Ajker Patrika

বাংলাদেশের ক্যাচ মিসের মহড়ায় নিজেদের রেকর্ড ভাঙল লঙ্কানরা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১৮: ০৫
বাংলাদেশের ক্যাচ মিসের মহড়ায় নিজেদের রেকর্ড ভাঙল লঙ্কানরা 

বাংলাদেশের ফিল্ডারদের হাত যেন বড্ড পিচ্ছিল। সিলেট থেকে চট্টগ্রাম—ভেন্যু বদলালেও বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ মিস দেখা যাচ্ছে এখন নিয়মিতই। স্বাগতিকদের ক্যাচ মিসের সুযোগ ভালোমতোই কাজে লাগাচ্ছে লঙ্কানরা। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে ৫০০ ছাড়িয়েছে লঙ্কানরা। 

৪ উইকেটে ৩১৪ রানে আজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। লঙ্কানদের নামের পাশে তখন ৯০ ওভার। ৬৯ ওভার ব্যাটিং করে প্রথম দিনের রানের সঙ্গে আরও ২১৭ রান যোগ করে থেমেছে সফরকারীরা। তবে লঙ্কানদের ৫৩১ রানের ইনিংসে কোনো সেঞ্চুরি নেই। দুই মেন্ডিসের ৯০ এর ওপরের স্কোরই লঙ্কানদের ইনিংস সর্বোচ্চ স্কোর। যার মধ্যে কুশল করেছেন ৯৩ রান। ১৫০ বলের ইনিংসে ১১ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। কোনো সেঞ্চুরি ছাড়া এটাই টেস্টে লঙ্কানদের সর্বোচ্চ স্কোর।এর আগে সেঞ্চুরি ছাড়া টেস্টে লঙ্কানদের সর্বোচ্চ স্কোর ছিল ৪৩৭ রানের। ১৯৯৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে এই কীর্তি গড়ে লঙ্কানরা।

দিনের ম্যাচ শুরুর ১৬তম ওভারে বাংলাদেশকে উইকেট পাইয়ে দেন সাকিব আল হাসান। লঙ্কানদের ইনিংসের ১০৬তম ওভারের দ্বিতীয় বলে ফিফটি পেরোনো দিনেশ চান্দিমালকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন সাকিব। লঙ্কানদের স্কোর হয়ে যায় ১০৫.২ ওভারে ৫ উইকেটে ৩৭৫ রান। সেখান থেকে ৫ উইকেটে ৪১১ রানে লঙ্কানরা প্রথম সেশনের খেলা শেষ করে।

১১৮ ওভার শেষে সফরকারীরা যখন লাঞ্চ বিরতিতে যায়, ধনাঞ্জয়ার স্কোর তখন  ১০৮ বলে ৭০ রান। দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে না হতেই উইকেট হারায় লঙ্কানরা। ১১৯তম ওভারের দ্বিতীয় বলে ধনাঞ্জয়াকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন খালেদ আহমেদ। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ধনাঞ্জয়া। ১১১ বলে ৬ চার ও ২ ছক্কায় ৭০ রান করেন লঙ্কান অধিনায়ক।

ধনাঞ্জয়ার বিদায়ে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ১১৮.৩ ওভারে ৬ উইকেটে ৪১১ রান। সাত নম্বরে তখন ব্যাটিং করতে নামেন কামিন্দু মেন্ডিস। উইকেট সংখ্যা দ্রুত ৭ হতে পারত। তবে সেটা সম্ভব হয়নি বাংলাদেশের ফিল্ডারদের অবিশ্বাস্য এক ভুলে। ১২১তম ওভারের শেষ বলে খালেদকে ড্রাইভ করতে যান সদ্য উইকেটে আসা প্রবাথ জয়সুরিয়া। প্রথম স্লিপে শান্ত প্রথমে ক্যাচ মিস করেন। শান্ত ক্যাচ মিস করলেও দ্বিতীয় স্লিপে থাকা শাহাদাত হোসেন দীপুর ক্যাচ ধরার সুযোগ ছিল। দীপুর মিসের পর তৃতীয় স্লিপে থাকা জাকির হোসেন বলের আর নাগাল পাননি। লঙ্কানদের স্কোর তখন ১২১ ওভারে ৬ উইকেটে ৪১৯ রান।

বেঁচে যাওয়ার পর আরও বেশি সতর্ক ব্যাটিং করতে থাকে শ্রীলঙ্কা। পাল্টা আক্রমণে না যেতে ঠান্ডা মাথায় ব্যাটিং করতে থাকেন জয়াসুরিয়া ও কামিন্দু। সপ্তম উইকেটে জয়াসুরিয়া ও কামিন্দুর জুটি বারবার ভাঙার সম্ভাবনা হয়েছিল কয়েকবার। যেখানে ১৩৫তম ওভারের প্রথম বলে মেহেদী হাসান মিরাজের বল ডিফেন্স করতে যান কামিন্দু। বাংলাদেশ উইকেটরক্ষক লিটন দাসের আবেদনের পর দ্রুতই মাঠের আম্পায়ার আঙুল তুলে দেন। তবে কামিন্দু বেঁচে যান রিভিউ নিয়ে। ঠিক তার পরের ওভারে জীবন পান জয়াসুরিয়া। ১৩৬তম ওভারের পঞ্চম বলে তাইজুলকে শট খেলতে যান জয়াসুরিয়া। ইনসাইড এজ হওয়া বল তালুবন্দী করতে পারেননি লিটন।

বারবার বেঁচে যাওয়া শ্রীলঙ্কা তাদের সপ্তম উইকেট হারিয়েছে তাড়াতাড়ি। ১৪২তম ওভারের পঞ্চম বলে জয়াসুরিয়াকে লেগবিফোরের ফাঁদে ফেলেন সাকিব। রিভিউ নিয়েও জয়াসুরিয়া বাঁচতে পারেননি। তাতে লঙ্কানদের স্কোর হয়ে যায় ১৪১.৫ ওভারে ৭ উইকেটে ৪৭৬ রান। তাতে ভেঙে যায় কামিন্দু ও জয়াসুরিয়ার ১৪০ বলে ৬৫ রানের জুটি।জয়াসুরিয়ার বিদায়ের পর আট নম্বরে ব্যাটিংয়ে নামেন বিশ্ব ফার্নান্দো। ১৪৪ ওভারে ৭ উইকেটে ৪৭৬ রানে দ্বিতীয় সেশনের খেলা শেষ করে লঙ্কানরা।

তৃতীয় সেশনের খেলা শুরু হতে না হতেই আবারও ক্যাচ মিস করেছে বাংলাদেশ। ১৪৯তম ওভারের দ্বিতীয় বলে কামিন্দু স্লগ সুইপ করেন তাইজুলকে। ডিপ মিড উইকেট থেকে দৌড়ে এসেও বল তালুবন্দী করতে পারেননি হাসান মাহমুদ। কামিন্দুর স্কোর তখন ৬০ রান। বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ মিসের ভিড়ে দুর্দান্ত ফিল্ডিংয়ের বিরল এক দৃষ্টান্তই যেন স্থাপন করলেন শান্ত। ১৫২তম ওভারের পঞ্চম বলে সাকিবকে লেগসাইডে ঘুরিয়ে সিঙ্গেল নিতে যান কামিন্দু। ডিপ মিড উইকেট থেকে ডিরেক্ট থ্রোতে স্ট্রাইকপ্রান্তের স্টাম্প ভেঙে দেন শান্ত। ডাইভ দিয়েও বাঁচতে পারেননি বিশ্ব।

বিশ্বর বিদায়ে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ১৫১.৫ ওভারে ৮ উইকেটে ৪৯৭ রান। শেষ দুই উইকেটে লঙ্কানরা আরও ৩৪ রান যোগ করে। যেখানে ১৫৯তম ওভারের প্রথম ও পঞ্চম বলে তাইজুলকে দুটি ছক্কা মারেন কামিন্দু। এই ওভারের শেষ বলেই লঙ্কানরা ৫৩১ রানে অলআউট হয়ে যায়। যেখানে কামিন্দু এগিয়ে খেলতে গিয়ে দ্রুত সিঙ্গেল নিতে যান। তাইজুলের হাতে বল লাগার পর পরই স্ট্রাইকপ্রান্তে ফেরেন কামিন্দু। নন স্ট্রাইকে থ্রো করে আসিথা ফার্নান্দোকে রানআউট করেন তাইজুল। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি থেকে ৮ রানের ‘আক্ষেপ’ নিয়ে শেষ হয় কামিন্দুর ইনিংস। ১৬৭ বলে ৭ চার ও ২ ছক্কায় ৯২ রান করে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন সাকিব। হাসান মাহমুদ নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন মিরাজ ও খালেদ।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বিগ ব্যাশে রিশাদের কিপ্টে বোলিং

ক্রীড়া ডেস্ক    
নজরকাড়া বোলিং করেছেন এই লেগস্পিনার। ছবি: সংগৃহীত
নজরকাড়া বোলিং করেছেন এই লেগস্পিনার। ছবি: সংগৃহীত

মেলবোর্ন স্টার্সের বিপক্ষে বল হাতে বেশ খরুচে ছিলেন রিশাদ হোসেন। এক ম্যাচ পরই ছন্দে ফিরলেন এই বাংলাদেশি স্পিনার। মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে বেশ হিসেবি বোলিং করেছেন নীলফামারির এই ক্রিকেটার। সেই সঙ্গে উইকেটের দেখাও পেয়েছেন তিনি।

বিস্তারিত আসছে...

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

এশিয়া কাপ ফাইনালে ভারতকে রানপাহাড়ে চাপা দিল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
ভারতকে ৩৪৮ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ছবি: ক্রিকইনফো
ভারতকে ৩৪৮ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ছবি: ক্রিকইনফো

প্রায় তিন মাস পর দুবাইয়ে আরেক ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এ বছরের ২৮ সেপ্টেম্বর পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছিল ভারত। দুবাইয়ের আইসিসি একাডেমিতে আজ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে প্রতিশোধের লড়াইয়ে নেমেছে পাকিস্তান। শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকে রানের পাহাড়ে চাপা দিল পাকিস্তান।

টানা চার ম্যাচ জিতে এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত। যার মধ্যে গ্রুপ পর্বে তারা হারিয়েছিল পাকিস্তানকেও। আজ গ্রুপ পর্বে হারের বদলা নেওয়ার পথে অর্ধেক কাজ সেরে রেখেছে পাকিস্তান। দুবাইয়ের আইসিসি একাডেমিতে চ্যাম্পিয়ন হতে ভারতকে ৩৪৮ রানের পাহাড় টপকাতে হবে।

টস জিতে আজ ফাইনালে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকা পাকিস্তানের উদ্বোধনী জুটি ভেঙে যায় ৩১ রানে। চতুর্থ ওভারের তৃতীয় বলে হামজা জহুরকে ফেরান ভারতের পেসার হেনিল প্যাটেল। ১৪ বলে এক চার ও ২ ছক্কায় ১৮ রান করেন হামজা। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা উসমান খান তুলনামূলক ধীর গতিতে ব্যাটিং করলেও অন্য প্রান্তে পাকিস্তানের আরেক ওপেনার সামির মিনহাস তাণ্ডব চালাতে থাকেন। দ্বিতীয় উইকেটে ৭৯ বলে ৯২ রানের জুটি গড়েন উসমান ও মিনহাস।

১৭তম ওভারের চতুর্থ বলে উসমানকে (৩৫) ফিরিয়ে দ্বিতীয় উইকেটে ১০০ ছুঁইছুঁই জুটি ভাঙেন খিলান প্যাটেল। চার নম্বরে নামা আহমেদ হুসেইনও তুলনামূলক ধীরগতিতে ব্যাটিং করতে থাকেন। অন্যপ্রান্তে নিজের স্বভাবসুলভ ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান মিনহাস। ৭১ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এটা তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। তৃতীয় উইকেটে ১২৫ বলে ১৩৭ রানের জুটি গড়তে অবদান রাখেন হুসেইন-মিনহাস। ৩৮তম ওভারের তৃতীয় বলে হুসেইনকে (৫৬) ফিরিয়ে জুটি ভাঙেন খিলান প্যাটেল।

চতুর্থ উইকেটে অধিনায়ক ফারহান ইউসাফের সঙ্গে ৩২ বলে ৪২ রানের জুটি গড়তে অবদান রাখেন মিনহাস। ৪৩তম ওভারের পঞ্চম বলে মিনহাসকে ফিরিয়ে ভারতকে স্বস্তি এনে দেন দ্বীপেশ দেবেন্দ্রন। ১১৩ বলে ১৭ চার ও ৯ ছক্কায় ১৭২ রান করেন মিনহাস। তাঁর বিদায়ে ৪২.৫ ওভারে ৪ উইকেটে ৩০২ রানে পরিণত হয় পাকিস্তান। ফারহান ইউসাফের দল এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও স্কোরবোর্ডে লড়াই করার মতো পর্যাপ্ত রান তুলেছে। ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৭ রান করেছে পাকিস্তান।

ভারতের দেবেন্দ্রন ১০ ওভারে ৮৩ রানে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন হেনিল প্যাটেল ও খিলান প্যাটেল। এক উইকেট পেয়েছেন কনিষ্ক চৌহান। ভারতের বাঁহাতি পেসার ৫ ওভারে ৫০ রান খরচ করেও কোনো উইকেট পাননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ভারতকে হারিয়ে পাকিস্তান কি প্রতিশোধ নিতে পারবে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১৫: ২০
আগে ব্যাট করছে পাকিস্তান। ছবি: ক্রিকইনফো
আগে ব্যাট করছে পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

সর্বশেষ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে ভারত। এবার মূল দলের হয়ে সে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সামনে। যুব এশিয়া কাপের ফাইনালে প্রতিবেশী দেশের বিপক্ষে মাঠে নেমেছে তারা। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে আগে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ার পথে পাকিস্তানের যুবারা। পাকিস্তান-ভারত ফাইনাল ছাড়াও আজ মাঠে গড়াবে আরও বেশ কিছু ম্যাচ। একনজরে আজকের টিভি সূচি।

ক্রিকেট

মাউন্ট মঙ্গানুই টেস্ট: ৪র্থ দিন

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

ভোর ৪টা, সরাসরি

টি স্পোর্টস

অ্যাডিলেড টেস্ট: ৪র্থ দিন

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

ভোর ৫টা ৩০ মিনিট, সরাসরি

স্টার স্পোর্টস ১

যুব এশিয়া কাপ

ভারত-পাকিস্তান: ফাইনাল

বেলা ১১টা, সরাসরি

টি স্পোর্টস

বিগ ব্যাশ লিগ

মেলবোর্ন রেনেগেডস-হোবার্ট হারিকেনস

বেলা ২টা ১৫ মিনিট, সরাসরি

স্টার স্পোর্টস ২

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

অ্যাস্টন ভিলা-ম্যানচেস্টার ইউনাইটেড

রাত ১০টা ৩০ মিনিট, সরাসরি

স্টার স্পোর্টস সিলেক্ট ১

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

সৌদি আরবের প্রস্তাব ফিরিয়ে দিল বিসিবি

ক্রীড়া ডেস্ক    
ক্রিকেটে উন্নয়নের লক্ষ্যে মাঠে নেমেছে সৌদি আরব। ছবি: বিসিবি
ক্রিকেটে উন্নয়নের লক্ষ্যে মাঠে নেমেছে সৌদি আরব। ছবি: বিসিবি

বিভিন্ন দেশের ক্রিকেটারদের নাগরিকত্ব দিয়ে ব্যাট-বলের খেলায় নিজেদের অবস্থান করে নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত। এবার সেই পথে হাঁটা শুরু করেছে সৌদি আরব। তারই অংশ হিসেবে বাংলাদেশের দিকেও নজর দিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশটি। কিন্তু সাড়া পায়নি।

খেলোয়াড় এবং কোচ চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রস্তাব দিয়েছিল সৌদি আরব। তাদের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান আমিনুল ইসলাম বুলবুল। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ। দেশের ক্রিকেটের স্বার্থের কথা বিবেচনা করে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বিসিবি প্রধান। এমনটাই জানিয়েছে ক্রিকবাজ।

সৌদি আরবের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ক্রিকবাজকে বুলবুল বলেন, ‘দুই মাস আগে আমাদের কাছে প্রস্তাব এসেছিল। তারা (সৌদি আরব ক্রিকেটের কর্তা ব্যক্তিরা) আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। আমি না বলে দিয়েছিল। আমাদের কাছে পুরুষ ও নারী খেলোয়াড় চেয়েছিল। কোচের কথা বলেছে। কিন্তু নিজের দেশের স্বার্থের ক্ষতি করে আমি এটা কীভাবে করতে পারি?’

ক্রীড়াঙ্গনে উন্নতি করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে নেমেছে সৌদি আরব। এজন্য বিপুল অর্থ খরচ করছে দেশটি। ইতোমধ্যে ফুটবলে নিজেদের একটা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। সৌদি প্রো লিগে পা পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, করিম বেনজেমাসহ ইউরোপিয়ান লিগ মাতানো আরও বেশকিছু নামি তারকা ফুটবলারদের। ২০৩৪ বিশ্বকাপ ফুটবলের আয়োজক হয়ে দারুণ এক মাইলফলক তৈরি করেছে তারা।

ফুটবলের মতো ক্রিকেটের উন্নয়নেও চেষ্টার কমতি নেই সৌদি আরবের। ‘ভিশন ২০৩০ ’কে সামনে রেখে পুরোদমে কাজ করে যাচ্ছে তারা। তারই অংশ হিসেবে বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশের তরুণ ক্রিকেটারদের লক্ষ্য বানিয়েছে সৌদি আরব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত