ক্রীড়া ডেস্ক

টেস্ট থেকে ওয়ানডে, ওয়ানডে থেকে টি-টোয়েন্টি, টি-টোয়েন্টি থেকে টি-টেন—১৪৮ বছরের ইতিহাসে ক্রিকেটের সংস্করণের বদলটা হয়েছে এভাবেই। যদিও টি-টেন এখনো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। এবার টেস্ট টোয়েন্টি নামে নতুন এক সংস্করণ চলবে।
নাম শুনেই ধারণা করা হচ্ছে, টেস্ট টোয়েন্টি সংস্করণটা কী হতে পারে। টেস্টের সঙ্গে সীমিত ওভারের ক্রিকেটের মিশ্রণে হতে যাচ্ছে নতুন এই সংস্করণ। টেস্টের মতো প্রতিটি দল দুটি করে ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পাবে। তবে এখানে প্রতি ইনিংসে নির্দিষ্ট ২০ ওভার ব্যাটিং করতে পারবে এক দল। ওয়ান-ওয়ান সিক্স নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া উদ্যোক্তা গৌরব বাহিরভানি ক্রিকেটের এই চতুর্থ সংস্করণ উদ্ভাবন করেছেন। আগামী প্রজন্মের প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করাই এর লক্ষ্য। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে গতকাল বাহিরভানি বলেন, ‘এটি কেবল একটি নতুন লিগ নয়। ক্রিকেটের ঐতিহ্যকে ধরে রেখে ভবিষ্যৎ গড়ার একটি প্রচেষ্টা এটা। আমরা চাই এ সংস্করণের মাধ্যমে প্রজন্মের ক্রিকেটারদের প্রতিভা সঠিকভাবে উদ্ঘাটন ও উদ্যাপন করা হোক।’
টেস্ট টোয়েন্টি সংস্করণের পরামর্শক বোর্ডে আছেন ক্রিকেটের কিংবদন্তি স্যার ক্লাইভ লয়েড, এবি ডি ভিলিয়ার্স, ম্যাথু হেইডেন ও হরভজন সিং। এবি ডি ভিলিয়ার্স বলেন, এটি খেলোয়াড় ও দর্শকের জন্য নতুন স্বপ্নের সূচনা। হেইডেন বলেন, এটি এক প্রজন্মের সঙ্গে আরেক প্রজন্মের সেতুবন্ধন তৈরি করছে।
হরভজন সিংয়ের মতে, এটা ক্রিকেটে নতুন এক মাত্রা যোগ করবে। ভারতীয় এ স্পিনার বলেন, ক্রিকেটের নতুন হৃদস্পন্দন প্রয়োজন ছিল। টেস্ট টোয়েন্টি ঠিক তা-ই করছে।
নতুন টেস্ট টোয়েন্টি সংস্করণের পরামর্শক বোর্ডে থাকলেও ক্লাইভ লয়েডের মতে টেস্টকে অবহেলা করা হচ্ছে। ক্যারিবীয় এই কিংবদন্তি বলেন, ‘ব্যাপারটা হচ্ছে, আমি টেস্টের ক্রিকেটার। এটা নিয়ে সন্দেহ নেই। আমার মতে, টেস্টকে অবহেলা করা হচ্ছে বছরের পর বছর। আমার মতে, এই সিস্টেমে নতুন কিছু যোগ করা দরকার। কারণ, প্রথম শ্রেণির ক্রিকেট বা টেস্ট না খেললে সেরা ক্রিকেটার খুঁজে বের করা কঠিন।’
ক্রিকেটারদের দক্ষতা প্রদর্শনের জন্য টেস্ট টোয়েন্টি সংস্করণ নয়, বরং ১৩–১৯ বছর বয়সী যুবাদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে খেলার প্রতিভা বিকাশের ব্যবস্থা হিসেবেও কাজ করবে। জুনিয়র টেস্ট টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের মাধ্যমে তারা আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে। তাদের পারফরম্যান্স এআই ও ভিডিও বিশ্লেষণের মাধ্যমে নিরপেক্ষভাবে মূল্যায়ন করা হবে। ১৩–১৯ বছর বয়সী খেলোয়াড়দের নিবন্ধন শুরু হয়েছে ১৬ অক্টোবর থেকে, যারা তাদের দক্ষতা প্রদর্শন করে আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ পাবে।
২০২৬ সালের জানুয়ারিতে টেস্ট টোয়েন্টি সংস্করণের প্রথম মৌসুম শুরু হবে। এখানে ছয়টি আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। প্রতি দলের সঙ্গে থাকবেন আটজন করে স্থানীয় ও আন্তর্জাতিক খেলোয়াড়। তাতে বিশ্বব্যাপী প্রতিভার সমন্বয় নিশ্চিত হবে। টুর্নামেন্টের কাঠামো এমনভাবে সাজানো হয়েছে, যাতে প্রতি দল দুটি ইনিংস খেলে। খেলার ফলাফল নির্ধারণ করার মাধ্যমে কৌশলগত দিকও বজায় থাকবে সেখানে।

টেস্ট থেকে ওয়ানডে, ওয়ানডে থেকে টি-টোয়েন্টি, টি-টোয়েন্টি থেকে টি-টেন—১৪৮ বছরের ইতিহাসে ক্রিকেটের সংস্করণের বদলটা হয়েছে এভাবেই। যদিও টি-টেন এখনো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। এবার টেস্ট টোয়েন্টি নামে নতুন এক সংস্করণ চলবে।
নাম শুনেই ধারণা করা হচ্ছে, টেস্ট টোয়েন্টি সংস্করণটা কী হতে পারে। টেস্টের সঙ্গে সীমিত ওভারের ক্রিকেটের মিশ্রণে হতে যাচ্ছে নতুন এই সংস্করণ। টেস্টের মতো প্রতিটি দল দুটি করে ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পাবে। তবে এখানে প্রতি ইনিংসে নির্দিষ্ট ২০ ওভার ব্যাটিং করতে পারবে এক দল। ওয়ান-ওয়ান সিক্স নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া উদ্যোক্তা গৌরব বাহিরভানি ক্রিকেটের এই চতুর্থ সংস্করণ উদ্ভাবন করেছেন। আগামী প্রজন্মের প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করাই এর লক্ষ্য। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে গতকাল বাহিরভানি বলেন, ‘এটি কেবল একটি নতুন লিগ নয়। ক্রিকেটের ঐতিহ্যকে ধরে রেখে ভবিষ্যৎ গড়ার একটি প্রচেষ্টা এটা। আমরা চাই এ সংস্করণের মাধ্যমে প্রজন্মের ক্রিকেটারদের প্রতিভা সঠিকভাবে উদ্ঘাটন ও উদ্যাপন করা হোক।’
টেস্ট টোয়েন্টি সংস্করণের পরামর্শক বোর্ডে আছেন ক্রিকেটের কিংবদন্তি স্যার ক্লাইভ লয়েড, এবি ডি ভিলিয়ার্স, ম্যাথু হেইডেন ও হরভজন সিং। এবি ডি ভিলিয়ার্স বলেন, এটি খেলোয়াড় ও দর্শকের জন্য নতুন স্বপ্নের সূচনা। হেইডেন বলেন, এটি এক প্রজন্মের সঙ্গে আরেক প্রজন্মের সেতুবন্ধন তৈরি করছে।
হরভজন সিংয়ের মতে, এটা ক্রিকেটে নতুন এক মাত্রা যোগ করবে। ভারতীয় এ স্পিনার বলেন, ক্রিকেটের নতুন হৃদস্পন্দন প্রয়োজন ছিল। টেস্ট টোয়েন্টি ঠিক তা-ই করছে।
নতুন টেস্ট টোয়েন্টি সংস্করণের পরামর্শক বোর্ডে থাকলেও ক্লাইভ লয়েডের মতে টেস্টকে অবহেলা করা হচ্ছে। ক্যারিবীয় এই কিংবদন্তি বলেন, ‘ব্যাপারটা হচ্ছে, আমি টেস্টের ক্রিকেটার। এটা নিয়ে সন্দেহ নেই। আমার মতে, টেস্টকে অবহেলা করা হচ্ছে বছরের পর বছর। আমার মতে, এই সিস্টেমে নতুন কিছু যোগ করা দরকার। কারণ, প্রথম শ্রেণির ক্রিকেট বা টেস্ট না খেললে সেরা ক্রিকেটার খুঁজে বের করা কঠিন।’
ক্রিকেটারদের দক্ষতা প্রদর্শনের জন্য টেস্ট টোয়েন্টি সংস্করণ নয়, বরং ১৩–১৯ বছর বয়সী যুবাদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে খেলার প্রতিভা বিকাশের ব্যবস্থা হিসেবেও কাজ করবে। জুনিয়র টেস্ট টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের মাধ্যমে তারা আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে। তাদের পারফরম্যান্স এআই ও ভিডিও বিশ্লেষণের মাধ্যমে নিরপেক্ষভাবে মূল্যায়ন করা হবে। ১৩–১৯ বছর বয়সী খেলোয়াড়দের নিবন্ধন শুরু হয়েছে ১৬ অক্টোবর থেকে, যারা তাদের দক্ষতা প্রদর্শন করে আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ পাবে।
২০২৬ সালের জানুয়ারিতে টেস্ট টোয়েন্টি সংস্করণের প্রথম মৌসুম শুরু হবে। এখানে ছয়টি আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। প্রতি দলের সঙ্গে থাকবেন আটজন করে স্থানীয় ও আন্তর্জাতিক খেলোয়াড়। তাতে বিশ্বব্যাপী প্রতিভার সমন্বয় নিশ্চিত হবে। টুর্নামেন্টের কাঠামো এমনভাবে সাজানো হয়েছে, যাতে প্রতি দল দুটি ইনিংস খেলে। খেলার ফলাফল নির্ধারণ করার মাধ্যমে কৌশলগত দিকও বজায় থাকবে সেখানে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইপিএল, পাকিস্তান সুপার লিগ, আইএল টি-টোয়েন্টি, এসএ টোয়েন্টিসহ বিশ্বের প্রায় সব ধরনের টুর্নামেন্টেই দেখা যায় আফগানিস্তানের ক্রিকেটারদের। মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকিদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই টুর্নামেন্টগুলোতে
৩৬ মিনিট আগে
সময় যত এগোচ্ছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ-উদ্দীপনা বাড়ছে। শুরু হলেও এখনই টের পাওয়া যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ আমেজ। ৩৩ দিনে ৫০০ কোটিরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। ২০০-এর বেশি দেশের বিপুল পরিমাণ দর্শক মাঠে বসে খেলা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বক্তব্য ঘিরে গতকাল থেকেই উত্তপ্ত দেশের ক্রিকেট। তিনি পদত্যাগ না করলে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন গত রাতেই সব ধরনের ক্রিকেট বন্ধের হুমকি দিয়েছেন। ক্রিকেটাররা হোটেল শেরাটনে যাচ্ছেন।
২ ঘণ্টা আগে
তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’, ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া—গত কয়েক দিনে নানা রকম বিতর্কিত মন্তব্য করা এম নাজমুল ইসলামের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
৩ ঘণ্টা আগে