Ajker Patrika

বাংলাদেশের সিরিজ বাঁচানোর ম্যাচে বাদ লিটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মে ২০২৪, ২১: ১৭
বাংলাদেশের সিরিজ বাঁচানোর ম্যাচে বাদ লিটন

হিউস্টনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার লিটন দাস। তাঁর জায়গায় ফিরেছেন ছন্দে থাকা তানজিদ হাসান তামিম।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আরও একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান নেই এই ম্যাচে। তানজিম হাসান সাকিব ফিরেছেন একাদশে। প্রথম টি-টোয়েন্টিতে ২ পেসার, ৪ স্পিনার ব্যবহার করেছিল বাংলাদেশ দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩ পেসার ও ৩ স্পিন দিয়ে বোলিং আক্রমণ গড়েছে তারা।

স্বাগতিক যুক্তরাষ্ট্রও একাদশে এক পরিবর্তন এনেছে। বাঁহাতি স্পিনার নসথুশ কেনজিগিকে বসিয়ে নিয়েছে পেস বোলিং অলরাউন্ডার শেডলি ফন শলকউইককে। 

ক্রিকেটীয় ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয় আইসিসির সহযোগী দল যুক্তরাষ্ট্রের। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশ ৯, তাদের অবস্থান ১৯-এ। প্রেইরি ভিউতে বাংলাদেশ দলকে যেভাবে তারা উড়িয়ে দিয়েছে, বোঝার উপায় রাখেনি অভিজ্ঞ-অনভিজ্ঞ কিংবা র‍্যাঙ্কিংয়ের পার্থক্য। 

ছন্দ বজায় রাখতে পারলে আজ ইতিহাস গড়ার হাতছানি মোনাঙ্ক প্যাটেলের দলের সামনে। এমন হারের পর বিমর্ষ বাংলাদেশের বড় চ্যালেঞ্জ ঘুরে দাঁড়ানো। সফরকারীদের হারাতে পারলে যেকোনো সংস্করণে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের রেকর্ড গড়বে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের লক্ষ্য সিরিজ বাঁচানো।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

যুক্তরাষ্ট্র একাদশ
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যারন জোন্স, আনড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, আলী খান, হারমিত সিং, জাসদীপ সিং, নিতিশ কুমার, শেডলি ফন শলকউইক, সৌরভ নেত্রাভালকার, স্টিভেন টেইলর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত