Ajker Patrika

আজ ক্লাস দেখিয়েছে হৃদয়, বললেন ভারতীয় ধারাভাষ্যকার

ক্রীড়া ডেস্ক    
ঝোড়ো এক ইনিংস খেলেছেন হৃদয়। ছবি: এএফপি
ঝোড়ো এক ইনিংস খেলেছেন হৃদয়। ছবি: এএফপি

ফিল্ডিংয়ে দুটি ক্যাচ ছাড়লেন। এর মধ্যে অবশ্য একটিকে ‘অপরাধ’ হিসেবে ধরা যাবে না। কারণ ক্যাচ ছাড়ার পরপরই তাঁর দারুণ এক থ্রোয়ে চারিত আসালাঙ্কাকে রানআউট করেন লিটন দাস। ফিল্ডিংয়ের হতাশা হৃদয় পরে ভুলিয়ে দিলেন ব্যাটিং দিয়ে। তাঁর প্রশংসায় তাই পঞ্চমুখ ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্য ১ বল ৪ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় বাংলাদেশ। তাড়া করতে নেমে সুর বেঁধে দেন সাইফ হাসান। পরে মাঝের ওভারে ঝোড়ো এক ইনিংস খেলেন হৃদয়। ৩৭ বলে ৫৮ রানের সেই ইনিংসটি সাজান ৪ চার ও ২ ছক্কায়।

এই ইনিংসের আগে রান খরায় ভুগছিলেন হৃদয়। এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে তাঁর ৩৬ বলে অপরাজিত ৩৫ রান নিয়ে প্রশ্ন উঠেছিল বেশ। পরে বাকি ম্যাচগুলোতেও পাননি রানের দেখা। তবে সুপার ফোরে স্বরূপে ফিরে সব সন্দেহ যেন দূর করলেন তিনি। যেমনটা করেছে হার্শা ভোগলের ক্ষেত্রেও।

এক্সে হার্শা লিখেন, ‘তাওহীদ হৃদয় কতটা ভালো সে ব্যাপারে অনেক কথা শুনেছি। মাঝেমধ্যে তাঁর ঝলকও দেখেছি। কিন্তু আজ সে নিজের ক্লাস দেখাল। উঁচুমানের ইনিংস।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হৃদয় ফিফটি পেলেন ১১ মাস পর। সবশেষ ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে ৬৩ রান করেন তিনি। তাঁর সামগ্রিক স্ট্রাইকরেট ১২৪.০৭ হলেও শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করে থাকেন ১৩৩.৭৫ স্ট্রাইকরেটে। আজ অবশ্য স্ট্রাইকরেট ছিল ১৫৬.৭৫। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ২০ বলে ৪০ রানের ইনিংসেই লঙ্কানদের হারিয়েছিল বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত