ভারত সফর থেকে ঢাকায় ফিরে চন্ডিকা হাথুরুসিংহে পেয়েছেন বরখাস্তের চিঠি। বিসিবির এই সিদ্ধান্ত কেউ পছন্দ করছেন, কেউ আবার অসন্তোষও প্রকাশ করছেন। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও সমব্যথী জানিয়েছেন হাথুরুর প্রতি।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা কোচ হিসেবে যেমন বিবেচনা করা হয় হাথুরুকে, ঠিক তেমন ব্যর্থতার তালিকায়ও আছেন তিনি। গত বছর ওয়ানডে বিশ্বকাপের আগে তামিম ইকবালের সঙ্গে স্পষ্ট হয়ে ওঠে হাথুরুর দ্বন্দ্ব। শেষ পর্যন্ত তামিম বাদ পড়েন বিশ্বকাপ থেকে। সাকিব আল হাসান-তামিমের সম্পর্কের অবনতি নিয়েও তেমন কোনো ভূমিকা পালন করতে দেখা যায়নি তাঁকে।
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে স্পিনার নাসুম আহমেদ হাথুরুর দ্বারা নিগৃহীত হয়েছেন বলেও সত্যতা পেয়েছে বিসিবি। প্রধান পাওনার চেয়ে বেশি ছুটি কাটিয়েছেন বলেও জানিয়েছে তারা। তাঁর অধীনের বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজের কিছু অর্জন থাকলেও দ্বিতীয় মেয়াদে ওয়ানডে বিশ্বকাপ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে দলের।
ফাহিম দেখছেন তাই হাথুরুর মিশ্র অর্জন। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে বলেন, ‘অনেক কিছুর সমন্বয়। তার অর্জন আছে, তার সময়ে দল খারাপও করেছে। বিভিন্ন সমস্যার কথা শুনেছি। একদিকে এটা দুঃখজনক, যেহেতু আমি নিজেও কোচ, আমি সমব্যথী রয়েছে এ কারণে। অর্জন যেমন আছে, ব্যর্থতাও আছে। আইসিসির টুর্নামেন্টে আমরা যেমন আশা করেছিলাম তেমনটা হয়নি। এটা আসলে মিশ্রণ।’
এদিকে বিদায়ী টেস্ট খেলতে দেশে ফিরছেন সাকিব আল হাসান। তাঁকে শ্রদ্ধাভরে বিদায় জানাতে বিশেষ আয়োজন করছে বিসিবি। ফাহিম বলেছেন, ‘একজন খেলোয়াড় যখন বিদায় নেওয়া মাঠে কিছু স্মারক দেওয়া হয়। খেলোয়াড়েরা তাঁকে সম্মান জানায়। বোর্ড তাকে সম্মান দেখাবে। কিছু রীতি তো থাকেই।’

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৮ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১২ ঘণ্টা আগে