করণে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি জয়।
ওয়ানডে এশিয়া কাপে পাকিস্তানের পর দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা। লঙ্কানরা বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে ১২ ম্যাচে। তালিকায় ৩ নম্বরে থাকা দলটি হচ্ছে ভারত। তাদের রেকর্ডও বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশকে ১১ ম্যাচে হারিয়েছে ভারত। ভারত, পাকিস্তান—এশিয়ার এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে ১০ বার করে হারিয়েছে শ্রীলঙ্কা।
ওয়ানডে এশিয়া কাপে সর্বোচ্চ ম্যাচ খেলা ও জয়—দুটো রেকর্ডই শ্রীলঙ্কার। ৫২ ম্যাচ খেলে লঙ্কানরা জিতেছে ৩৬ ম্যাচ। ৫১ ম্যাচ খেলে ভারতের জয়ের রেকর্ড ৩১ ম্যাচে। ৪৮ ম্যাচ খেলা পাকিস্তানের জয় ২৮টিতে। আর বাংলাদেশের ৪৬ ম্যাচে জয় ৮টিতে। ওয়ানডে, টি-টোয়েন্টি—দুই সংস্করণ মিলে সর্বোচ্চ সাতবার এশিয়া কাপ জিতেছে ভারত। শ্রীলঙ্কা জিতেছে ছয়বার ও দুবার জিতেছে পাকিস্তান। বাংলাদেশ তিনবার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি।
ওয়ানডে এশিয়া কাপে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে বেশি জয়:
১৩: পাকিস্তান; প্রতিপক্ষ: বাংলাদেশ
১২: শ্রীলঙ্কা; প্রতিপক্ষ: বাংলাদেশ
১১: ভারত; প্রতিপক্ষ: বাংলাদেশ
১০: শ্রীলঙ্কা; প্রতিপক্ষ: ভারত
১০: শ্রীলঙ্কা; প্রতিপক্ষ: পাকিস্তান

২০২৩ এশিয়া কাপে বাংলাদেশের ব্যর্থতার পাল্লা ভারী হচ্ছে নিয়মিত। লাহোরে গতকাল সুপার ফোরে পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছে সাকিব আল হাসানের দল। বাংলাদেশকে বিধ্বস্ত করার দিনে পাকিস্তানের ঝুলিতে যোগ হয়েছে আরও এক রেকর্ড।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি ছিল পাকিস্তানের জন্য বিশেষ এক ম্যাচ। ঘরের মাঠে নবম দল হিসেবে ২০০তম ওয়ানডে খেলেছে পাকিস্তান। মাইলফলকের ম্যাচে বাবর আজমের দল শুরু থেকেই দাপট দেখিয়ে খেলেছিল। টস জিতে প্রথমে ব্যাটিং করা বাংলাদেশ ব্যাটিং করতে পারেনি পুরো ৫০ ওভারও। ৩৮.৪ ওভারে ১৯৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ৩৯.৩ ওভারে ৭ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান। ওয়ানডে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ১৩ ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান, যা এশিয়া কাপের ওয়ানডে সংস্করণে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি জয়।
ওয়ানডে এশিয়া কাপে পাকিস্তানের পর দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা। লঙ্কানরা বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে ১২ ম্যাচে। তালিকায় ৩ নম্বরে থাকা দলটি হচ্ছে ভারত। তাদের রেকর্ডও বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশকে ১১ ম্যাচে হারিয়েছে ভারত। ভারত, পাকিস্তান—এশিয়ার এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে ১০ বার করে হারিয়েছে শ্রীলঙ্কা।
ওয়ানডে এশিয়া কাপে সর্বোচ্চ ম্যাচ খেলা ও জয়—দুটো রেকর্ডই শ্রীলঙ্কার। ৫২ ম্যাচ খেলে লঙ্কানরা জিতেছে ৩৬ ম্যাচ। ৫১ ম্যাচ খেলে ভারতের জয়ের রেকর্ড ৩১ ম্যাচে। ৪৮ ম্যাচ খেলা পাকিস্তানের জয় ২৮টিতে। আর বাংলাদেশের ৪৬ ম্যাচে জয় ৮টিতে। ওয়ানডে, টি-টোয়েন্টি—দুই সংস্করণ মিলে সর্বোচ্চ সাতবার এশিয়া কাপ জিতেছে ভারত। শ্রীলঙ্কা জিতেছে ছয়বার ও দুবার জিতেছে পাকিস্তান। বাংলাদেশ তিনবার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি।
ওয়ানডে এশিয়া কাপে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে বেশি জয়:
১৩: পাকিস্তান; প্রতিপক্ষ: বাংলাদেশ
১২: শ্রীলঙ্কা; প্রতিপক্ষ: বাংলাদেশ
১১: ভারত; প্রতিপক্ষ: বাংলাদেশ
১০: শ্রীলঙ্কা; প্রতিপক্ষ: ভারত
১০: শ্রীলঙ্কা; প্রতিপক্ষ: পাকিস্তান

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১১ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১২ ঘণ্টা আগে