নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই বছরের বিরতির পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ পেয়েছে ক্লাবগুলো। এরই অংশ হিসেবে এবারের আসরের জন্য পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে দলে ভেড়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগ শুরুর দিন আজ ঢাকায় এসে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন হাফিজ।
বাংলাদেশের মুসলিম সংস্কৃতি উপভোগ করার লক্ষ্যেই মোহামেডানের হয়ে খেলতে রাজি হন হাফিজ। একই সঙ্গে এ মৌসুমে জৈব সুরক্ষা বলয় না থাকায় চুক্তিতে আপত্তি ছিল না এই অলরাউন্ডারের। মোহামেডানের সঙ্গে চুক্তির পর সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।
চুক্তি পত্রে স্বাক্ষর শেষে হাফিজ জানান, বায়ো-বাবল নেই বলেই চুক্তি করেছেন। কোনো বাধা ছাড়াই এখানকার সংস্কৃতি, বিশেষ করে মুসলিম সংস্কৃতি ঘুরে ঘুরে দেখতে পারেন, উপভোগ করতে পারেন। তিনি বলেছেন, ‘জৈব সুরক্ষা বলয় না থাকায় আমি চুক্তি করতে রাজি হয়েছি (হাসি)। এটা বড় কারণ ছিল না, তবে সূক্ষ্ম কারণও ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, ওখানে কি জৈব সুরক্ষা বলয় থাকবে? ও (সাব্বির) জানাল, না। আমি বললাম, ঠিক আছে আমি আসব। আমি সত্যিই এখানে এসে উপভোগ করতে চেয়েছিলাম।’
করোনার কারণে দীর্ঘ সময় জৈব-সুরক্ষা বলয়ে ছিলেন হাফিজ। সে কঠিন অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘জৈব সুরক্ষা বলয় বরাবরই কঠিন। এটা আপনার ওপর চড়ে বসে। এই লিগে সেটা নেই এ জন্য ক্রিকেটাররা নিশ্চিতভাবেই উপভোগ করবে। পাশাপাশি শতভাগ দিয়ে পারফর্ম করতে পারবে।’
৪১ বছর বয়সী পাকিস্তানি অলরাউন্ডার যোগ করেন, ‘আমরা প্রত্যেকে মানুষ। আমি জৈব সুরক্ষা বলয় নিয়ে ২০২০ সালে এই পয়েন্টটা তুলেছিলাম যখন আমরা আড়াই মাস ইংল্যান্ড সফরে ছিলাম পরিবার ছাড়া। আমরা জানতাম, যখন এটা শুরু হলো তখন কতটা কঠিন ছিল। মানসিকভাবে এটি আপনাকে যেকোনো সময় ভেঙে ফেলতে পারে।’
আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। হাফিজের সঙ্গে ক্লাবটিতে আছেন দেশি তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা।

দুই বছরের বিরতির পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ পেয়েছে ক্লাবগুলো। এরই অংশ হিসেবে এবারের আসরের জন্য পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে দলে ভেড়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগ শুরুর দিন আজ ঢাকায় এসে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন হাফিজ।
বাংলাদেশের মুসলিম সংস্কৃতি উপভোগ করার লক্ষ্যেই মোহামেডানের হয়ে খেলতে রাজি হন হাফিজ। একই সঙ্গে এ মৌসুমে জৈব সুরক্ষা বলয় না থাকায় চুক্তিতে আপত্তি ছিল না এই অলরাউন্ডারের। মোহামেডানের সঙ্গে চুক্তির পর সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।
চুক্তি পত্রে স্বাক্ষর শেষে হাফিজ জানান, বায়ো-বাবল নেই বলেই চুক্তি করেছেন। কোনো বাধা ছাড়াই এখানকার সংস্কৃতি, বিশেষ করে মুসলিম সংস্কৃতি ঘুরে ঘুরে দেখতে পারেন, উপভোগ করতে পারেন। তিনি বলেছেন, ‘জৈব সুরক্ষা বলয় না থাকায় আমি চুক্তি করতে রাজি হয়েছি (হাসি)। এটা বড় কারণ ছিল না, তবে সূক্ষ্ম কারণও ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, ওখানে কি জৈব সুরক্ষা বলয় থাকবে? ও (সাব্বির) জানাল, না। আমি বললাম, ঠিক আছে আমি আসব। আমি সত্যিই এখানে এসে উপভোগ করতে চেয়েছিলাম।’
করোনার কারণে দীর্ঘ সময় জৈব-সুরক্ষা বলয়ে ছিলেন হাফিজ। সে কঠিন অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘জৈব সুরক্ষা বলয় বরাবরই কঠিন। এটা আপনার ওপর চড়ে বসে। এই লিগে সেটা নেই এ জন্য ক্রিকেটাররা নিশ্চিতভাবেই উপভোগ করবে। পাশাপাশি শতভাগ দিয়ে পারফর্ম করতে পারবে।’
৪১ বছর বয়সী পাকিস্তানি অলরাউন্ডার যোগ করেন, ‘আমরা প্রত্যেকে মানুষ। আমি জৈব সুরক্ষা বলয় নিয়ে ২০২০ সালে এই পয়েন্টটা তুলেছিলাম যখন আমরা আড়াই মাস ইংল্যান্ড সফরে ছিলাম পরিবার ছাড়া। আমরা জানতাম, যখন এটা শুরু হলো তখন কতটা কঠিন ছিল। মানসিকভাবে এটি আপনাকে যেকোনো সময় ভেঙে ফেলতে পারে।’
আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। হাফিজের সঙ্গে ক্লাবটিতে আছেন দেশি তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১১ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে