
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হঠাৎই করোনা আতঙ্কে ভারত। একসঙ্গে ছয়জনের করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। আক্রান্তের তালিকায় আছেন ভারতীয় অধিনায়ক যশ ধুল। গতকাল যুব বিশ্বকাপে ভারতের ম্যাচ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। সেখানে একাদশ নামাতেই হিমশিম খায় দলটি। তবে শেষ পর্যন্ত নিশান্ত সিন্ধুকে অধিনায়ক করে মাঠে নেমে বড় জয় পেয়েছে তারা।
আয়ারল্যান্ডকে ১৭৪ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ভারতীয় অধিনায়ক যশ ছাড়াও সহ-অধিনায়ক শেখ রশিদ করোনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন। এ ছাড়া আরাধ্য যাদবও করোনা পজিটিভ হয়েছেন। এই তিনজনের আগে বাসু বৎস, মানব পারেখ ও সিদ্ধার্থ যাদব করোনায় আক্রান্ত হন। এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে করোনা পরীক্ষায় ভারতীয় দলের কয়েক জন আক্রান্ত হয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দলের ১৭ জনের মধ্যে ছয়জনের করোনা পজিটিভ হয়েছে।
বোর্ড সার্বিক পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখছে বলে জানানো হয়েছে। মোট ১৭ জনের স্কোয়াডে ছয়জন আক্রান্ত হওয়ায় আয়ারল্যান্ড ম্যাচে কোনোমতে একাদশ সাজান ভারতীয় কোচ। তবে এদের মধ্য থেকে নতুন করে কেউ আক্রান্ত হলে সমস্যায় পড়ে যাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সবচেয়ে সফল দলটি। আক্রান্ত খেলোয়াড়েরা নিয়ম অনুযায়ী পাঁচ দিনের কোয়ারেন্টিনে থাকার কথা।
আয়ারল্যান্ড ম্যাচের পরে গ্রুপের শেষ ম্যাচে উগান্ডার বিপক্ষে খেলবে ভারত। আগামী ২২ জানুয়ারি হবে ম্যাচটি। কোয়াটার ফাইনালে ভারতের প্রথম ম্যাচ অ্যান্টিগায় আগামী ২৯ জানুয়ারি। অ্যান্টিগায় যেতে হলে এর মধ্যে আক্রান্তদের পিসিআর টেস্টে নেগেটিভ আসতে হবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন শহরে। এক শহর থেকে আর এক শহরে যাত্রায় সংক্রমণের আতঙ্ক বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হঠাৎই করোনা আতঙ্কে ভারত। একসঙ্গে ছয়জনের করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। আক্রান্তের তালিকায় আছেন ভারতীয় অধিনায়ক যশ ধুল। গতকাল যুব বিশ্বকাপে ভারতের ম্যাচ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। সেখানে একাদশ নামাতেই হিমশিম খায় দলটি। তবে শেষ পর্যন্ত নিশান্ত সিন্ধুকে অধিনায়ক করে মাঠে নেমে বড় জয় পেয়েছে তারা।
আয়ারল্যান্ডকে ১৭৪ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ভারতীয় অধিনায়ক যশ ছাড়াও সহ-অধিনায়ক শেখ রশিদ করোনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন। এ ছাড়া আরাধ্য যাদবও করোনা পজিটিভ হয়েছেন। এই তিনজনের আগে বাসু বৎস, মানব পারেখ ও সিদ্ধার্থ যাদব করোনায় আক্রান্ত হন। এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে করোনা পরীক্ষায় ভারতীয় দলের কয়েক জন আক্রান্ত হয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দলের ১৭ জনের মধ্যে ছয়জনের করোনা পজিটিভ হয়েছে।
বোর্ড সার্বিক পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখছে বলে জানানো হয়েছে। মোট ১৭ জনের স্কোয়াডে ছয়জন আক্রান্ত হওয়ায় আয়ারল্যান্ড ম্যাচে কোনোমতে একাদশ সাজান ভারতীয় কোচ। তবে এদের মধ্য থেকে নতুন করে কেউ আক্রান্ত হলে সমস্যায় পড়ে যাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সবচেয়ে সফল দলটি। আক্রান্ত খেলোয়াড়েরা নিয়ম অনুযায়ী পাঁচ দিনের কোয়ারেন্টিনে থাকার কথা।
আয়ারল্যান্ড ম্যাচের পরে গ্রুপের শেষ ম্যাচে উগান্ডার বিপক্ষে খেলবে ভারত। আগামী ২২ জানুয়ারি হবে ম্যাচটি। কোয়াটার ফাইনালে ভারতের প্রথম ম্যাচ অ্যান্টিগায় আগামী ২৯ জানুয়ারি। অ্যান্টিগায় যেতে হলে এর মধ্যে আক্রান্তদের পিসিআর টেস্টে নেগেটিভ আসতে হবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন শহরে। এক শহর থেকে আর এক শহরে যাত্রায় সংক্রমণের আতঙ্ক বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
২২ মিনিট আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
১ ঘণ্টা আগে
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
১ ঘণ্টা আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
২ ঘণ্টা আগে