
ক্যারিয়ারের প্রথম ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার ঘটনা যে একেবারে নতুন, তা কিন্তু নয়। তবে নীতিশ কুমার রেড্ডির কাছে এটার মাহাত্ম্য অন্যরকম। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে ভারতের বিপদে মুহূর্তে করলেন সেঞ্চুরি। সেটার পুরস্কার পাচ্ছেন ভারতীয় এই ক্রিকেটার।
রেড্ডির সেঞ্চুরির পর তাঁর জন্য ২৫ লাখ রুপি অর্থ পুরস্কার ঘোষণা করেছে অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। বাংলাদেশি মুদ্রায় সেটা প্রায় ৩৫ লাখ টাকা। এক বিবৃতিতে এসিএ’র সভাপতি কেসিনেনি শিবানাথ বলেছেন, ‘অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের জন্য সবচেয়ে খুশির মুহূর্ত আজ (গতকাল)। অন্ধ্র এলাকার এক ছেলে টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টির দলে জায়গা পেয়েছে বলে আমরা খুব খুশি। অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২৫ লাখ রুপি অর্থ পুরস্কার দেওয়া হচ্ছে নীতিশ কুমার রেড্ডিকে।’
বর্ডার-গাভাস্কার ট্রফি দিয়ে টেস্টে অভিষেক হয়েছে নীতিশের রেড্ডির। সিরিজের প্রথম তিন টেস্টে ৪০-এর ঘরে তিনটি ইনিংস ছিল তাঁর। মেলবোর্নে গতকাল অস্ট্রেলিয়া-ভারত চতুর্থ টেস্টের তৃতীয় দিনে টেস্টের প্রথম ফিফটির পর করলেন ‘পুষ্পা উদযাপন’। এটাকেই টেস্টের প্রথম সেঞ্চুরি বানিয়েছেন রেড্ডি। স্কট বোল্যান্ডকে লং অনে চার মেরে ছুঁয়েছেন তিন অঙ্ক। এবার উদ্যাপনটা করলেন মাটিতে ব্যাট দাঁড় করিয়ে। ব্যাটের ওপর বসালেন হেলমেট, একহাত ওপরে তুলে আকাশপানে ইঙ্গিত দিয়েছেন কিছু একটার। সেঞ্চুরি করতে লেগেছে ১৭১ বল।
নীতিশের সেঞ্চুরির পর ক্যামেরার লেন্স ঘুরে যায় এমসিজির গ্যালারির দিকে। একদল ভারতীয় দর্শককে উদ্যাপন করতে দেখা গেছে। সেখানে সাদা শার্টের ওপর কালো কোট পরা এক ব্যক্তিকে কাঁদতে দেখা গেছে। তিনি আর কেউ নন, নীতিশের বাবা মুত্যলা রেড্ডি। বিশাখাপত্তনমের এই বাসিন্দা ছেলেকে ক্রিকেটার বানাতে নিজের চাকরি ছেড়েছেন। কোচেরা যখন বাচ্চা নীতিশকে নিয়ে হাল ছেড়ে দিয়েছিলেন, মুত্যলা তখন ৩০ কিলোমিটার দূরের মাঠে নীতিশকে নিয়ে যান ভালো অনুশীলনের জন্য। সেটার প্রতিদান নীতিশ দিয়েছেন এমসিজিতে ১১৪ রানের ইনিংস খেলে। ১৮৯ বলে ১১ চার ও ১ ছক্কা মেরেছেন। ভারত প্রথম ইনিংসে করেছে ৩৬৯ রান। ১০৫ রানের লিড নিয়ে এখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া।

ক্যারিয়ারের প্রথম ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার ঘটনা যে একেবারে নতুন, তা কিন্তু নয়। তবে নীতিশ কুমার রেড্ডির কাছে এটার মাহাত্ম্য অন্যরকম। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে ভারতের বিপদে মুহূর্তে করলেন সেঞ্চুরি। সেটার পুরস্কার পাচ্ছেন ভারতীয় এই ক্রিকেটার।
রেড্ডির সেঞ্চুরির পর তাঁর জন্য ২৫ লাখ রুপি অর্থ পুরস্কার ঘোষণা করেছে অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। বাংলাদেশি মুদ্রায় সেটা প্রায় ৩৫ লাখ টাকা। এক বিবৃতিতে এসিএ’র সভাপতি কেসিনেনি শিবানাথ বলেছেন, ‘অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের জন্য সবচেয়ে খুশির মুহূর্ত আজ (গতকাল)। অন্ধ্র এলাকার এক ছেলে টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টির দলে জায়গা পেয়েছে বলে আমরা খুব খুশি। অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২৫ লাখ রুপি অর্থ পুরস্কার দেওয়া হচ্ছে নীতিশ কুমার রেড্ডিকে।’
বর্ডার-গাভাস্কার ট্রফি দিয়ে টেস্টে অভিষেক হয়েছে নীতিশের রেড্ডির। সিরিজের প্রথম তিন টেস্টে ৪০-এর ঘরে তিনটি ইনিংস ছিল তাঁর। মেলবোর্নে গতকাল অস্ট্রেলিয়া-ভারত চতুর্থ টেস্টের তৃতীয় দিনে টেস্টের প্রথম ফিফটির পর করলেন ‘পুষ্পা উদযাপন’। এটাকেই টেস্টের প্রথম সেঞ্চুরি বানিয়েছেন রেড্ডি। স্কট বোল্যান্ডকে লং অনে চার মেরে ছুঁয়েছেন তিন অঙ্ক। এবার উদ্যাপনটা করলেন মাটিতে ব্যাট দাঁড় করিয়ে। ব্যাটের ওপর বসালেন হেলমেট, একহাত ওপরে তুলে আকাশপানে ইঙ্গিত দিয়েছেন কিছু একটার। সেঞ্চুরি করতে লেগেছে ১৭১ বল।
নীতিশের সেঞ্চুরির পর ক্যামেরার লেন্স ঘুরে যায় এমসিজির গ্যালারির দিকে। একদল ভারতীয় দর্শককে উদ্যাপন করতে দেখা গেছে। সেখানে সাদা শার্টের ওপর কালো কোট পরা এক ব্যক্তিকে কাঁদতে দেখা গেছে। তিনি আর কেউ নন, নীতিশের বাবা মুত্যলা রেড্ডি। বিশাখাপত্তনমের এই বাসিন্দা ছেলেকে ক্রিকেটার বানাতে নিজের চাকরি ছেড়েছেন। কোচেরা যখন বাচ্চা নীতিশকে নিয়ে হাল ছেড়ে দিয়েছিলেন, মুত্যলা তখন ৩০ কিলোমিটার দূরের মাঠে নীতিশকে নিয়ে যান ভালো অনুশীলনের জন্য। সেটার প্রতিদান নীতিশ দিয়েছেন এমসিজিতে ১১৪ রানের ইনিংস খেলে। ১৮৯ বলে ১১ চার ও ১ ছক্কা মেরেছেন। ভারত প্রথম ইনিংসে করেছে ৩৬৯ রান। ১০৫ রানের লিড নিয়ে এখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
২ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
২ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
২ ঘণ্টা আগে