ক্রীড়া ডেস্ক

সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
আইসিসি আজ হালনাগাদ করেছে সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠে এসেছেন মুজারাবানি। তাঁর রেটিং পয়েন্ট ৭০৫। সিলেটে গত সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১২২ রানে ৯ উইকেটে নিয়ে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। যার মধ্যে দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৬ উইকেট। মুজারাবানির সতীর্থ ওয়েলিংটন মাসাকাদজা প্রথম টেস্টে ছিলেন জিম্বাবুয়ের দ্বিতীয় সেরা বোলার। সিলেটে মাসাকাদজা নিয়েছেন ৫ উইকেট। ২৯৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের ৬৮ নম্বরে জিম্বাবুয়ের এই বাঁহাতি স্পিনার।
মাসাকাদজার সমান ২৯৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে যৌথভাবে ৬৮ নম্বরে নাহিদ রানা। তিন ধাপ এগিয়েছেন রানা। সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশের এই পেসার পেয়েছেন ৩ উইকেট। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে নাহিদ রানা এখন অবস্থান করছেন রানা। এছাড়া চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্ট চলার সময় সুখবর পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। চার ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ২৬ নম্বরে তিনি। সিলেট টেস্টে ১০২ রানে নিয়েছেন ১০ উইকেট। আর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করে বিরল এক রেকর্ডে নাম লেখালেন মিরাজ।
দুর্দান্ত বোলিংয়ের পরও অবশ্য র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে তাইজুল ইসলামের। চার ধাপ পিছিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে তাইজুল। চট্টগ্রাম টেস্টে এখনো পর্যন্ত তিনি পেয়েছেন ৮ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ে ১৮ ওভারে ৩ উইকেটে ৪৩ রান করেছে। র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে তাসকিন আহমেদেরও। এক ধাপ পিছিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৫১ নম্বরে অবস্থান করছেন। গোড়ালির চোটে ভুগতে থাকা তাসকিনকে এরই মধ্যে লন্ডনে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম ১৪ পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার জসপ্রীত বুমরা। ৮৩৭ ও ৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে দুই ও তিনে কাগিসো রাবাদা ও প্যাট কামিন্স। আর ক্রিকেটের রাজকীয় সংস্করণে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম ২১ পর্যন্ত স্থান অপরিবর্তিত। ৮৯৫ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে জো রুট। দুই ও তিনে থাকা হ্যারি ব্রুক ও কেইন উইলিয়ামসনের রেটিং ৮৭৬ ও ৮৬৭। আর ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ পিছিয়ে ৪০ নম্বরে অবস্থান করছেন মুশফিকুর রহিম।
আরও পড়ুন:

সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
আইসিসি আজ হালনাগাদ করেছে সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠে এসেছেন মুজারাবানি। তাঁর রেটিং পয়েন্ট ৭০৫। সিলেটে গত সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১২২ রানে ৯ উইকেটে নিয়ে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। যার মধ্যে দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৬ উইকেট। মুজারাবানির সতীর্থ ওয়েলিংটন মাসাকাদজা প্রথম টেস্টে ছিলেন জিম্বাবুয়ের দ্বিতীয় সেরা বোলার। সিলেটে মাসাকাদজা নিয়েছেন ৫ উইকেট। ২৯৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের ৬৮ নম্বরে জিম্বাবুয়ের এই বাঁহাতি স্পিনার।
মাসাকাদজার সমান ২৯৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে যৌথভাবে ৬৮ নম্বরে নাহিদ রানা। তিন ধাপ এগিয়েছেন রানা। সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশের এই পেসার পেয়েছেন ৩ উইকেট। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে নাহিদ রানা এখন অবস্থান করছেন রানা। এছাড়া চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্ট চলার সময় সুখবর পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। চার ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ২৬ নম্বরে তিনি। সিলেট টেস্টে ১০২ রানে নিয়েছেন ১০ উইকেট। আর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করে বিরল এক রেকর্ডে নাম লেখালেন মিরাজ।
দুর্দান্ত বোলিংয়ের পরও অবশ্য র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে তাইজুল ইসলামের। চার ধাপ পিছিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে তাইজুল। চট্টগ্রাম টেস্টে এখনো পর্যন্ত তিনি পেয়েছেন ৮ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ে ১৮ ওভারে ৩ উইকেটে ৪৩ রান করেছে। র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে তাসকিন আহমেদেরও। এক ধাপ পিছিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৫১ নম্বরে অবস্থান করছেন। গোড়ালির চোটে ভুগতে থাকা তাসকিনকে এরই মধ্যে লন্ডনে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম ১৪ পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার জসপ্রীত বুমরা। ৮৩৭ ও ৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে দুই ও তিনে কাগিসো রাবাদা ও প্যাট কামিন্স। আর ক্রিকেটের রাজকীয় সংস্করণে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম ২১ পর্যন্ত স্থান অপরিবর্তিত। ৮৯৫ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে জো রুট। দুই ও তিনে থাকা হ্যারি ব্রুক ও কেইন উইলিয়ামসনের রেটিং ৮৭৬ ও ৮৬৭। আর ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ পিছিয়ে ৪০ নম্বরে অবস্থান করছেন মুশফিকুর রহিম।
আরও পড়ুন:

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
৩ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
১ ঘণ্টা আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৪ ঘণ্টা আগে