আজকের পত্রিকা ডেস্ক

আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ যুবাদের দলটা ভিন্ন ধাতুতে গড়া। ২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে বলেই শুধু নয়, প্রতিপক্ষ দলের স্লেজিংয়ের জবাব—সব মিলিয়ে দলটি টুর্নামেন্টে ভিন্ন এক আবহ তৈরি করেছিল। যাঁরা এশিয়া কাপ দেখেছেন, তাঁরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাংলাদেশের যুবাদের শরীরী ভাষা কেমন ছিল।
দুবাইয়ে পরশু ভারতকে ৫৯ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতে বাংলাদেশ। ঢাকায় গত রাতে তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল দেশে ফিরলে বিমানবন্দরে তাঁদের ফুল দিয়ে বরণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চ্যাম্পিয়ন অধিনায়ক তামিম কী বলেন, সেটা জানতে মুখিয়ে ছিলেন অসংখ্য গণমাধ্যমকর্মী। টুর্নামেন্টে বাংলাদেশ দলের এমন শরীরী ভাষার রহস্য কী, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তামিম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের একটি মুহূর্তের কথা উল্লেখ করেন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আসলে পাকিস্তানের যে ফিল্ডার ছিল, সে বলছে বল কি দেখেছিস? কারণ, ফ্রি হিট বলটা আমি মিস করেছিলাম। পরে আমি যখন ছক্কা মারলাম, তখন বললাম তুই কি বল দেখেছিস?এটাই।’
অধিনায়কই যখন জ্বলে ওঠেন, তাঁকে দেখে শিষ্যদের উদ্বুদ্ধ হওয়াটাই স্বাভাবিক। তামিমের মতে, প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে একটু আক্রমণাত্মক মানসিকতা থাকা প্রয়োজন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘জয়ের জন্য একটু আক্রমণাত্মক মানসিকতা দরকার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাদের স্লেজিংয়ের জবাব দিতে মারুফ ভাই এগিয়ে এসেছে। জিততে গেলে এসবের দরকার আছে। মাঠে প্রত্যেক খেলোয়াড়ই নিজের সেরাটা দিয়েছে, তাই আমরা সফল।’
ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপ জয়ের পরই সামাজিক মাধ্যমে শুরু হয় বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে বন্দনা। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা অভিনন্দন জানিয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। আজিজুল তামিমকে নিয়ে মুশফিক পোস্টও দিয়েছিলেন আলাদা করে। এশিয়া কাপ জয়ী অধিনায়ক বলেন, ‘মুশফিক ভাই আমাকে নিয়ে পোস্ট করেছেন। জাতীয় দলের এমন সমর্থন পেলে মনোবল অনেক বেড়ে যায়।’
তামিম নামটা শুনলে স্বাভাবিকভাবেই চলে আসে তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, আজিজুল হাকিম তামিম—বাংলাদেশের এই তিন তামিম ব্যাটিং করেন বাঁ হাতে, যাঁদের মধ্যে তানজিদ তামিম, তামিম ইকবাল দুজনেই ওপেনিংয়ে ব্যাটিং করেন। তবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী অধিনায়ক আজিজুল তামিম ব্যাটিং করেছেন টপ অর্ডারে। আগের দুই তামিমের মতো নতুন তামিমের ব্যাটিং অর্ডার পরিবর্তন হবে কি না, সে প্রসঙ্গে যুব এশিয়া কাপজয়ী অধিনায়ক বলেন, ‘একটা কথা কি, দেশের জন্য জান দিতে রাজি আছি। তাই যেখানে করা হবে সেখানেই করতে রাজি।’
২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ ২৪০ রান করেন আজিজুল তামিম। গড় ৮০ ও স্ট্রাইকরেট ৮১.৯১। এক সেঞ্চুরির সঙ্গে দুটি ফিফটি করেন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে।

আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ যুবাদের দলটা ভিন্ন ধাতুতে গড়া। ২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে বলেই শুধু নয়, প্রতিপক্ষ দলের স্লেজিংয়ের জবাব—সব মিলিয়ে দলটি টুর্নামেন্টে ভিন্ন এক আবহ তৈরি করেছিল। যাঁরা এশিয়া কাপ দেখেছেন, তাঁরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাংলাদেশের যুবাদের শরীরী ভাষা কেমন ছিল।
দুবাইয়ে পরশু ভারতকে ৫৯ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতে বাংলাদেশ। ঢাকায় গত রাতে তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল দেশে ফিরলে বিমানবন্দরে তাঁদের ফুল দিয়ে বরণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চ্যাম্পিয়ন অধিনায়ক তামিম কী বলেন, সেটা জানতে মুখিয়ে ছিলেন অসংখ্য গণমাধ্যমকর্মী। টুর্নামেন্টে বাংলাদেশ দলের এমন শরীরী ভাষার রহস্য কী, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তামিম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের একটি মুহূর্তের কথা উল্লেখ করেন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আসলে পাকিস্তানের যে ফিল্ডার ছিল, সে বলছে বল কি দেখেছিস? কারণ, ফ্রি হিট বলটা আমি মিস করেছিলাম। পরে আমি যখন ছক্কা মারলাম, তখন বললাম তুই কি বল দেখেছিস?এটাই।’
অধিনায়কই যখন জ্বলে ওঠেন, তাঁকে দেখে শিষ্যদের উদ্বুদ্ধ হওয়াটাই স্বাভাবিক। তামিমের মতে, প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে একটু আক্রমণাত্মক মানসিকতা থাকা প্রয়োজন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘জয়ের জন্য একটু আক্রমণাত্মক মানসিকতা দরকার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাদের স্লেজিংয়ের জবাব দিতে মারুফ ভাই এগিয়ে এসেছে। জিততে গেলে এসবের দরকার আছে। মাঠে প্রত্যেক খেলোয়াড়ই নিজের সেরাটা দিয়েছে, তাই আমরা সফল।’
ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপ জয়ের পরই সামাজিক মাধ্যমে শুরু হয় বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে বন্দনা। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা অভিনন্দন জানিয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। আজিজুল তামিমকে নিয়ে মুশফিক পোস্টও দিয়েছিলেন আলাদা করে। এশিয়া কাপ জয়ী অধিনায়ক বলেন, ‘মুশফিক ভাই আমাকে নিয়ে পোস্ট করেছেন। জাতীয় দলের এমন সমর্থন পেলে মনোবল অনেক বেড়ে যায়।’
তামিম নামটা শুনলে স্বাভাবিকভাবেই চলে আসে তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, আজিজুল হাকিম তামিম—বাংলাদেশের এই তিন তামিম ব্যাটিং করেন বাঁ হাতে, যাঁদের মধ্যে তানজিদ তামিম, তামিম ইকবাল দুজনেই ওপেনিংয়ে ব্যাটিং করেন। তবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী অধিনায়ক আজিজুল তামিম ব্যাটিং করেছেন টপ অর্ডারে। আগের দুই তামিমের মতো নতুন তামিমের ব্যাটিং অর্ডার পরিবর্তন হবে কি না, সে প্রসঙ্গে যুব এশিয়া কাপজয়ী অধিনায়ক বলেন, ‘একটা কথা কি, দেশের জন্য জান দিতে রাজি আছি। তাই যেখানে করা হবে সেখানেই করতে রাজি।’
২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ ২৪০ রান করেন আজিজুল তামিম। গড় ৮০ ও স্ট্রাইকরেট ৮১.৯১। এক সেঞ্চুরির সঙ্গে দুটি ফিফটি করেন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে।

২৮০১৬ আন্তর্জাতিক রান নিয়ে এতদিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই একটা টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪৩৫৭।
২৫ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৪২ মিনিট আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৬ ঘণ্টা আগে