নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হিউস্টনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার লিটন দাস। তাঁর জায়গায় ফিরেছেন ছন্দে থাকা তানজিদ হাসান তামিম।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে আরও একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান নেই এই ম্যাচে। তানজিম হাসান সাকিব ফিরেছেন একাদশে। প্রথম টি-টোয়েন্টিতে ২ পেসার, ৪ স্পিনার ব্যবহার করেছিল বাংলাদেশ দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩ পেসার ও ৩ স্পিন দিয়ে বোলিং আক্রমণ গড়েছে তারা।
স্বাগতিক যুক্তরাষ্ট্রও একাদশে এক পরিবর্তন এনেছে। বাঁহাতি স্পিনার নসথুশ কেনজিগিকে বসিয়ে নিয়েছে পেস বোলিং অলরাউন্ডার শেডলি ফন শলকউইককে।
ক্রিকেটীয় ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয় আইসিসির সহযোগী দল যুক্তরাষ্ট্রের। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও বাংলাদেশ ৯, তাদের অবস্থান ১৯-এ। প্রেইরি ভিউতে বাংলাদেশ দলকে যেভাবে তারা উড়িয়ে দিয়েছে, বোঝার উপায় রাখেনি অভিজ্ঞ-অনভিজ্ঞ কিংবা র্যাঙ্কিংয়ের পার্থক্য।
ছন্দ বজায় রাখতে পারলে আজ ইতিহাস গড়ার হাতছানি মোনাঙ্ক প্যাটেলের দলের সামনে। এমন হারের পর বিমর্ষ বাংলাদেশের বড় চ্যালেঞ্জ ঘুরে দাঁড়ানো। সফরকারীদের হারাতে পারলে যেকোনো সংস্করণে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের রেকর্ড গড়বে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের লক্ষ্য সিরিজ বাঁচানো।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
যুক্তরাষ্ট্র একাদশ
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যারন জোন্স, আনড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, আলী খান, হারমিত সিং, জাসদীপ সিং, নিতিশ কুমার, শেডলি ফন শলকউইক, সৌরভ নেত্রাভালকার, স্টিভেন টেইলর।

হিউস্টনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার লিটন দাস। তাঁর জায়গায় ফিরেছেন ছন্দে থাকা তানজিদ হাসান তামিম।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে আরও একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান নেই এই ম্যাচে। তানজিম হাসান সাকিব ফিরেছেন একাদশে। প্রথম টি-টোয়েন্টিতে ২ পেসার, ৪ স্পিনার ব্যবহার করেছিল বাংলাদেশ দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩ পেসার ও ৩ স্পিন দিয়ে বোলিং আক্রমণ গড়েছে তারা।
স্বাগতিক যুক্তরাষ্ট্রও একাদশে এক পরিবর্তন এনেছে। বাঁহাতি স্পিনার নসথুশ কেনজিগিকে বসিয়ে নিয়েছে পেস বোলিং অলরাউন্ডার শেডলি ফন শলকউইককে।
ক্রিকেটীয় ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয় আইসিসির সহযোগী দল যুক্তরাষ্ট্রের। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও বাংলাদেশ ৯, তাদের অবস্থান ১৯-এ। প্রেইরি ভিউতে বাংলাদেশ দলকে যেভাবে তারা উড়িয়ে দিয়েছে, বোঝার উপায় রাখেনি অভিজ্ঞ-অনভিজ্ঞ কিংবা র্যাঙ্কিংয়ের পার্থক্য।
ছন্দ বজায় রাখতে পারলে আজ ইতিহাস গড়ার হাতছানি মোনাঙ্ক প্যাটেলের দলের সামনে। এমন হারের পর বিমর্ষ বাংলাদেশের বড় চ্যালেঞ্জ ঘুরে দাঁড়ানো। সফরকারীদের হারাতে পারলে যেকোনো সংস্করণে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের রেকর্ড গড়বে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের লক্ষ্য সিরিজ বাঁচানো।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
যুক্তরাষ্ট্র একাদশ
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যারন জোন্স, আনড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, আলী খান, হারমিত সিং, জাসদীপ সিং, নিতিশ কুমার, শেডলি ফন শলকউইক, সৌরভ নেত্রাভালকার, স্টিভেন টেইলর।

দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
২ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে