নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের সবশেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষেই। ২০২৩ সালের ৬ নভেম্বর বিশ্বকাপের বহুল আলোচিত ‘টাইমড আউট’ ম্যাচে অবশ্য ম্যাচসেরা হয়েছেন সাকিব। প্রায় পাঁচ মাস পর লঙ্কানদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও ব্যর্থতার পরিচয় দেন তিনি। অন্যদিকে লিটন দাস পারছেন না ব্যর্থতার চক্র থেকে বের হতে।
চট্টগ্রামে ১ উইকেটে ৫৫ রানে আজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। সকালের শুরুটা ভালো করলেও হুড়মুড়িয়ে প্রথম সেশনের শেষে স্বাগতিকেরা উইকেট হারায়। স্কোরবোর্ডে ৪১ ওভারে ৪ উইকেটে ১১৫ রানে রেখে বাংলাদেশ যায় মধ্যাহ্নভোজের বিরতিতে। দুই অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক ও সাকিবের যেখানে হাল ধরার কথা, সেখানে তাদের পঞ্চম উইকেটের জুটিতে যোগ হয়েছে ২১ রান। হাত খুলে খেলতে গিয়ে মধ্যাহ্নভোজের পর খেলা শুরুর তাড়াতাড়িই আউট হন সাকিব। ৪৫ তম ওভারের প্রথম বলে আসিথা ফার্নান্দোকে গ্ল্যান্স করে ফাইন লেগ দিয়ে চার মারেন সাকিব। ঠিক তার পরের বলেই আসিথার ফুল লেংথ ডেলিভারি ফ্লিক করতে গিয়ে এলবিডব্লুর ফাদে পড়েন সাকিব। রিভিউ নিলেও আম্পায়ার্স কলে আউট হয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ২৩ বলে ১৫ রান করেছেন তিনি।
সাকিবের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৪৪.২ ওভারে ৫ উইকেটে ১২৬ রান। সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে লিটন লেগ সাইডে ফ্লিক করেও রান নিতে পারেননি। নিজের মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই লিটন কাভার ড্রাইভে দারুণ চারে ইনিংস শুরু করেন। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশের এই ব্যাটার কিছুটা হলেও যেন আশা বাড়িয়েছিলেন এরকম শটে। তবে সেটা ছিল অতটুকুই। ৪৫ তম ওভারের পঞ্চম বলে আসিথার অফস্টাম্পের বাইরের বল খোচা দেন লিটন। শ্রীলঙ্কার উইকেটরক্ষক কুশল মেন্ডিস তা তালুবন্দী করেন। ৩ বলে ৪ রানেই শেষ লিটনের ইনিংস।
১৩০ রানে ৬ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন শাহাদাত হোসেন দীপু। দীপু, মুমিনুল ব্যাটিং করছেন ঠান্ডা মাথায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৯.৩ ওভারে ৬ উইকেটে ১৪১ রান করেছে বাংলাদেশ। দীপু ২৩ বলে করেন ৭ রান। দীপুর সমান ৭ রান মুমিনুল করেছেন ৩১ বল খেলে।
আরও পড়ুন:

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের সবশেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষেই। ২০২৩ সালের ৬ নভেম্বর বিশ্বকাপের বহুল আলোচিত ‘টাইমড আউট’ ম্যাচে অবশ্য ম্যাচসেরা হয়েছেন সাকিব। প্রায় পাঁচ মাস পর লঙ্কানদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও ব্যর্থতার পরিচয় দেন তিনি। অন্যদিকে লিটন দাস পারছেন না ব্যর্থতার চক্র থেকে বের হতে।
চট্টগ্রামে ১ উইকেটে ৫৫ রানে আজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। সকালের শুরুটা ভালো করলেও হুড়মুড়িয়ে প্রথম সেশনের শেষে স্বাগতিকেরা উইকেট হারায়। স্কোরবোর্ডে ৪১ ওভারে ৪ উইকেটে ১১৫ রানে রেখে বাংলাদেশ যায় মধ্যাহ্নভোজের বিরতিতে। দুই অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক ও সাকিবের যেখানে হাল ধরার কথা, সেখানে তাদের পঞ্চম উইকেটের জুটিতে যোগ হয়েছে ২১ রান। হাত খুলে খেলতে গিয়ে মধ্যাহ্নভোজের পর খেলা শুরুর তাড়াতাড়িই আউট হন সাকিব। ৪৫ তম ওভারের প্রথম বলে আসিথা ফার্নান্দোকে গ্ল্যান্স করে ফাইন লেগ দিয়ে চার মারেন সাকিব। ঠিক তার পরের বলেই আসিথার ফুল লেংথ ডেলিভারি ফ্লিক করতে গিয়ে এলবিডব্লুর ফাদে পড়েন সাকিব। রিভিউ নিলেও আম্পায়ার্স কলে আউট হয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ২৩ বলে ১৫ রান করেছেন তিনি।
সাকিবের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৪৪.২ ওভারে ৫ উইকেটে ১২৬ রান। সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে লিটন লেগ সাইডে ফ্লিক করেও রান নিতে পারেননি। নিজের মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই লিটন কাভার ড্রাইভে দারুণ চারে ইনিংস শুরু করেন। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশের এই ব্যাটার কিছুটা হলেও যেন আশা বাড়িয়েছিলেন এরকম শটে। তবে সেটা ছিল অতটুকুই। ৪৫ তম ওভারের পঞ্চম বলে আসিথার অফস্টাম্পের বাইরের বল খোচা দেন লিটন। শ্রীলঙ্কার উইকেটরক্ষক কুশল মেন্ডিস তা তালুবন্দী করেন। ৩ বলে ৪ রানেই শেষ লিটনের ইনিংস।
১৩০ রানে ৬ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন শাহাদাত হোসেন দীপু। দীপু, মুমিনুল ব্যাটিং করছেন ঠান্ডা মাথায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৯.৩ ওভারে ৬ উইকেটে ১৪১ রান করেছে বাংলাদেশ। দীপু ২৩ বলে করেন ৭ রান। দীপুর সমান ৭ রান মুমিনুল করেছেন ৩১ বল খেলে।
আরও পড়ুন:

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৫ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ ঘণ্টা আগে