নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারত সফর থেকে ঢাকায় ফিরে চন্ডিকা হাথুরুসিংহে পেয়েছেন বরখাস্তের চিঠি। বিসিবির এই সিদ্ধান্ত কেউ পছন্দ করছেন, কেউ আবার অসন্তোষও প্রকাশ করছেন। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও সমব্যথী জানিয়েছেন হাথুরুর প্রতি।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা কোচ হিসেবে যেমন বিবেচনা করা হয় হাথুরুকে, ঠিক তেমন ব্যর্থতার তালিকায়ও আছেন তিনি। গত বছর ওয়ানডে বিশ্বকাপের আগে তামিম ইকবালের সঙ্গে স্পষ্ট হয়ে ওঠে হাথুরুর দ্বন্দ্ব। শেষ পর্যন্ত তামিম বাদ পড়েন বিশ্বকাপ থেকে। সাকিব আল হাসান-তামিমের সম্পর্কের অবনতি নিয়েও তেমন কোনো ভূমিকা পালন করতে দেখা যায়নি তাঁকে।
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে স্পিনার নাসুম আহমেদ হাথুরুর দ্বারা নিগৃহীত হয়েছেন বলেও সত্যতা পেয়েছে বিসিবি। প্রধান পাওনার চেয়ে বেশি ছুটি কাটিয়েছেন বলেও জানিয়েছে তারা। তাঁর অধীনের বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজের কিছু অর্জন থাকলেও দ্বিতীয় মেয়াদে ওয়ানডে বিশ্বকাপ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে দলের।
ফাহিম দেখছেন তাই হাথুরুর মিশ্র অর্জন। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে বলেন, ‘অনেক কিছুর সমন্বয়। তার অর্জন আছে, তার সময়ে দল খারাপও করেছে। বিভিন্ন সমস্যার কথা শুনেছি। একদিকে এটা দুঃখজনক, যেহেতু আমি নিজেও কোচ, আমি সমব্যথী রয়েছে এ কারণে। অর্জন যেমন আছে, ব্যর্থতাও আছে। আইসিসির টুর্নামেন্টে আমরা যেমন আশা করেছিলাম তেমনটা হয়নি। এটা আসলে মিশ্রণ।’
এদিকে বিদায়ী টেস্ট খেলতে দেশে ফিরছেন সাকিব আল হাসান। তাঁকে শ্রদ্ধাভরে বিদায় জানাতে বিশেষ আয়োজন করছে বিসিবি। ফাহিম বলেছেন, ‘একজন খেলোয়াড় যখন বিদায় নেওয়া মাঠে কিছু স্মারক দেওয়া হয়। খেলোয়াড়েরা তাঁকে সম্মান জানায়। বোর্ড তাকে সম্মান দেখাবে। কিছু রীতি তো থাকেই।’

ভারত সফর থেকে ঢাকায় ফিরে চন্ডিকা হাথুরুসিংহে পেয়েছেন বরখাস্তের চিঠি। বিসিবির এই সিদ্ধান্ত কেউ পছন্দ করছেন, কেউ আবার অসন্তোষও প্রকাশ করছেন। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও সমব্যথী জানিয়েছেন হাথুরুর প্রতি।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা কোচ হিসেবে যেমন বিবেচনা করা হয় হাথুরুকে, ঠিক তেমন ব্যর্থতার তালিকায়ও আছেন তিনি। গত বছর ওয়ানডে বিশ্বকাপের আগে তামিম ইকবালের সঙ্গে স্পষ্ট হয়ে ওঠে হাথুরুর দ্বন্দ্ব। শেষ পর্যন্ত তামিম বাদ পড়েন বিশ্বকাপ থেকে। সাকিব আল হাসান-তামিমের সম্পর্কের অবনতি নিয়েও তেমন কোনো ভূমিকা পালন করতে দেখা যায়নি তাঁকে।
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে স্পিনার নাসুম আহমেদ হাথুরুর দ্বারা নিগৃহীত হয়েছেন বলেও সত্যতা পেয়েছে বিসিবি। প্রধান পাওনার চেয়ে বেশি ছুটি কাটিয়েছেন বলেও জানিয়েছে তারা। তাঁর অধীনের বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজের কিছু অর্জন থাকলেও দ্বিতীয় মেয়াদে ওয়ানডে বিশ্বকাপ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে দলের।
ফাহিম দেখছেন তাই হাথুরুর মিশ্র অর্জন। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে বলেন, ‘অনেক কিছুর সমন্বয়। তার অর্জন আছে, তার সময়ে দল খারাপও করেছে। বিভিন্ন সমস্যার কথা শুনেছি। একদিকে এটা দুঃখজনক, যেহেতু আমি নিজেও কোচ, আমি সমব্যথী রয়েছে এ কারণে। অর্জন যেমন আছে, ব্যর্থতাও আছে। আইসিসির টুর্নামেন্টে আমরা যেমন আশা করেছিলাম তেমনটা হয়নি। এটা আসলে মিশ্রণ।’
এদিকে বিদায়ী টেস্ট খেলতে দেশে ফিরছেন সাকিব আল হাসান। তাঁকে শ্রদ্ধাভরে বিদায় জানাতে বিশেষ আয়োজন করছে বিসিবি। ফাহিম বলেছেন, ‘একজন খেলোয়াড় যখন বিদায় নেওয়া মাঠে কিছু স্মারক দেওয়া হয়। খেলোয়াড়েরা তাঁকে সম্মান জানায়। বোর্ড তাকে সম্মান দেখাবে। কিছু রীতি তো থাকেই।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
৩৪ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে