Ajker Patrika

কোহলির ঘরের মাঠ উড়িয়ে দেওয়ার হুমকি

ক্রীড়া ডেস্ক    
কোহলির ঘরের মাঠ উড়িয়ে দেওয়ার হুমকি
অরুন জেটলি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি। ছবি: সংগৃহীত

মাঝপথে আইপিএল স্থগিত করল ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার এল এক ভয়াবহ হুমকি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার মেইল। বোমা হামলার হুমকির এক ইমেল পেয়েছে ভারত। অরুন জেটলি বিরাট কোহলির ঘরের মাঠও।

এই স্টেডিয়ামেই কাল হওয়ার কথা ছিল দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটানসের ম্যাচ। তবে তার আগেই আতঙ্ক ছড়ায় ‘আমরা তোমার স্টেডিয়াম উড়িয়ে দেব’ শীর্ষক একটি ইমেল, যা পাঠানো হয় দিল্লি অ্যান্ড ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) ঠিকানায়।

ডিডিসিএর এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে টাইমস অব ইন্ডিয়াকে, ‘হ্যাঁ, আজ সকালে আমরা একটি হুমকি ইমেল পেয়েছি। এরই মধ্যে দিল্লি পুলিশকে জানানো হয়েছে এবং তারা স্টেডিয়াম পরিদর্শনও করেছে।‘

ইমেলটিতে আরও দাবি করা হয়, ভারতের বিভিন্ন প্রান্তে পাকিস্তান অনুগত স্লিপার সেল সক্রিয় রয়েছে এবং ‘অপারেশন সিঁদুর’ নামক একটি ভারতের এক অপারেশনের প্রতিশোধ স্বরূপ তারা হামলা চালাবে।

বিসিসিআই অবশ্য গতকাল জরুরী সভার পর দুপুরে এক বিবৃতিতে আইপিএলের বাকি অংশ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এর আগে বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস ম্যাচ চলাকালীন এয়ার রেইড অ্যালার্ম বাজায় খেলা সাময়িক বন্ধও হয়।

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেন, ‘জাতীয় স্বার্থ সব কিছুর ঊর্ধ্বে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রাখা হবে। আগামী দিনে পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করেই নতুন সূচি প্রকাশ করা হবে।’ ১৬টি ম্যাচ এখনও বাকি রয়েছে এবারের আইপিএলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত