Ajker Patrika

শান্তকে বরিশালে কোথায় খেলাবেন, বুঝতে পারছেন না তামিম

আজকের পত্রিকা ডেস্ক­
এবারের বিপিএলে বরিশালের একাদশে ৬ ম্যাচ সুযোগ হয়নি শান্তর। ছবি: বিসিবি
এবারের বিপিএলে বরিশালের একাদশে ৬ ম্যাচ সুযোগ হয়নি শান্তর। ছবি: বিসিবি

ফরচুন বরিশাল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে আছে দারুণ ছন্দে। তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি এরই মধ্যে দলটি সেরা দুইয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। অথচ নাজমুল হোসেন শান্তকে দেখাই যাচ্ছে না বরিশালের একাদশে। তামিমকে এই নিয়ে সংবাদ সম্মেলনে কথাও বলতে হয়েছে।

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে গত রাতে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে ফরচুন বরিশাল। ৮১ বল হাতে রেখে পাওয়া এই জয়ের ম্যাচেও একাদশে ছিলেন না শান্ত। এই নিয়ে বিপিএলে টানা ৫ ম্যাচ খেলা হয়নি তাঁর। ঢাকার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে তামিম যখন আসেন, তখন শান্তকে না নেওয়ার ব্যাখ্যায় দলের সমন্বয়ের কথা উল্লেখ করেছেন। কারণ, সাধারণত শান্ত টপ অর্ডারে খেলেন। ফরচুন বরিশালের একাদশে এই স্থানে এখন তামিম, ডেভিড মালান, তাওহীদ হৃদয়দের খেলতে দেখা যাচ্ছে। তামিম বলেন, ‘আমাদের দলের দিকে যদি দেখেন, আমাদের একাদশের সমন্বয় মেলানো অনেক কঠিন হচ্ছে। আমি তাকে (শান্ত) খেলাতে চেয়েছি। ফর্ম খারাপ বলে সে দলের বাইরে নয়। এটা শুধুমাত্র সমন্বয়ের কারণে হচ্ছে।’

ফরচুন বরিশাল এবারের বিপিএলে এরই মধ্যে ১১ ম্যাচ খেলেছে। অথচ নাজমুল হোসেন শান্ত খেলার সুযোগ পেয়েছেন ৫ ম্যাচ। ফর্মটাও ঠিক তাঁর পক্ষে নেই। ১১৯.১৪ স্ট্রাইকরেটে সর্বসাকল্যে করেছেন ৫৬ রান। রংপুর রাইডার্সের বিপক্ষে ৪১ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছু নেই। অথচ এই শান্তর নেতৃত্বে বাংলাদেশ কদিন পর খেলবে চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির ইভেন্টটি হবে বিপিএল শেষেই।

বিপিএলে শান্তর কম ম্যাচ খেলাটা ক্ষতির কারণ বলে গতকাল জানিয়েছিলেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তামিমও গত রাতে কথা বলেছেন মিরাজের সুরেই। ফরচুন বরিশাল অধিনায়ক বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। আমি স্বীকার করছি, তাকে (শান্ত) যতটা সুযোগ দেওয়া উচিত ছিল, সেটা আমরা দিতে পারছি না।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত