Ajker Patrika

চেষ্টা থাকলেও ভাগ‍্য-রিজিক সব সময় একরকম থাকে না: হৃদয়

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১: ১৫
শ্রীলঙ্কার বিপক্ষে গত রাতে ৩৭ বলে ৫৮ রান করেছেন তাওহিদ হৃদয়। ছবি: ফেসবুক
শ্রীলঙ্কার বিপক্ষে গত রাতে ৩৭ বলে ৫৮ রান করেছেন তাওহিদ হৃদয়। ছবি: ফেসবুক

ফর্মে যে তাওহিদ হৃদয় একেবারেই নেই, তা নয়। কিন্তু টি-টোয়েন্টি-সুলভ যে ইনিংস দরকার, সেটা তিনি খেলতে পারছিলেন না অনেক দিন ধরে। দুবাইয়ে গত রাতে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে করলেন বিস্ফোরক ফিফটি। ম্যাচ শেষে হৃদয় জানিয়েছেন, আপ্রাণ চেষ্টা করলেও ভাগ্য সব সময় পক্ষে থাকে না।

দুবাইয়ে গত রাতে সুপার ফোরে শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে নেমে ৬.৩ ওভারে ২ উইকেটে ৬০ রানে পরিণত হয় বাংলাদেশ। ৪ নম্বরে নামা হৃদয় যেন প্রতিজ্ঞা করেছেন, এই ম্যাচে কিছু একটা করেই দেখাবেন। তৃতীয় উইকেটে সাইফ হাসান ও হৃদয় ৪৫ বলে ৫৪ রানের জুটি গড়তে অবদান রাখেন। সাইফ আউট হওয়ার পরও হৃদয় তাণ্ডব চালিয়ে গেছেন। ৩৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৮ রানের ইনিংস খেলেছেন হৃদয়। ৪ উইকেটে ম্যাচ জয়ের পর ২৪ বছর বয়সী এই ব্যাটার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘চেষ্টা সব সময়ই থাকে, তবে ভাগ‍্য এবং রিজিক হয়তো সব সময় একরকম থাকে না। বাংলাদেশের জন‍্য খেলি, নিজের সর্বোচ্চ এবং শেষটুকু দিয়ে হলেও মাঠে লড়াই করতে তাই প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহপাকের দরবারে শুকরিয়া সব খারাপ এবং ভালোর জন‍্য।’

শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল প্রথম ১৩ বলে ১৪ রান করেন হৃদয়। বাংলাদেশের এই তরুণ ব্যাটার ১৩তম ওভারের তৃতীয় বলে দুনিথ ভেল্লালাগেকে ছক্কা মারেন ডিপ মিড উইকেট দিয়ে। হৃদয়ের সেই ছক্কা ৯৭ মিটার দূরে গিয়ে পড়েছে। বেশি তাণ্ডব তিনি চালিয়েছেন কামিন্দু মেন্ডিসের ওপর দিয়ে। ১৫তম ওভারে হৃদয় একাই নিয়েছেন ১৬ রান। দুটি চার মেরেছেন কাভার ও ব্যাকওয়ার্ড পয়েন্টন এলাকা দিয়ে। একটা ছক্কা মেরেছেন ডিপ স্কয়ার লেগ এলাকা দিয়ে। ২৪ বছর বয়সী বাংলাদেশি ব্যাটারের ব্যাটিংয়ে মুগ্ধ হার্শা ভোগলে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘তাওহিদ হৃদয় কতটা ভালো সে ব্যাপারে অনেক কথা শুনেছি। মাঝেমধ্যে তাঁর ঝলকও দেখেছি। কিন্তু আজ সে নিজের ক্লাস দেখাল। উঁচুমানের ইনিংস।’

শ্রীলঙ্কা হৃদয়ের অবশ্য প্রিয় প্রতিপক্ষ। আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বোচ্চ ৫৫৫ রান করেছেন লঙ্কানদের বিপক্ষে। ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে ১৮ ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন হৃদয়। করেছেন ৫ ফিফটি। প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে হৃদয়ের গড় ৩৯.৬৪। ১ বল হাতে রেখে ৪ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে সুপার ফোর শুরু করা বাংলাদেশ এখন তিন দিনের বিরতি পাচ্ছে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। লিটন দাস-হৃদয়রা সুপার ফোরের সব ম্যাচ খেলবেন দুবাইয়ে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক

আনিসুলের জাপা ও মঞ্জুর জেপির নেতৃত্বে ২০ দলীয় জোট ঘোষণা

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লিব লিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি— আসিফের মন্তব্যে সমালোচনার ঝড়

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স কাল আসছে না

আজকের রাশিফল: অনলাইনে বিতর্কে ঝাঁপিয়ে পড়বেন না, অতি উত্তেজনা পেটে গ্যাস বাড়াবে

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সেঞ্চুরিতে পাকিস্তানি ক্রিকেটারের রেকর্ডে ভাগ বসালেন ভারতের অমিত

ক্রীড়া ডেস্ক    
স্বীকৃত টি-টোয়েন্টিতে অভিষেকে যৌথভাবে সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড গড়েছেন বিলাল আসিফ ও অমিত পাসি। ছবি: ক্রিকইনফো
স্বীকৃত টি-টোয়েন্টিতে অভিষেকে যৌথভাবে সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড গড়েছেন বিলাল আসিফ ও অমিত পাসি। ছবি: ক্রিকইনফো

চার-ছক্কার ধুন্ধুমার টি-টোয়েন্টিতে এখন হরহামেশাই চলে রেকর্ড ভাঙা-গড়ার খেলা। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে খুব কম রেকর্ডই দীর্ঘস্থায়ী হয়। এবার টি-টোয়েন্টিতে প্রথমবার খেলতে নেমেই রেকর্ড বইয়ে নাম লেখালেন ভারতের অমিত পাসি।

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে আজ হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে মুখোমুখি হয়েছে সার্ভিসেস-বরোদা। টি-টোয়েন্টিতে অমিতের অভিষেক হয়েছে বরোদার জার্সিতে। ৫৫ বলে ১০ চার ও ৯ ছক্কায় করেন ১১৪ রান। তাতে স্বীকৃত টি-টোয়েন্টিতে অভিষেকে সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ডে এখন যৌথভাবে শীর্ষে অমিত ও পাকিস্তানের বিলাল আসিফ। আসিফও টি-টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচে খেলতে নেমে ১১৪ রান করেছিলেন। পাকিস্তানি এই ক্রিকেটার রেকর্ড ইনিংসটা খেলেছিলেন শিয়ালকোট স্ট্যালিয়নসের হয়ে। ১০ বছর আগে তাঁর প্রতিপক্ষ ছিল অ্যাবোটাবাদ ফ্যালকনস।

আসিফ ২০১৫ সালে ফয়সালাবাদে সুপার এইট টি-টোয়েন্টি কাপে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন। আসিফের সমান রান করলেও অমিত পুরোপুরি তাঁকে (আসিফ) ছাড়িয়ে যেতে পারেননি। আজ অমিত ব্যাটিং করেছেন ২০৭.২৭ স্ট্রাইকরেটে। সেঞ্চুরি করেছেন ৪৪ বলে। ২০১৫ সালে আসিফ তিন অঙ্ক ছুঁয়েছিলেন ৪৩ বলে। সেবার ৪৮ বলে ৮ চার ও ১০ ছক্কায় ১১৪ রান করেছিলেন। তখন তাঁর স্ট্রাইকরেট ছিল ২৩৭.৫০।

অমিতের রেকর্ড সেঞ্চুরির দিন টস জিতে আজ আগে ব্যাটিং নিয়ে বরোদা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে করে ২২০ রান। দলের রানের ৫১.৮২ শতাংশ রান আসে অমিতের ব্যাট থেকে। ১১৪ রানের মধ্যে ৯৪ রানই করেছেন তিনি বাউন্ডারি থেকে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি সার্ভিসেস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০৭ রানে থেমে যায় সার্ভিসেস। ১৩ রানের জয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন অমিত।

স্বীকৃত টি-টোয়েন্টিতে অভিষেকে রেকর্ড ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন আসিফও। ২০১৫ সালে সুপার এইট টি-টোয়েন্টি কাপে টস হেরে আগে ব্যাটিং পাওয়া শিয়ালকোট নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে করেছিল ২৪০ রান। ২৪১ রানের লক্ষ্যে নেমে ১৭.৩ ওভারে ১৫৩ রানে গুটিয়ে গিয়েছিল অ্যাবোটাবাদ। শিয়ালকোটের ৮৭ রানের জয়ে অলরাউন্ড পারফরম্যান্স করেছিলেন আসিফ। বোলিংয়ে ৪ ওভারে ৩১ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি। পাকিস্তানের জার্সিতে ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত ৫ টেস্ট ও ৩ ওয়ানডে খেলেছেন আসিফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক

আনিসুলের জাপা ও মঞ্জুর জেপির নেতৃত্বে ২০ দলীয় জোট ঘোষণা

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লিব লিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি— আসিফের মন্তব্যে সমালোচনার ঝড়

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স কাল আসছে না

আজকের রাশিফল: অনলাইনে বিতর্কে ঝাঁপিয়ে পড়বেন না, অতি উত্তেজনা পেটে গ্যাস বাড়াবে

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

হঠাৎ তিন ক্রিকেটারকে হারিয়ে বিপদে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক    
মিচেল স্যান্টনারসহ তিন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেছেন। ছবি: ক্রিকইনফো
মিচেল স্যান্টনারসহ তিন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেছেন। ছবি: ক্রিকইনফো

সিরিজের প্রথম টেস্টে জয়ের দারুণ সম্ভাবনা থাকলেও নিউজিল্যান্ড জিততে পারেনি। জাস্টিন গ্রিভসের ডাবল সেঞ্চুরিতে সেই ম্যাচ অবিশ্বাস্যভাবে ড্র করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে পরশু মাঠে নামবে নিউজিল্যান্ড। এই ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা খেল কিউইরা।

চোটে পড়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ম্যাট হেনরি, নাথান স্মিথ ও মিচেল স্যান্টনার। হেনরি পড়েছেন মাংসপেশির চোটে। পাঁজর ও কুঁচকির চোটে পড়ায় সিরিজ থেকে ছিটকে গেছেন স্মিথ ও স্যান্টনার। তাতে কপাল খুলেছে ক্রিস্টিয়ান ক্লার্কের। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা এই পেসারকে নেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের বাকি অংশের জন্য। ২৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩৩ গড়ে ৭৭ উইকেট নিয়েছেন ক্লার্ক। ২৩.৫০ গড়ে ৮৯৩ রান করেছেন। অক্টোবরে ফোর্ড ট্রফির ওয়ানডে ম্যাচে সেন্ট্রাল ডিস্টিক্টসের বিপক্ষে সিনিয়র ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন ক্লার্ক।

ক্লার্কের ঠিক আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলে সুযোগ পেয়েছেন মিচেল হে। দুজনকেই নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট

প্লাঙ্কেট শিল্ডের তৃতীয় রাউন্ড থেকে নেওয়া হয়েছে। এদিকে গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল ক্রাইস্টচার্চে প্রথম টেস্টে বদলি ফিল্ডার হিসেবে খেলতে নেমেছিলেন। দুজনকেই টেস্ট সিরিজের বাকি অংশের দলে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় পরশু ভোর চারটায় ওয়েলিংটনে শুরু হবে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্টের ভেন্যু মাউন্ট মঙ্গানুই। ১৮ ডিসেম্বর মাঠে গড়াবে সিরিজের তৃতীয় টেস্ট। নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট জিতেছে ১৯৯৫ সালে। ৩০ বছরের অপেক্ষা ক্রাইস্টচার্চে অল্পের জন্য ফুরোল না ওয়েস্ট ইন্ডিজের। ম্যাচ জিততে না পারলেও ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এই ম্যাচে অনেক সুনাম কুড়িয়েছে উইন্ডিজ। ৫.৫৬ শতাংশ সফলতার হার নিয়ে ৯ দলের মধ্যে ৯ নম্বরে ক্যারিবীয়রা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক

আনিসুলের জাপা ও মঞ্জুর জেপির নেতৃত্বে ২০ দলীয় জোট ঘোষণা

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লিব লিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি— আসিফের মন্তব্যে সমালোচনার ঝড়

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স কাল আসছে না

আজকের রাশিফল: অনলাইনে বিতর্কে ঝাঁপিয়ে পড়বেন না, অতি উত্তেজনা পেটে গ্যাস বাড়াবে

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বাংলাদেশের দল ঘোষণা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ২০: ৫২
টানা দুইবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ছবি: এসিসি
টানা দুইবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ছবি: এসিসি

আজিজুল হাকিম তামিমের নেতৃত্বেই গত বছর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। এবার তাঁর নেতৃত্বেই শিরোপা ধরে রাখার মিশনে নামবে বাংলাদেশ। এবারও মরুর বুকে হচ্ছে যুব এশিয়া কাপ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক বিবৃতিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তামিম। তাঁর ডেপুটি হিসেবে থাকবেন জাওয়াদ আবরার। টপ অর্ডারে তামিম-আবরারের সঙ্গে থাকছেন কালাম সিদ্দিকী এলিন। সাম্প্রতিক সময়ে টপ অর্ডারের এই তিন ব্যাটার নিয়মিত রান করছেন।

চেনা পরিচিতদের নিয়েই যুব এশিয়া কাপের দল সাজিয়েছে বাংলাদেশ। তামিম-কালামদের সঙ্গে মোহাম্মদ রিজান হোসেন, রিফাত বেগ, ইকবাল হোসেন ইমনরা। দলে ফিরেছেন শেখ পারভেজ জীবন। ১৫ জনের সঙ্গে স্ট্যান্ডবাইয়ে থাকছেন আরও ছয় ক্রিকেটার। রাফি উজ্জামান রাফি, দেবাশীষ সরকার দেবাদের সঙ্গে স্ট্যান্ডবাইয়ে আছেন সানজিদ মজুমদার, ফারহান আহমেদ আলিফ, ফারহান শাহরিয়ার ও আবদুর রহিম। বাংলাদেশের লক্ষ্য এবার হ্যাটট্রিক শিরোপা জয়।

সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অংশ নিচ্ছে আট দল। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং নেপাল। ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে থাকছে মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। ১২ ডিসেম্বর ভারত-সংযুক্ত আরব আমিরাত ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। একই দিনে মাঠে নামছে পাকিস্তান-মালয়েশিয়া। ১৩ ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে যুব এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ। ম্যাচটি হবে আইসিসি একাডেমি মাঠে। ১৫ ডিসেম্বর দ্য সেভেনস স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এবার তামিমদের প্রতিপক্ষ নেপাল।

গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ ১৭ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপ পর্ব শেষে হবে দুটি সেমিফাইনালই হবে ১৯ ডিসেম্বর। একটা হবে আইসিসি একাডেমি মাঠে। অপরটা দ্য সেভেন্স স্টেডিয়ামে। ২১ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে হবে ফাইনাল। সব ম্যাচই বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে। এর আগে ২০২৩, ২০২৪ সবশেষ দুইটি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। যুব এশিয়া কাপের এই দুই টুর্নামেন্টও হয়েছিল আরব আমিরাতে।

২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ দল:

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), মোহাম্মদ সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, মোহাম্মদ রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী এলিন, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম রাজিন, মোহাম্মদ সবুজ

স্ট্যান্ডবাই:

রাফি উজ্জামান রাফি, সানজিদ মজুমদার, ফারহান আহমেদ আলিফ, ফারহান শাহরিয়ার, আবদুর রহিম, দেবাশীষ সরকার দেবা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক

আনিসুলের জাপা ও মঞ্জুর জেপির নেতৃত্বে ২০ দলীয় জোট ঘোষণা

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লিব লিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি— আসিফের মন্তব্যে সমালোচনার ঝড়

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স কাল আসছে না

আজকের রাশিফল: অনলাইনে বিতর্কে ঝাঁপিয়ে পড়বেন না, অতি উত্তেজনা পেটে গ্যাস বাড়াবে

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ২১: ৪১
অস্ট্রিয়াকে হারিয়ে দেওয়ার পর লাল সবুজ পতাকা নিয়ে উচ্ছ্বাস বাংলাদেশের দুই খেলোয়াড়ের। ছবি: সংগৃহীত
অস্ট্রিয়াকে হারিয়ে দেওয়ার পর লাল সবুজ পতাকা নিয়ে উচ্ছ্বাস বাংলাদেশের দুই খেলোয়াড়ের। ছবি: সংগৃহীত

জুনিয়র হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার কাপের শিরোপা পেল বাংলাদেশ। আজ ১৭তম স্থান নির্ধারণীর ফাইনালে অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়েছে মেহরাব হোসেন সামিনের দল। এই ম্যাচেও হ্যাটট্রিক করেছেন আমিরুল ইসলাম।

মাদুরাই আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে ম্যাচের পাঁচ মিনিটে দুটি পেনাল্টি কর্নার পায় অস্ট্রিয়া। তবে বাংলাদেশের রক্ষণ ভাঙতে পারেনি তারা। প্রথম কোয়ার্টার শেষের বাংলাদেশও পায় দুটি পেনাল্টি কর্নার। দ্বিতীয় পেনাল্টি কর্নার কাজে লাগান আমিরুল ইসলাম। তাঁর গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন হুজাইফা হোসেন। পরে আরও দুটি পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি। তৃতীয় কোয়ার্টারে ফিল্ড গোলে ব্যবধান ৩-০ করেন রাকিবুল হাসান রকি। এই কোয়ার্টারে দুটি পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। কিন্তু গোলে রূপ দিতে পারেনি। অস্ট্রিয়া অবশ্য এক গোল শোধ দেয়। ৪৪ মিনিটে গোলটি করেন আন্দোর লোসোনসি।

শেষ কোয়ার্টারে জমে উঠে রোমাঞ্চ। বাংলাদেশের ওপর একের পর এক চাপ দিতে থাকে অস্ট্রিয়া। মরিয়া হয়ে ওঠে ম্যাচে ফিরতে। ৫০ ও ৫২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন আমিরুল। বিশ্বকাপে এটি তাঁর পঞ্চম হ্যাটট্রিক, সব মিলিয়ে গোল করেছেন ১৮টি। যা টুর্নামেন্টে সর্বোচ্চ।

আমিরুলের হ্যাটট্রিকের পরও বাংলাদেশকে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়। শেষ কোয়ার্টারে ৯ পেনাল্টি কর্নার পাওয়া অস্ট্রিয়ার হয়ে ৩ গোল করেন কেলনার বেঞ্জামিন, কায়সার জুলিয়ান ও নিকোউইয়াক মাতেউসজ।

বাংলাদেশ হকি দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি লিখেছে, ‘বাংলাদেশ হকি দলের খেলোয়াড় ও স্টাফদের চ্যালেঞ্জার্স ট্রফি জয়ে বিসিবি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছে। হকি বিশ্বকাপে দলের পারফরম্যান্সে বিসিবি গর্বিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক

আনিসুলের জাপা ও মঞ্জুর জেপির নেতৃত্বে ২০ দলীয় জোট ঘোষণা

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লিব লিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি— আসিফের মন্তব্যে সমালোচনার ঝড়

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স কাল আসছে না

আজকের রাশিফল: অনলাইনে বিতর্কে ঝাঁপিয়ে পড়বেন না, অতি উত্তেজনা পেটে গ্যাস বাড়াবে

এলাকার খবর
Loading...

সম্পর্কিত