
সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব ফিরে পাওয়ার সিরিজটা বাবর আজমের কাছে অম্লমধুর। নিউজিল্যান্ডের বিপক্ষে বাবরের নেতৃত্বাধীন পাকিস্তান সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে ২-২ সমতায়। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ফিফটি করে আইসিসির র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বাবর। আন্তর্জাতিক ক্রিকেটে কয়েক মাস ধরে অনিয়মিত সাকিব আল হাসান এখনো শীর্ষস্থান ধরে রেখেছেন।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন বাবর। পাকিস্তানি ব্যাটারের রেটিং পয়েন্ট এখন ৭৬৩। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চার ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন বাবর। ৩১.২৫ গড় ও ১৩৮.৮৮ স্ট্রাইকরেটে করেছেন ১২৫ রান। যেখানে ২৭ এপ্রিল পঞ্চম টি-টোয়েন্টিতে ৪৪ বলে করেছেন ৬৯ রান। ৬টি চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। ৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে এখনো টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটার সূর্যকুমার যাদব। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ও তিনে থাকা ফিল সল্ট ও মোহাম্মদ রিজওয়ানের রেটিং পয়েন্ট ৮০২ ও ৭৮৪।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি সাকিব সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে। ১০ মাসে বাংলাদেশের জার্সিতে কোনো টি-টোয়েন্টি খেলেননি ঠিকই। তবে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এখনো সবার ওপরে তিনি। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২৪০। জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের দলে নেই সাকিব। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে সাকিবের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মোহাম্মদ নবী। দুই ও তিনে থাকা হাসারাঙ্গা ও নবীর রেটিং পয়েন্ট ২২৮ ও ২১৮।
বাবরের সতীর্থরাও সুখবর পেয়েছেন নিউজিল্যান্ড সিরিজের পর। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন শাহিন শাহ আফ্রিদি। শাহিনের রেটিং পয়েন্ট ৬২৭। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে ৩০ রানে ৪ উইকেট নিয়ে জেতেন ম্যাচসেরার পুরস্কার। ৭.৩৮ ইকোনমিতে ৮ উইকেট নিয়ে সিরিজসেরাও হয়েছেন তিনি। সমান ৬২৭ রেটিং পয়েন্ট নিয়ে শাহিনের সঙ্গে যৌথভাবে ১৪ নম্বরে আফগানিস্তানের ফজলহক ফারুকি। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ৬২ নম্বরে উঠে এসেছেন ফখর জামান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে করেছেন ১০৪ রান।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর লাফ দিয়েছেন টিম সাইফার্ট। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন সাইফার্ট। ২৮.৩৩ গড় ও ১৪৪.০৬ স্ট্রাইকরেটে সিরিজে করেন ৮৫ রান। সমান রেটিং পয়েন্ট ৬২২ নিয়ে সাইফার্টের সঙ্গে যৌথভাবে ১৭ নম্বরে ট্রাভিস হেড। বোলারদের র্যাঙ্কিংয়ে ৭২৬ রেটিং পয়েন্ট নিয়ে এখনো সবার ওপরে আদিল রশিদ। দুই ও তিনে থাকা হাসারাঙ্গা ও আকিল হোসেনের রেটিং পয়েন্ট ৬৮৭ ও ৬৮৪।

সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব ফিরে পাওয়ার সিরিজটা বাবর আজমের কাছে অম্লমধুর। নিউজিল্যান্ডের বিপক্ষে বাবরের নেতৃত্বাধীন পাকিস্তান সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে ২-২ সমতায়। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ফিফটি করে আইসিসির র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বাবর। আন্তর্জাতিক ক্রিকেটে কয়েক মাস ধরে অনিয়মিত সাকিব আল হাসান এখনো শীর্ষস্থান ধরে রেখেছেন।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন বাবর। পাকিস্তানি ব্যাটারের রেটিং পয়েন্ট এখন ৭৬৩। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চার ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন বাবর। ৩১.২৫ গড় ও ১৩৮.৮৮ স্ট্রাইকরেটে করেছেন ১২৫ রান। যেখানে ২৭ এপ্রিল পঞ্চম টি-টোয়েন্টিতে ৪৪ বলে করেছেন ৬৯ রান। ৬টি চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। ৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে এখনো টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটার সূর্যকুমার যাদব। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ও তিনে থাকা ফিল সল্ট ও মোহাম্মদ রিজওয়ানের রেটিং পয়েন্ট ৮০২ ও ৭৮৪।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি সাকিব সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে। ১০ মাসে বাংলাদেশের জার্সিতে কোনো টি-টোয়েন্টি খেলেননি ঠিকই। তবে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এখনো সবার ওপরে তিনি। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২৪০। জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের দলে নেই সাকিব। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে সাকিবের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মোহাম্মদ নবী। দুই ও তিনে থাকা হাসারাঙ্গা ও নবীর রেটিং পয়েন্ট ২২৮ ও ২১৮।
বাবরের সতীর্থরাও সুখবর পেয়েছেন নিউজিল্যান্ড সিরিজের পর। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন শাহিন শাহ আফ্রিদি। শাহিনের রেটিং পয়েন্ট ৬২৭। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে ৩০ রানে ৪ উইকেট নিয়ে জেতেন ম্যাচসেরার পুরস্কার। ৭.৩৮ ইকোনমিতে ৮ উইকেট নিয়ে সিরিজসেরাও হয়েছেন তিনি। সমান ৬২৭ রেটিং পয়েন্ট নিয়ে শাহিনের সঙ্গে যৌথভাবে ১৪ নম্বরে আফগানিস্তানের ফজলহক ফারুকি। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ৬২ নম্বরে উঠে এসেছেন ফখর জামান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে করেছেন ১০৪ রান।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর লাফ দিয়েছেন টিম সাইফার্ট। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন সাইফার্ট। ২৮.৩৩ গড় ও ১৪৪.০৬ স্ট্রাইকরেটে সিরিজে করেন ৮৫ রান। সমান রেটিং পয়েন্ট ৬২২ নিয়ে সাইফার্টের সঙ্গে যৌথভাবে ১৭ নম্বরে ট্রাভিস হেড। বোলারদের র্যাঙ্কিংয়ে ৭২৬ রেটিং পয়েন্ট নিয়ে এখনো সবার ওপরে আদিল রশিদ। দুই ও তিনে থাকা হাসারাঙ্গা ও আকিল হোসেনের রেটিং পয়েন্ট ৬৮৭ ও ৬৮৪।

গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
২৫ মিনিট আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৪ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৬ ঘণ্টা আগে