নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই বছরের বিরতির পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ পেয়েছে ক্লাবগুলো। এরই অংশ হিসেবে এবারের আসরের জন্য পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে দলে ভেড়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগ শুরুর দিন আজ ঢাকায় এসে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন হাফিজ।
বাংলাদেশের মুসলিম সংস্কৃতি উপভোগ করার লক্ষ্যেই মোহামেডানের হয়ে খেলতে রাজি হন হাফিজ। একই সঙ্গে এ মৌসুমে জৈব সুরক্ষা বলয় না থাকায় চুক্তিতে আপত্তি ছিল না এই অলরাউন্ডারের। মোহামেডানের সঙ্গে চুক্তির পর সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।
চুক্তি পত্রে স্বাক্ষর শেষে হাফিজ জানান, বায়ো-বাবল নেই বলেই চুক্তি করেছেন। কোনো বাধা ছাড়াই এখানকার সংস্কৃতি, বিশেষ করে মুসলিম সংস্কৃতি ঘুরে ঘুরে দেখতে পারেন, উপভোগ করতে পারেন। তিনি বলেছেন, ‘জৈব সুরক্ষা বলয় না থাকায় আমি চুক্তি করতে রাজি হয়েছি (হাসি)। এটা বড় কারণ ছিল না, তবে সূক্ষ্ম কারণও ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, ওখানে কি জৈব সুরক্ষা বলয় থাকবে? ও (সাব্বির) জানাল, না। আমি বললাম, ঠিক আছে আমি আসব। আমি সত্যিই এখানে এসে উপভোগ করতে চেয়েছিলাম।’
করোনার কারণে দীর্ঘ সময় জৈব-সুরক্ষা বলয়ে ছিলেন হাফিজ। সে কঠিন অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘জৈব সুরক্ষা বলয় বরাবরই কঠিন। এটা আপনার ওপর চড়ে বসে। এই লিগে সেটা নেই এ জন্য ক্রিকেটাররা নিশ্চিতভাবেই উপভোগ করবে। পাশাপাশি শতভাগ দিয়ে পারফর্ম করতে পারবে।’
৪১ বছর বয়সী পাকিস্তানি অলরাউন্ডার যোগ করেন, ‘আমরা প্রত্যেকে মানুষ। আমি জৈব সুরক্ষা বলয় নিয়ে ২০২০ সালে এই পয়েন্টটা তুলেছিলাম যখন আমরা আড়াই মাস ইংল্যান্ড সফরে ছিলাম পরিবার ছাড়া। আমরা জানতাম, যখন এটা শুরু হলো তখন কতটা কঠিন ছিল। মানসিকভাবে এটি আপনাকে যেকোনো সময় ভেঙে ফেলতে পারে।’
আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। হাফিজের সঙ্গে ক্লাবটিতে আছেন দেশি তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা।

দুই বছরের বিরতির পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ পেয়েছে ক্লাবগুলো। এরই অংশ হিসেবে এবারের আসরের জন্য পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে দলে ভেড়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগ শুরুর দিন আজ ঢাকায় এসে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন হাফিজ।
বাংলাদেশের মুসলিম সংস্কৃতি উপভোগ করার লক্ষ্যেই মোহামেডানের হয়ে খেলতে রাজি হন হাফিজ। একই সঙ্গে এ মৌসুমে জৈব সুরক্ষা বলয় না থাকায় চুক্তিতে আপত্তি ছিল না এই অলরাউন্ডারের। মোহামেডানের সঙ্গে চুক্তির পর সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।
চুক্তি পত্রে স্বাক্ষর শেষে হাফিজ জানান, বায়ো-বাবল নেই বলেই চুক্তি করেছেন। কোনো বাধা ছাড়াই এখানকার সংস্কৃতি, বিশেষ করে মুসলিম সংস্কৃতি ঘুরে ঘুরে দেখতে পারেন, উপভোগ করতে পারেন। তিনি বলেছেন, ‘জৈব সুরক্ষা বলয় না থাকায় আমি চুক্তি করতে রাজি হয়েছি (হাসি)। এটা বড় কারণ ছিল না, তবে সূক্ষ্ম কারণও ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, ওখানে কি জৈব সুরক্ষা বলয় থাকবে? ও (সাব্বির) জানাল, না। আমি বললাম, ঠিক আছে আমি আসব। আমি সত্যিই এখানে এসে উপভোগ করতে চেয়েছিলাম।’
করোনার কারণে দীর্ঘ সময় জৈব-সুরক্ষা বলয়ে ছিলেন হাফিজ। সে কঠিন অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘জৈব সুরক্ষা বলয় বরাবরই কঠিন। এটা আপনার ওপর চড়ে বসে। এই লিগে সেটা নেই এ জন্য ক্রিকেটাররা নিশ্চিতভাবেই উপভোগ করবে। পাশাপাশি শতভাগ দিয়ে পারফর্ম করতে পারবে।’
৪১ বছর বয়সী পাকিস্তানি অলরাউন্ডার যোগ করেন, ‘আমরা প্রত্যেকে মানুষ। আমি জৈব সুরক্ষা বলয় নিয়ে ২০২০ সালে এই পয়েন্টটা তুলেছিলাম যখন আমরা আড়াই মাস ইংল্যান্ড সফরে ছিলাম পরিবার ছাড়া। আমরা জানতাম, যখন এটা শুরু হলো তখন কতটা কঠিন ছিল। মানসিকভাবে এটি আপনাকে যেকোনো সময় ভেঙে ফেলতে পারে।’
আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। হাফিজের সঙ্গে ক্লাবটিতে আছেন দেশি তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
১ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে