ক্রীড়া ডেস্ক

ওয়ানডেতে এর আগে নিগার সুলতানা জ্যোতির ফিফটি ছিল পাঁচটি। ছিল না কোনো সেঞ্চুরি। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে আজ পেয়ে গেলেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তিন অঙ্ক তিনি ছুঁয়েছেন বাংলাদেশের ইনিংসের একেবারে শেষ ভাগে এসে।
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে গতকাল শুরু হয়েছে বাছাইপর্ব। জ্যোতির বাংলাদেশ আজ টুর্নামেন্ট শুরু করেছে। থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দল করেছে ৩ উইকেটে ২৭১ রান। এটাই ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বোচ্চ স্কোর। এর আগে এই রেকর্ডটা ছিল গত বছরের নভেম্বরে। মিরপুরে সেবার আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ২৫২ রান করেছিল বাংলাদেশ।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন থাইল্যান্ড অধিনায়ক নারুইমল চাইওয়াই। দলীয় ১৫ রানে ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের চতুর্থ বলে বাংলাদেশের ওপেনার ইশমা তানজিমকে (৫) ফিরিয়েছেন থাইল্যান্ডের পেসার ফান্নিতা মায়া। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন শারমিন আক্তার সুপ্তা। আরেক ওপেনার ফারজানা হক পিংকিকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়তে অবদান রাখেন সুপ্তা। পিংকি ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলে নিয়েছেন।
২৮তম ওভারের প্রথম বলে পিংকিকে ফিরিয়ে জুটি ভাঙেন থাইল্যান্ডের স্পিনার অন্নিচা কানচোমফু। ৮২ বলে ৪ চারে পিংকি করেন ৫৩ রান। ২৭.১ ওভারে ১১৯ রানে ২ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন জ্যোতি। সুপ্তা আর জ্যোতি থাইল্যান্ডের বোলারদের বেশ সাবলীলভাবে খেলতে থাকেন। ৪৯ ওভার শেষে জ্যোতি ও সুপ্তার স্কোর ছিল ৯৫ ও ৯২ রান। বাংলাদেশের স্কোর তখন ২ উইকেটে ২৬৩ রান। দুজনেই সেঞ্চুরি পান কি না, সেটাই ছিল দেখার অপেক্ষা। শেষ পর্যন্ত জ্যোতি পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৮০ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০১ রান করে ইনিংসের শেষ বলে আউট হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
বাংলাদেশের ২৭১ রানের মধ্যে জ্যোতি আর সুপ্তার ব্যাট থেকেই ৭০ শতাংশের বেশি রান এসেছে। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতেই থেমে গেছে সুপ্তার ইনিংস। ১২৬ বলে ১১ চারে ৯৪ রানে অপরাজিত থেকেছেন বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটার।

ওয়ানডেতে এর আগে নিগার সুলতানা জ্যোতির ফিফটি ছিল পাঁচটি। ছিল না কোনো সেঞ্চুরি। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে আজ পেয়ে গেলেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তিন অঙ্ক তিনি ছুঁয়েছেন বাংলাদেশের ইনিংসের একেবারে শেষ ভাগে এসে।
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে গতকাল শুরু হয়েছে বাছাইপর্ব। জ্যোতির বাংলাদেশ আজ টুর্নামেন্ট শুরু করেছে। থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দল করেছে ৩ উইকেটে ২৭১ রান। এটাই ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বোচ্চ স্কোর। এর আগে এই রেকর্ডটা ছিল গত বছরের নভেম্বরে। মিরপুরে সেবার আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ২৫২ রান করেছিল বাংলাদেশ।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন থাইল্যান্ড অধিনায়ক নারুইমল চাইওয়াই। দলীয় ১৫ রানে ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের চতুর্থ বলে বাংলাদেশের ওপেনার ইশমা তানজিমকে (৫) ফিরিয়েছেন থাইল্যান্ডের পেসার ফান্নিতা মায়া। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন শারমিন আক্তার সুপ্তা। আরেক ওপেনার ফারজানা হক পিংকিকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়তে অবদান রাখেন সুপ্তা। পিংকি ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলে নিয়েছেন।
২৮তম ওভারের প্রথম বলে পিংকিকে ফিরিয়ে জুটি ভাঙেন থাইল্যান্ডের স্পিনার অন্নিচা কানচোমফু। ৮২ বলে ৪ চারে পিংকি করেন ৫৩ রান। ২৭.১ ওভারে ১১৯ রানে ২ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন জ্যোতি। সুপ্তা আর জ্যোতি থাইল্যান্ডের বোলারদের বেশ সাবলীলভাবে খেলতে থাকেন। ৪৯ ওভার শেষে জ্যোতি ও সুপ্তার স্কোর ছিল ৯৫ ও ৯২ রান। বাংলাদেশের স্কোর তখন ২ উইকেটে ২৬৩ রান। দুজনেই সেঞ্চুরি পান কি না, সেটাই ছিল দেখার অপেক্ষা। শেষ পর্যন্ত জ্যোতি পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৮০ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০১ রান করে ইনিংসের শেষ বলে আউট হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
বাংলাদেশের ২৭১ রানের মধ্যে জ্যোতি আর সুপ্তার ব্যাট থেকেই ৭০ শতাংশের বেশি রান এসেছে। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতেই থেমে গেছে সুপ্তার ইনিংস। ১২৬ বলে ১১ চারে ৯৪ রানে অপরাজিত থেকেছেন বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটার।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৩৩ মিনিট আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
৩ ঘণ্টা আগে