
রোববার শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। জনপ্রিয় এই সংস্করণের এবারের টুর্নামেন্ট হচ্ছে অস্ট্রেলিয়ায়। টুর্নামেন্টটি ঘিরে দর্শকদের মধ্যে শুরু হয়েছে মাতামাতি। বিশ্বকাপের খেলা দেখার জন্য এরই মধ্যে ৬ লাখের বেশি টিকিট কিনেছেন দর্শক। এত বিপুল পরিমাণ টিকিট বিক্রির বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
দর্শকদের টিকিট কেনার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া ম্যাচের। টিকিট বিক্রি শুরুর ১০ মিনিটের মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ হয়ে যায়। ৯০ হাজার ধারণক্ষমতার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। এই হাইভোল্টেজ ম্যাচের পরেই বেশি টিকিট বিক্রি হয়েছে গত বিশ্বকাপের ফাইনালিস্ট অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের। আর বাংলাদেশ ম্যাচের সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটির। শুধু স্বল্পসংখ্যক টিকিট বিক্রি অবশিষ্ট রয়েছে উদ্বোধনী ম্যাচের। বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-নামিবিয়া।
দর্শকদের খেলা দেখার এমন আগ্রহ দেখে দারুণ খুশি টুর্নামেন্টের আয়োজকেরা। এ ব্যাপারে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান নির্বাহী কর্মকর্তা মিচেল এনরাইট বলেছেন, ‘এই রোববার গিলংয়ে উদ্বোধনী ম্যাচ ও এক সপ্তাহের মধ্যে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি দেখতে পারাটা হবে দারুণ। দর্শকদের এমন আগ্রহে আমরা অভিভূত। অক্টোবরে স্টেডিয়ামভর্তি দর্শকের সঙ্গে ক্রিকেট ম্যাচ দেখাটা দারুণ হতে যাচ্ছে।’
টুর্নামেন্টের প্রথম রাউন্ড শুরু হবে ১৬ অক্টোবর। প্রথম রাউন্ড থেকে সুপার টুয়েলভে সুযোগ পাবে চারটি দল। সুপার টুয়েলভের খেলা শুরু হবে ২২ অক্টোবর। ১৩ নভেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ।

রোববার শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। জনপ্রিয় এই সংস্করণের এবারের টুর্নামেন্ট হচ্ছে অস্ট্রেলিয়ায়। টুর্নামেন্টটি ঘিরে দর্শকদের মধ্যে শুরু হয়েছে মাতামাতি। বিশ্বকাপের খেলা দেখার জন্য এরই মধ্যে ৬ লাখের বেশি টিকিট কিনেছেন দর্শক। এত বিপুল পরিমাণ টিকিট বিক্রির বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
দর্শকদের টিকিট কেনার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া ম্যাচের। টিকিট বিক্রি শুরুর ১০ মিনিটের মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ হয়ে যায়। ৯০ হাজার ধারণক্ষমতার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। এই হাইভোল্টেজ ম্যাচের পরেই বেশি টিকিট বিক্রি হয়েছে গত বিশ্বকাপের ফাইনালিস্ট অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের। আর বাংলাদেশ ম্যাচের সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটির। শুধু স্বল্পসংখ্যক টিকিট বিক্রি অবশিষ্ট রয়েছে উদ্বোধনী ম্যাচের। বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-নামিবিয়া।
দর্শকদের খেলা দেখার এমন আগ্রহ দেখে দারুণ খুশি টুর্নামেন্টের আয়োজকেরা। এ ব্যাপারে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান নির্বাহী কর্মকর্তা মিচেল এনরাইট বলেছেন, ‘এই রোববার গিলংয়ে উদ্বোধনী ম্যাচ ও এক সপ্তাহের মধ্যে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি দেখতে পারাটা হবে দারুণ। দর্শকদের এমন আগ্রহে আমরা অভিভূত। অক্টোবরে স্টেডিয়ামভর্তি দর্শকের সঙ্গে ক্রিকেট ম্যাচ দেখাটা দারুণ হতে যাচ্ছে।’
টুর্নামেন্টের প্রথম রাউন্ড শুরু হবে ১৬ অক্টোবর। প্রথম রাউন্ড থেকে সুপার টুয়েলভে সুযোগ পাবে চারটি দল। সুপার টুয়েলভের খেলা শুরু হবে ২২ অক্টোবর। ১৩ নভেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৬ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৮ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১১ ঘণ্টা আগে