
পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছেন নাজমুল হোসেন শান্তরা। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে আগামী বৃহস্পতিবার ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু করতে যাচ্ছেন তাঁরা। চন্ডিকা হাথুরুসিংহেও আশাবাদী ভারতে তাঁর শিষ্যরা ভালো কিছু করে দেখাতে পারবে। বাংলাদেশ দলের প্রধান কোচ মনে করেন, প্রত্যাশার চাপ থাকলেও সেটি দলের জন্য ভালো। ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ হবে বলে মনে করেন তিনি।
গত পরশু চেন্নাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানেই প্রস্তুতি নিচ্ছেন শান্তরা। আজ চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন হাথুরু। সেখানেই বাংলাদেশ দলের শ্রীলঙ্কান কোচ বলেন, ‘বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলতে পারলে আমরা আরও উৎসাহিত হই। ভারতে আসা এবং তাদের বিপক্ষে খেলা এখনকার দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্চ। সেরা দলের বিপক্ষে খেললে আপনি বুঝতে পারবেন, ক্রীড়াবিদ হিসেবে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। আমরা সবসময় সেদিকে তাকাই।’
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়, সেটিও তাদের মাঠে। সঙ্গে ধবলধোলাই—এমন ইতিহাস গড়ার পর সেটি ভারতে বাংলাদেশ দলের ওপর চাপ তৈরি করবে কিনা জানতে চাওয়া হয়েছিল হাথুরু থেকে। এ নিয়ে বাংলাদেশ কোচের কথা, ‘এটা (পাকিস্তানের বিপক্ষে জয়) নিঃসন্দেহে আমাদের প্রচুর আত্মবিশ্বাস দিয়েছে এই সিরিজে। ফলাফলকে এক পাশে রেখে, যেভাবে ওই সিরিজে আমরা খেলেছি, পরিস্থিতি সামলেছি, পিছিয়ে পড়ার পরও ফিরে আসা এবং যারা এতে অবদান রেখেছে—এ সব কিছু এই সিরিজে আমাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে। চাপে (ভারতের বিপক্ষে) থাকাটাই সুবিধাজনক। আমরা বুঝতে পারছি কোথায় দাঁড়িয়ে আমরা এবং শক্তি ও সীমাবদ্ধতা।’
বাংলাদেশ ভারত সফরে গিয়েছে ৮ ব্যাটার, ৬ বোলার ও ২ অলরাউন্ডার নিয়ে। ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে মনে করেন এটিই বাংলাদেশ ইতিহাসের সেরা টেস্ট দল। হাথুরুও মনে করেন, এটিই বাংলাদেশের ভারসাম্যপূর্ণ দল। তিনি বলেছেন, ‘সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বেশি সুগঠিত দল।’

পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছেন নাজমুল হোসেন শান্তরা। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে আগামী বৃহস্পতিবার ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু করতে যাচ্ছেন তাঁরা। চন্ডিকা হাথুরুসিংহেও আশাবাদী ভারতে তাঁর শিষ্যরা ভালো কিছু করে দেখাতে পারবে। বাংলাদেশ দলের প্রধান কোচ মনে করেন, প্রত্যাশার চাপ থাকলেও সেটি দলের জন্য ভালো। ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ হবে বলে মনে করেন তিনি।
গত পরশু চেন্নাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানেই প্রস্তুতি নিচ্ছেন শান্তরা। আজ চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন হাথুরু। সেখানেই বাংলাদেশ দলের শ্রীলঙ্কান কোচ বলেন, ‘বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলতে পারলে আমরা আরও উৎসাহিত হই। ভারতে আসা এবং তাদের বিপক্ষে খেলা এখনকার দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্চ। সেরা দলের বিপক্ষে খেললে আপনি বুঝতে পারবেন, ক্রীড়াবিদ হিসেবে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। আমরা সবসময় সেদিকে তাকাই।’
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়, সেটিও তাদের মাঠে। সঙ্গে ধবলধোলাই—এমন ইতিহাস গড়ার পর সেটি ভারতে বাংলাদেশ দলের ওপর চাপ তৈরি করবে কিনা জানতে চাওয়া হয়েছিল হাথুরু থেকে। এ নিয়ে বাংলাদেশ কোচের কথা, ‘এটা (পাকিস্তানের বিপক্ষে জয়) নিঃসন্দেহে আমাদের প্রচুর আত্মবিশ্বাস দিয়েছে এই সিরিজে। ফলাফলকে এক পাশে রেখে, যেভাবে ওই সিরিজে আমরা খেলেছি, পরিস্থিতি সামলেছি, পিছিয়ে পড়ার পরও ফিরে আসা এবং যারা এতে অবদান রেখেছে—এ সব কিছু এই সিরিজে আমাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে। চাপে (ভারতের বিপক্ষে) থাকাটাই সুবিধাজনক। আমরা বুঝতে পারছি কোথায় দাঁড়িয়ে আমরা এবং শক্তি ও সীমাবদ্ধতা।’
বাংলাদেশ ভারত সফরে গিয়েছে ৮ ব্যাটার, ৬ বোলার ও ২ অলরাউন্ডার নিয়ে। ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে মনে করেন এটিই বাংলাদেশ ইতিহাসের সেরা টেস্ট দল। হাথুরুও মনে করেন, এটিই বাংলাদেশের ভারসাম্যপূর্ণ দল। তিনি বলেছেন, ‘সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বেশি সুগঠিত দল।’

শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩৪ মিনিট আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
১ ঘণ্টা আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
২ ঘণ্টা আগে
গৃহবিবাদ কেটেছে। কিন্তু আন্তর্জাতিকভাবে যে জট লেগে আছে, তা কাটবে কি? এটাই এখন প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার ইস্যুর সমাধান এখনো হয়নি; অথচ সময় আর বেশি বাকি নেই।
২ ঘণ্টা আগে