আজকের পত্রিকা ডেস্ক

ফরচুন বরিশাল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে আছে দারুণ ছন্দে। তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি এরই মধ্যে দলটি সেরা দুইয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। অথচ নাজমুল হোসেন শান্তকে দেখাই যাচ্ছে না বরিশালের একাদশে। তামিমকে এই নিয়ে সংবাদ সম্মেলনে কথাও বলতে হয়েছে।
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে গত রাতে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে ফরচুন বরিশাল। ৮১ বল হাতে রেখে পাওয়া এই জয়ের ম্যাচেও একাদশে ছিলেন না শান্ত। এই নিয়ে বিপিএলে টানা ৫ ম্যাচ খেলা হয়নি তাঁর। ঢাকার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে তামিম যখন আসেন, তখন শান্তকে না নেওয়ার ব্যাখ্যায় দলের সমন্বয়ের কথা উল্লেখ করেছেন। কারণ, সাধারণত শান্ত টপ অর্ডারে খেলেন। ফরচুন বরিশালের একাদশে এই স্থানে এখন তামিম, ডেভিড মালান, তাওহীদ হৃদয়দের খেলতে দেখা যাচ্ছে। তামিম বলেন, ‘আমাদের দলের দিকে যদি দেখেন, আমাদের একাদশের সমন্বয় মেলানো অনেক কঠিন হচ্ছে। আমি তাকে (শান্ত) খেলাতে চেয়েছি। ফর্ম খারাপ বলে সে দলের বাইরে নয়। এটা শুধুমাত্র সমন্বয়ের কারণে হচ্ছে।’
ফরচুন বরিশাল এবারের বিপিএলে এরই মধ্যে ১১ ম্যাচ খেলেছে। অথচ নাজমুল হোসেন শান্ত খেলার সুযোগ পেয়েছেন ৫ ম্যাচ। ফর্মটাও ঠিক তাঁর পক্ষে নেই। ১১৯.১৪ স্ট্রাইকরেটে সর্বসাকল্যে করেছেন ৫৬ রান। রংপুর রাইডার্সের বিপক্ষে ৪১ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছু নেই। অথচ এই শান্তর নেতৃত্বে বাংলাদেশ কদিন পর খেলবে চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির ইভেন্টটি হবে বিপিএল শেষেই।
বিপিএলে শান্তর কম ম্যাচ খেলাটা ক্ষতির কারণ বলে গতকাল জানিয়েছিলেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তামিমও গত রাতে কথা বলেছেন মিরাজের সুরেই। ফরচুন বরিশাল অধিনায়ক বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। আমি স্বীকার করছি, তাকে (শান্ত) যতটা সুযোগ দেওয়া উচিত ছিল, সেটা আমরা দিতে পারছি না।’
আরও পড়ুন:

ফরচুন বরিশাল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে আছে দারুণ ছন্দে। তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি এরই মধ্যে দলটি সেরা দুইয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। অথচ নাজমুল হোসেন শান্তকে দেখাই যাচ্ছে না বরিশালের একাদশে। তামিমকে এই নিয়ে সংবাদ সম্মেলনে কথাও বলতে হয়েছে।
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে গত রাতে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে ফরচুন বরিশাল। ৮১ বল হাতে রেখে পাওয়া এই জয়ের ম্যাচেও একাদশে ছিলেন না শান্ত। এই নিয়ে বিপিএলে টানা ৫ ম্যাচ খেলা হয়নি তাঁর। ঢাকার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে তামিম যখন আসেন, তখন শান্তকে না নেওয়ার ব্যাখ্যায় দলের সমন্বয়ের কথা উল্লেখ করেছেন। কারণ, সাধারণত শান্ত টপ অর্ডারে খেলেন। ফরচুন বরিশালের একাদশে এই স্থানে এখন তামিম, ডেভিড মালান, তাওহীদ হৃদয়দের খেলতে দেখা যাচ্ছে। তামিম বলেন, ‘আমাদের দলের দিকে যদি দেখেন, আমাদের একাদশের সমন্বয় মেলানো অনেক কঠিন হচ্ছে। আমি তাকে (শান্ত) খেলাতে চেয়েছি। ফর্ম খারাপ বলে সে দলের বাইরে নয়। এটা শুধুমাত্র সমন্বয়ের কারণে হচ্ছে।’
ফরচুন বরিশাল এবারের বিপিএলে এরই মধ্যে ১১ ম্যাচ খেলেছে। অথচ নাজমুল হোসেন শান্ত খেলার সুযোগ পেয়েছেন ৫ ম্যাচ। ফর্মটাও ঠিক তাঁর পক্ষে নেই। ১১৯.১৪ স্ট্রাইকরেটে সর্বসাকল্যে করেছেন ৫৬ রান। রংপুর রাইডার্সের বিপক্ষে ৪১ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছু নেই। অথচ এই শান্তর নেতৃত্বে বাংলাদেশ কদিন পর খেলবে চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির ইভেন্টটি হবে বিপিএল শেষেই।
বিপিএলে শান্তর কম ম্যাচ খেলাটা ক্ষতির কারণ বলে গতকাল জানিয়েছিলেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তামিমও গত রাতে কথা বলেছেন মিরাজের সুরেই। ফরচুন বরিশাল অধিনায়ক বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। আমি স্বীকার করছি, তাকে (শান্ত) যতটা সুযোগ দেওয়া উচিত ছিল, সেটা আমরা দিতে পারছি না।’
আরও পড়ুন:

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৬ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৭ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৭ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৯ ঘণ্টা আগে