আজকের পত্রিকা ডেস্ক

এবারের বিপিএলে দুর্বার রাজশাহীকে নিয়ে টানা-হেঁচড়া তো কম হচ্ছে না। এমন ঝামেলার মধ্যে রাজশাহীর পড়ার কারণ তাদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু নিয়ে জটিলতা, চেক বাউন্স, হোটেল বিল পরিশোধ না করাসহ অসংখ্য অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
বিপিএল শুরুর আগে দুর্বার রাজশাহীর নাম হয়ে যায় ‘দুর্বল রাজশাহী।’ টুর্নামেন্ট শুরুর পর তো সেটারই বাস্তব প্রতিফলন দেখা যায়। এবারের বিপিএলে দলটি তিনবার ১০০ বা তার বেশি রানে হেরেছে। সেই রাজশাহী টুর্নামেন্টের শেষভাগে জয়ের হ্যাটট্রিক করে প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে রাজশাহী। ১২ ম্যাচে ৬ জয় ও ৬ হারে ১২ পয়েন্ট নিয়ে তিনে এখন দলটি। মিরপুরে গত রাতে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৫ উইকেটের জয়ের পর শফিক কথা বলেছেন দেশের খেলার সম্প্রচারক টি-স্পোর্টসের সঙ্গে। রাজশাহীর মালিক বলেন, ‘অনেকে অনেক কথা বলেছেন। তবে আমরা দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। দেখিয়ে দেব আমরা।’
দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ায় পরশু তাঁরা রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচও বয়কট করেছেন। তবে বিদেশি ক্রিকেটারবিহীন একাদশ নিয়ে এক ম্যাচ খেললেও পরের ম্যাচে রাজশাহী দুই বিদেশি খেলিয়েছে। জিম্বাবুয়ের রায়ান বার্ল, আফগানিস্তানের আফতাব আলম-সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দুর্বার রাজশাহীর একাদশে গতকাল ছিলেন তাঁরা। যেখানে বার্ল ৩৪ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। পারিশ্রমিক-বিতর্ক নিয়ে শফিক বলেন, ‘বিদেশি ক্রিকেটারদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে আমাদের ক্রিকেটাররা তো আছেই।’
হ্যাটট্রিক জয়ে দুর্বার রাজশাহী যখন প্লে-অফে ওঠার দৌড়ে টক্কর দিচ্ছে, তাদের মালিক শফিক যেন খুশিতে ডগমগ। যে ফ্র্যাঞ্চাইজিটি পারিশ্রমিক জটিলতায় জর্জরিত, শফিকই কি না গত রাতে বোনাসের কথা বলেছেন! রাজশাহীর মালিক বলেন, ‘বোনাস তো আমরা সব সময় দিই।’ বোনাসে কী থাকছে, এই প্রশ্নের উত্তরে শফিক বলেন, ‘ঘোষণা ঠিকই শুনতে পারবেন।’
প্রথম ৮ ম্যাচে রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল হক বিজয়। হঠাৎ করেই বিজয়ের কাঁধ থেকে নেতৃত্বভার সরিয়ে দেওয়া হয়। তাসকিন আহমেদকে করা হয় অধিনায়ক। তাঁর নেতৃত্বে শেষ চার ম্যাচের তিনটিতে জিতেছে। হঠাৎ অধিনায়ক পরিবর্তনের প্রসঙ্গে শফিক বলেন, ‘অধিনায়ক পরিবর্তনের কাজটা সবার সঙ্গে কথা বলেই করেছিলাম। কী করলে ভালো হয়, সেটা নিয়ে আলোচনা হয়েছিল। আমরা করেছি এবং সফলও হয়েছি। আমরা তো এমন পরিকল্পনাই করেছিলাম। অর্ধেক করবে একজন (নেতৃত্ব), আরেকজন অর্ধেক করে শেষ করবে।’
রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল আগেই বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে। দুটি দলেরই ১৬ পয়েন্ট। অন্যদিকে গত রাতে দুর্বার রাজশাহীর কাছে হেরে সিলেট স্ট্রাইকার্স প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। এবার চিটাগং কিংস, খুলনা টাইগার্স, রাজশাহী, ঢাকা ক্যাপিটালস—এই চার দলের লড়াই প্লে-অফের বাকি দুই জায়গার জন্য। একমাত্র রাজশাহী লিগ পর্বের ১২ ম্যাচের সব খেলেছে। ১২ পয়েন্ট নিয়ে তারা এখন তিনে। নেট রানরেট -১.০৩০।
১০ ও ৮ পয়েন্ট নিয়ে চিটাগং ও খুলনা আছে পয়েন্ট টেবিলের চার ও পাঁচে। চিটাগং, খুলনার নেট রানরেট +১.০৪৫ এবং -০.১৭৫। চিটাগং লিগ পর্বে নিজেদের বাকি তিন ম্যাচ খেলবে রংপুর রাইডার্স, সিলেট ও ফরচুন বরিশালের বিপক্ষে। যদি মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন চিটাগং শেষ তিন ম্যাচ বাজেভাবে হেরে যায়, তখন নেট রানরেট ঋণাত্মক হতে পারে। সেক্ষেত্রে ঢাকা ক্যাপিটালসের প্লে-অফে ওঠার হালকা সম্ভাবনা তৈরি হবে। বর্তমানে তাদের পয়েন্ট ও নেট রানরেট ৬ ও -০.১৫৬। বরিশাল, খুলনাকে হারানোর পাশাপাশি অবশ্য অনেক সমীকরণও ঢাকার পক্ষে আসতে হবে।
খুলনা নিজেদের শেষ দুই ম্যাচের একটি হারলেই রাজশাহীর প্লে-অফে ওঠার সম্ভাবনা তৈরি হবে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন খুলনার এখন ম্যাচ বাকি রংপুর ও ঢাকার বিপক্ষে। লিটন দাস, তানজিদ হাসান তামিমদের ঢাকা এখন ছয় নম্বরে। এবারের বিপিএলে ব্যাটিংয়ের চেয়ে রাজশাহীর বোলিং তুলনামূলক শক্তিশালী। ২৫ উইকেট নিয়ে বিপিএল ইতিহাসেরই সর্বোচ্চ উইকেটশিকারী বনে গেলেন তাসকিন। এসএম মেহেরব হোসেন গত রাতে দুর্দান্ত বোলিং করেছেন। বিজয়ের শুরুতে ব্যাটিং ভালো হলেও শেষ চার ম্যাচে করেছেন কেবল ৬৮ রান।

এবারের বিপিএলে দুর্বার রাজশাহীকে নিয়ে টানা-হেঁচড়া তো কম হচ্ছে না। এমন ঝামেলার মধ্যে রাজশাহীর পড়ার কারণ তাদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু নিয়ে জটিলতা, চেক বাউন্স, হোটেল বিল পরিশোধ না করাসহ অসংখ্য অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
বিপিএল শুরুর আগে দুর্বার রাজশাহীর নাম হয়ে যায় ‘দুর্বল রাজশাহী।’ টুর্নামেন্ট শুরুর পর তো সেটারই বাস্তব প্রতিফলন দেখা যায়। এবারের বিপিএলে দলটি তিনবার ১০০ বা তার বেশি রানে হেরেছে। সেই রাজশাহী টুর্নামেন্টের শেষভাগে জয়ের হ্যাটট্রিক করে প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে রাজশাহী। ১২ ম্যাচে ৬ জয় ও ৬ হারে ১২ পয়েন্ট নিয়ে তিনে এখন দলটি। মিরপুরে গত রাতে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৫ উইকেটের জয়ের পর শফিক কথা বলেছেন দেশের খেলার সম্প্রচারক টি-স্পোর্টসের সঙ্গে। রাজশাহীর মালিক বলেন, ‘অনেকে অনেক কথা বলেছেন। তবে আমরা দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। দেখিয়ে দেব আমরা।’
দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ায় পরশু তাঁরা রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচও বয়কট করেছেন। তবে বিদেশি ক্রিকেটারবিহীন একাদশ নিয়ে এক ম্যাচ খেললেও পরের ম্যাচে রাজশাহী দুই বিদেশি খেলিয়েছে। জিম্বাবুয়ের রায়ান বার্ল, আফগানিস্তানের আফতাব আলম-সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দুর্বার রাজশাহীর একাদশে গতকাল ছিলেন তাঁরা। যেখানে বার্ল ৩৪ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। পারিশ্রমিক-বিতর্ক নিয়ে শফিক বলেন, ‘বিদেশি ক্রিকেটারদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে আমাদের ক্রিকেটাররা তো আছেই।’
হ্যাটট্রিক জয়ে দুর্বার রাজশাহী যখন প্লে-অফে ওঠার দৌড়ে টক্কর দিচ্ছে, তাদের মালিক শফিক যেন খুশিতে ডগমগ। যে ফ্র্যাঞ্চাইজিটি পারিশ্রমিক জটিলতায় জর্জরিত, শফিকই কি না গত রাতে বোনাসের কথা বলেছেন! রাজশাহীর মালিক বলেন, ‘বোনাস তো আমরা সব সময় দিই।’ বোনাসে কী থাকছে, এই প্রশ্নের উত্তরে শফিক বলেন, ‘ঘোষণা ঠিকই শুনতে পারবেন।’
প্রথম ৮ ম্যাচে রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল হক বিজয়। হঠাৎ করেই বিজয়ের কাঁধ থেকে নেতৃত্বভার সরিয়ে দেওয়া হয়। তাসকিন আহমেদকে করা হয় অধিনায়ক। তাঁর নেতৃত্বে শেষ চার ম্যাচের তিনটিতে জিতেছে। হঠাৎ অধিনায়ক পরিবর্তনের প্রসঙ্গে শফিক বলেন, ‘অধিনায়ক পরিবর্তনের কাজটা সবার সঙ্গে কথা বলেই করেছিলাম। কী করলে ভালো হয়, সেটা নিয়ে আলোচনা হয়েছিল। আমরা করেছি এবং সফলও হয়েছি। আমরা তো এমন পরিকল্পনাই করেছিলাম। অর্ধেক করবে একজন (নেতৃত্ব), আরেকজন অর্ধেক করে শেষ করবে।’
রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল আগেই বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে। দুটি দলেরই ১৬ পয়েন্ট। অন্যদিকে গত রাতে দুর্বার রাজশাহীর কাছে হেরে সিলেট স্ট্রাইকার্স প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। এবার চিটাগং কিংস, খুলনা টাইগার্স, রাজশাহী, ঢাকা ক্যাপিটালস—এই চার দলের লড়াই প্লে-অফের বাকি দুই জায়গার জন্য। একমাত্র রাজশাহী লিগ পর্বের ১২ ম্যাচের সব খেলেছে। ১২ পয়েন্ট নিয়ে তারা এখন তিনে। নেট রানরেট -১.০৩০।
১০ ও ৮ পয়েন্ট নিয়ে চিটাগং ও খুলনা আছে পয়েন্ট টেবিলের চার ও পাঁচে। চিটাগং, খুলনার নেট রানরেট +১.০৪৫ এবং -০.১৭৫। চিটাগং লিগ পর্বে নিজেদের বাকি তিন ম্যাচ খেলবে রংপুর রাইডার্স, সিলেট ও ফরচুন বরিশালের বিপক্ষে। যদি মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন চিটাগং শেষ তিন ম্যাচ বাজেভাবে হেরে যায়, তখন নেট রানরেট ঋণাত্মক হতে পারে। সেক্ষেত্রে ঢাকা ক্যাপিটালসের প্লে-অফে ওঠার হালকা সম্ভাবনা তৈরি হবে। বর্তমানে তাদের পয়েন্ট ও নেট রানরেট ৬ ও -০.১৫৬। বরিশাল, খুলনাকে হারানোর পাশাপাশি অবশ্য অনেক সমীকরণও ঢাকার পক্ষে আসতে হবে।
খুলনা নিজেদের শেষ দুই ম্যাচের একটি হারলেই রাজশাহীর প্লে-অফে ওঠার সম্ভাবনা তৈরি হবে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন খুলনার এখন ম্যাচ বাকি রংপুর ও ঢাকার বিপক্ষে। লিটন দাস, তানজিদ হাসান তামিমদের ঢাকা এখন ছয় নম্বরে। এবারের বিপিএলে ব্যাটিংয়ের চেয়ে রাজশাহীর বোলিং তুলনামূলক শক্তিশালী। ২৫ উইকেট নিয়ে বিপিএল ইতিহাসেরই সর্বোচ্চ উইকেটশিকারী বনে গেলেন তাসকিন। এসএম মেহেরব হোসেন গত রাতে দুর্দান্ত বোলিং করেছেন। বিজয়ের শুরুতে ব্যাটিং ভালো হলেও শেষ চার ম্যাচে করেছেন কেবল ৬৮ রান।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৬ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৭ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৭ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৯ ঘণ্টা আগে