নিজস্ব প্রতিবেদক, সাভার

২০১৬ সালে ক্রিকেটার ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন হাবিবুল বাশার সুমন। তবে পুরস্কার পেতে পেতে ছয় বছর কেটে গেছে। অবশেষে আগামীকাল এই সম্মাননা গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের প্রথম টেস্ট বিজয়ী অধিনায়ক।
পুরস্কার গ্রহণের সময়কালটা দীর্ঘ হলেও এমন সম্মাননা পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন সুমন। তবে কোভিড প্রটোকল থাকায় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার না পাওয়ায় আফসোস পোড়াচ্ছে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে। তার পরও জীবদ্দশায় পুরস্কার পাচ্ছেন এই ভেবেই তৃপ্ত তিনি।
আজ বিকেএসপিতে শ্রীলঙ্কার বিপক্ষে বিসিবি একাদশের খেলা দেখতে এসে সুমন বলেন, ‘এটা আনন্দের এবং আমি মনে করি আমি খুব ভাগ্যবান যে এই সম্মাননাটা পাচ্ছি। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে, সেই জায়গা থেকে অনেক সম্মানিত বোধ করছি। যেকোনো খেলোয়াড়ের জন্যই এটা সম্মানের।’
২০১৬ সালে ক্রীড়া ক্ষেত্রে অবদানের জাতীয় স্বীকৃতি সরাসরি তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার করোনার সতর্কতায় ভার্চুয়ালি অংশ নেবেন তিনি। এতে কিছুটা আফসোস থাকলেও আট বছরের সব পুরস্কার একসঙ্গে হওয়ায় প্রধানমন্ত্রীর আসাটা কঠিন বলেও মনে করেন সুমন। তিনি বলেছেন, ‘একটু তো আফসোস থাকবে, তবে যেহেতু একসঙ্গে আট বছরের পুরস্কার দেওয়া হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য একটু...। কিন্তু আমি পুরস্কারটা পাচ্ছি, ভার্চুয়ালি হলেও প্রধানমন্ত্রীর অনুষ্ঠান থেকে পাচ্ছি, সে জায়গা থেকে ভাগ্যবান।’
সুমন আরও বলেন, ‘ক্রীড়াবিদদের জন্য অবশ্যই স্বস্তিদায়ক হবে এটা। ক্রীড়াবিদ সবারই স্বপ্ন থাকে। এবার যেহেতু আট বছর পর হচ্ছে, কেউ কেউ হয়তো সরাসরি নিতে পারছে না। তবু এটা অনেক সম্মানের।’
উল্লেখ্য, এই আট বছরে চারজন ক্রিকেটার এই সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। তাঁরা হলেন দিপু রায় চৌধুরী (২০১৯), হাবিবুল বাশার সুমন (২০১৬), খালেদ মাহমুদ সুজন (২০১৩) এবং মোজাফ্ফর হোসেন পল্টু (২০১৩)।

২০১৬ সালে ক্রিকেটার ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন হাবিবুল বাশার সুমন। তবে পুরস্কার পেতে পেতে ছয় বছর কেটে গেছে। অবশেষে আগামীকাল এই সম্মাননা গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের প্রথম টেস্ট বিজয়ী অধিনায়ক।
পুরস্কার গ্রহণের সময়কালটা দীর্ঘ হলেও এমন সম্মাননা পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন সুমন। তবে কোভিড প্রটোকল থাকায় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার না পাওয়ায় আফসোস পোড়াচ্ছে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে। তার পরও জীবদ্দশায় পুরস্কার পাচ্ছেন এই ভেবেই তৃপ্ত তিনি।
আজ বিকেএসপিতে শ্রীলঙ্কার বিপক্ষে বিসিবি একাদশের খেলা দেখতে এসে সুমন বলেন, ‘এটা আনন্দের এবং আমি মনে করি আমি খুব ভাগ্যবান যে এই সম্মাননাটা পাচ্ছি। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে, সেই জায়গা থেকে অনেক সম্মানিত বোধ করছি। যেকোনো খেলোয়াড়ের জন্যই এটা সম্মানের।’
২০১৬ সালে ক্রীড়া ক্ষেত্রে অবদানের জাতীয় স্বীকৃতি সরাসরি তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার করোনার সতর্কতায় ভার্চুয়ালি অংশ নেবেন তিনি। এতে কিছুটা আফসোস থাকলেও আট বছরের সব পুরস্কার একসঙ্গে হওয়ায় প্রধানমন্ত্রীর আসাটা কঠিন বলেও মনে করেন সুমন। তিনি বলেছেন, ‘একটু তো আফসোস থাকবে, তবে যেহেতু একসঙ্গে আট বছরের পুরস্কার দেওয়া হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য একটু...। কিন্তু আমি পুরস্কারটা পাচ্ছি, ভার্চুয়ালি হলেও প্রধানমন্ত্রীর অনুষ্ঠান থেকে পাচ্ছি, সে জায়গা থেকে ভাগ্যবান।’
সুমন আরও বলেন, ‘ক্রীড়াবিদদের জন্য অবশ্যই স্বস্তিদায়ক হবে এটা। ক্রীড়াবিদ সবারই স্বপ্ন থাকে। এবার যেহেতু আট বছর পর হচ্ছে, কেউ কেউ হয়তো সরাসরি নিতে পারছে না। তবু এটা অনেক সম্মানের।’
উল্লেখ্য, এই আট বছরে চারজন ক্রিকেটার এই সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। তাঁরা হলেন দিপু রায় চৌধুরী (২০১৯), হাবিবুল বাশার সুমন (২০১৬), খালেদ মাহমুদ সুজন (২০১৩) এবং মোজাফ্ফর হোসেন পল্টু (২০১৩)।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
২ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৪ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৭ ঘণ্টা আগে