
২০০১ সাল থেকে নিউজিল্যান্ড সফর করে আসছে বাংলাদেশ। গত সাত বছরেই মুশফিকুর রহিম-মুমিনুল হকরা ওশেনিয়ার দেশটিতে গেছেন ৬ বার। সব সংস্করণ মিলিয়ে কিউইদের মাঠে স্বাগতিকদের বিপক্ষে খেলেছে ৩২ ম্যাচ। তবে জয়টা এখনো অধরাই রয়ে গেছে।
টেস্টে বাংলাদেশের অবস্থা আরও শোচনীয়। লড়াই দূরে থাক, বেশির ভাগ ক্ষেত্রেই সঙ্গী হয়েছে বিব্রতকর ইনিংস হার। সাকিব আল হাসানের ছুটি, তামিম ইকবালের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা ও টেস্ট থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের সঙ্গে সাম্প্রতিক ভরাডুবি বিবেচনায় এবারও একই পরিণতির আশঙ্কা করছিলেন সবাই।
তবে অপেক্ষাকৃত কম অভিজ্ঞ বাংলাদেশ দল সবাইকে ভুল প্রমাণ করে তাক লাগিয়ে দিচ্ছে। মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিন থেকেই তারা চালকের আসনে। এখন পাচ্ছে জয়ের সুবাস। আগামীকাল শেষ দিন নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামবে মাত্র ১৭ রানে এগিয়ে থেকে, হাতে ৫ উইকেট। বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে একমাত্র আছেন অভিজ্ঞ রস টেলর।
রোমাঞ্চকর টেস্টে শুরু থেকেই নজর রাখছেন হার্শা ভোগলে। ধারাভাষ্যকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া এই ভারতীয় সাংবাদিক আগামীকাল বাংলাদেশের জয় দেখছেন। আজ চতুর্থ দিনের খেলা শেষে হার্শার টুইট, ‘মাউন্ট মঙ্গানুইয়ে ব্যতিক্রম কিছু হতে যাচ্ছে। বাংলাদেশের জন্য এটা হবে বিশাল ব্যাপার। ব্যাটিং তারা দৃঢ়তার সঙ্গেই করেছে। এখন পেস বোলিং দিয়ে জয়ের পথে এগিয়ে যাচ্ছে।’
প্রায় একই ভাবনা আকাশ চোপড়ার। ভারতের সাবেক ওপেনার অবশ্য সরাসরি বাংলাদেশের জয়ের কথা বলেননি। তবে শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় রয়েছেন তিনি, ‘আমরা কি মনোমুগ্ধকর শেষ দিনের দিকে এগোচ্ছি, যে দিনটিতে বাংলাদেশ ইতিহাস গড়বে? নাকি টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নরা পাশার দান উল্টে দেবে? ফল যাই হোক, নিঃসন্দেহে কৌতূহল বাড়াচ্ছে।’

২০০১ সাল থেকে নিউজিল্যান্ড সফর করে আসছে বাংলাদেশ। গত সাত বছরেই মুশফিকুর রহিম-মুমিনুল হকরা ওশেনিয়ার দেশটিতে গেছেন ৬ বার। সব সংস্করণ মিলিয়ে কিউইদের মাঠে স্বাগতিকদের বিপক্ষে খেলেছে ৩২ ম্যাচ। তবে জয়টা এখনো অধরাই রয়ে গেছে।
টেস্টে বাংলাদেশের অবস্থা আরও শোচনীয়। লড়াই দূরে থাক, বেশির ভাগ ক্ষেত্রেই সঙ্গী হয়েছে বিব্রতকর ইনিংস হার। সাকিব আল হাসানের ছুটি, তামিম ইকবালের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা ও টেস্ট থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের সঙ্গে সাম্প্রতিক ভরাডুবি বিবেচনায় এবারও একই পরিণতির আশঙ্কা করছিলেন সবাই।
তবে অপেক্ষাকৃত কম অভিজ্ঞ বাংলাদেশ দল সবাইকে ভুল প্রমাণ করে তাক লাগিয়ে দিচ্ছে। মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিন থেকেই তারা চালকের আসনে। এখন পাচ্ছে জয়ের সুবাস। আগামীকাল শেষ দিন নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামবে মাত্র ১৭ রানে এগিয়ে থেকে, হাতে ৫ উইকেট। বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে একমাত্র আছেন অভিজ্ঞ রস টেলর।
রোমাঞ্চকর টেস্টে শুরু থেকেই নজর রাখছেন হার্শা ভোগলে। ধারাভাষ্যকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া এই ভারতীয় সাংবাদিক আগামীকাল বাংলাদেশের জয় দেখছেন। আজ চতুর্থ দিনের খেলা শেষে হার্শার টুইট, ‘মাউন্ট মঙ্গানুইয়ে ব্যতিক্রম কিছু হতে যাচ্ছে। বাংলাদেশের জন্য এটা হবে বিশাল ব্যাপার। ব্যাটিং তারা দৃঢ়তার সঙ্গেই করেছে। এখন পেস বোলিং দিয়ে জয়ের পথে এগিয়ে যাচ্ছে।’
প্রায় একই ভাবনা আকাশ চোপড়ার। ভারতের সাবেক ওপেনার অবশ্য সরাসরি বাংলাদেশের জয়ের কথা বলেননি। তবে শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় রয়েছেন তিনি, ‘আমরা কি মনোমুগ্ধকর শেষ দিনের দিকে এগোচ্ছি, যে দিনটিতে বাংলাদেশ ইতিহাস গড়বে? নাকি টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নরা পাশার দান উল্টে দেবে? ফল যাই হোক, নিঃসন্দেহে কৌতূহল বাড়াচ্ছে।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে