নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যেখানে শুরুর কথা বলার আগেই শেষ—অন্যতম জনপ্রিয় গানের এই ছত্রটা লিটন দাসের সঙ্গে ভালোভাবে মিলে গেছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএর) খেলতে গিয়েছিলেন অনেক আশা নিয়ে। কিন্তু কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।
এবারের পিএসএলে লিটনকে নিয়েছিল করাচি কিংস। মুলতান সুলতানসের বিপক্ষে গতকাল করাচি তাদের অভিযান শুরু করে। কিন্তু এই ম্যাচের আগে অনুশীলনের সময় আঙুলে চোট পান তিনি। তাতে মাঠে নামার আগেই পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষ হয়ে গেল লিটনের। প্রথমবারের মতো পিএসএল খেলতে গিয়ে কোনো ম্যাচ না খেলতে পারার হতাশায় পুড়ছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। গতকাল দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের লিটন বলেন, ‘কিছু নিয়ে আসতে পারিনি সেখান (পাকিস্তান) থেকে। মনে হয় বেশির ভাগই হারিয়েছি। যেহেতু চোট একটা বড় ইস্যু, তাতে পাওয়ার চেয়ে মনে হয় বেশি কিছু হারিয়ে ফেলেছি।’
লিটন, রিশাদ হোসেন এই দুই বাংলাদেশিকে এবার পুরো পিএসএল খেলার অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রিশাদকে নিয়েছে লাহোর কালান্দার্স। পরশু রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে তিনিও লাহোরের একাদশে জায়গা করে নিতে পারেননি। তবু রিশাদের সামনে তো ম্যাচ খেলার সুযোগ থাকছে। সেখানে ম্যাচ না খেলে আগেভাগেই দেশে ফেরায় লিটনের হতাশা একটু বেশিই।
চোটে পড়ে পিএসএল থেকে আগেভাগে ছিটকে যাওয়ায় গত রাতে বিমানবন্দরে এক রাশ হতাশার কথা শুনিয়েছেন লিটন। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘দুর্ভাগ্য তো স্বাভাবিক। যখন গিয়েছিলাম, ভেবেছিলাম পুরো টুর্নামেন্টই খেলব। আমাকে পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ করে দেওয়ায় বিসিবিকে ধন্যবাদ। তবে ভাগ্যের ওপর কোনো কিছু নেই। মাঝেমধ্যে ভাগ্যের ছোঁয়াও প্রয়োজন। আপনার হাতে অনেক কিছুই থাকবে না। অনেক কিছু বিধাতা লিখে রাখে। এটা মানতেই হবে।’
২০২৫ পিএসএলে তিন বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন। অপর বাংলাদেশি নাহিদ রানাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। তবে তিনি পেয়েছেন আংশিক পিএসএল খেলার এনওসি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শেষেই বাংলাদেশের এই পেসার উড়াল দেবেন পাকিস্তানে। ২০ এপ্রিল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট। চট্টগ্রামে ২৮ এপ্রিল শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
আরও পড়ুন:

যেখানে শুরুর কথা বলার আগেই শেষ—অন্যতম জনপ্রিয় গানের এই ছত্রটা লিটন দাসের সঙ্গে ভালোভাবে মিলে গেছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএর) খেলতে গিয়েছিলেন অনেক আশা নিয়ে। কিন্তু কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।
এবারের পিএসএলে লিটনকে নিয়েছিল করাচি কিংস। মুলতান সুলতানসের বিপক্ষে গতকাল করাচি তাদের অভিযান শুরু করে। কিন্তু এই ম্যাচের আগে অনুশীলনের সময় আঙুলে চোট পান তিনি। তাতে মাঠে নামার আগেই পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষ হয়ে গেল লিটনের। প্রথমবারের মতো পিএসএল খেলতে গিয়ে কোনো ম্যাচ না খেলতে পারার হতাশায় পুড়ছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। গতকাল দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের লিটন বলেন, ‘কিছু নিয়ে আসতে পারিনি সেখান (পাকিস্তান) থেকে। মনে হয় বেশির ভাগই হারিয়েছি। যেহেতু চোট একটা বড় ইস্যু, তাতে পাওয়ার চেয়ে মনে হয় বেশি কিছু হারিয়ে ফেলেছি।’
লিটন, রিশাদ হোসেন এই দুই বাংলাদেশিকে এবার পুরো পিএসএল খেলার অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রিশাদকে নিয়েছে লাহোর কালান্দার্স। পরশু রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে তিনিও লাহোরের একাদশে জায়গা করে নিতে পারেননি। তবু রিশাদের সামনে তো ম্যাচ খেলার সুযোগ থাকছে। সেখানে ম্যাচ না খেলে আগেভাগেই দেশে ফেরায় লিটনের হতাশা একটু বেশিই।
চোটে পড়ে পিএসএল থেকে আগেভাগে ছিটকে যাওয়ায় গত রাতে বিমানবন্দরে এক রাশ হতাশার কথা শুনিয়েছেন লিটন। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘দুর্ভাগ্য তো স্বাভাবিক। যখন গিয়েছিলাম, ভেবেছিলাম পুরো টুর্নামেন্টই খেলব। আমাকে পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ করে দেওয়ায় বিসিবিকে ধন্যবাদ। তবে ভাগ্যের ওপর কোনো কিছু নেই। মাঝেমধ্যে ভাগ্যের ছোঁয়াও প্রয়োজন। আপনার হাতে অনেক কিছুই থাকবে না। অনেক কিছু বিধাতা লিখে রাখে। এটা মানতেই হবে।’
২০২৫ পিএসএলে তিন বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন। অপর বাংলাদেশি নাহিদ রানাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। তবে তিনি পেয়েছেন আংশিক পিএসএল খেলার এনওসি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শেষেই বাংলাদেশের এই পেসার উড়াল দেবেন পাকিস্তানে। ২০ এপ্রিল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট। চট্টগ্রামে ২৮ এপ্রিল শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
আরও পড়ুন:

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৭ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৯ ঘণ্টা আগে