
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শুরুর সম্ভাব্য দিনক্ষণ, ভেন্যু ঠিক হয়ে গেলেও চূড়ান্ত হয়নি টুর্নামেন্টের সূচি। তবে বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যুর কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতে পারে এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিপুল পরিমাণ দর্শকের কথা চিন্তা করে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আহমেদাবাদের এই স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। তাছাড়া নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান তাদের বেশির ভাগ ম্যাচ খেলতে পারে চেন্নাই ও বেঙ্গালুরুতে। কলকাতার ইডেন গার্ডেন্সও পাকিস্তানের ম্যাচ আয়োজনের সম্ভাব্য ভেন্যুর তালিকায় আছে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেনসে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান, যা ছিল ভারতের মাঠে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সর্বশেষ ম্যাচ।
এ বছরের মার্চে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সম্ভাব্য দিনক্ষণ ও ভেন্যুর কথা জানিয়েছিল ইএসপিএন ক্রিকইনফো। ক্রিকেটের জনপ্রিয় এই ওয়েবসাইটের মতে, ১৩তম ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে পারে ৫ অক্টোবর। ফাইনাল হতে পারে ১৯ নভেম্বর। পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল।
২০১৯ বিশ্বকাপের আদলেই হবে ২০২৩ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে হবে ৪৮ ম্যাচ। বিশ্বকাপ আয়োজন করতে কমপক্ষে ১২ স্টেডিয়ামের সংক্ষিপ্ত তালিকা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ছাড়াও এই তালিকায় আছে কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, লখনৌ, ইন্দোর, রাজকোট, মুম্বাই। তার মধ্যে সাত ভেন্যুতে হতে পারে ভারতের লিগ পর্যায়ের ম্যাচ। আহমেদাবাদে দুটো ম্যাচ হতে পারে। আর দূরত্বের কথা চিন্তা করে কলকাতা ও গুয়াহাটিতে হতে পারে বাংলাদেশের বেশির ভাগ ম্যাচ।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শুরুর সম্ভাব্য দিনক্ষণ, ভেন্যু ঠিক হয়ে গেলেও চূড়ান্ত হয়নি টুর্নামেন্টের সূচি। তবে বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যুর কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতে পারে এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিপুল পরিমাণ দর্শকের কথা চিন্তা করে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আহমেদাবাদের এই স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। তাছাড়া নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান তাদের বেশির ভাগ ম্যাচ খেলতে পারে চেন্নাই ও বেঙ্গালুরুতে। কলকাতার ইডেন গার্ডেন্সও পাকিস্তানের ম্যাচ আয়োজনের সম্ভাব্য ভেন্যুর তালিকায় আছে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেনসে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান, যা ছিল ভারতের মাঠে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সর্বশেষ ম্যাচ।
এ বছরের মার্চে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সম্ভাব্য দিনক্ষণ ও ভেন্যুর কথা জানিয়েছিল ইএসপিএন ক্রিকইনফো। ক্রিকেটের জনপ্রিয় এই ওয়েবসাইটের মতে, ১৩তম ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে পারে ৫ অক্টোবর। ফাইনাল হতে পারে ১৯ নভেম্বর। পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল।
২০১৯ বিশ্বকাপের আদলেই হবে ২০২৩ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে হবে ৪৮ ম্যাচ। বিশ্বকাপ আয়োজন করতে কমপক্ষে ১২ স্টেডিয়ামের সংক্ষিপ্ত তালিকা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ছাড়াও এই তালিকায় আছে কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, লখনৌ, ইন্দোর, রাজকোট, মুম্বাই। তার মধ্যে সাত ভেন্যুতে হতে পারে ভারতের লিগ পর্যায়ের ম্যাচ। আহমেদাবাদে দুটো ম্যাচ হতে পারে। আর দূরত্বের কথা চিন্তা করে কলকাতা ও গুয়াহাটিতে হতে পারে বাংলাদেশের বেশির ভাগ ম্যাচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৪ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৫ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৬ ঘণ্টা আগে