
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) টিকিটের দাম এরই মধ্যে ঘোষণা করেছে। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া টুর্নামেন্টটি বিনা পয়সায় দেখারও ব্যবস্থা রয়েছে।
আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টিকিটের সর্বনিম্ন দাম ৫ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৬২ টাকা। এমনকি যাদের বয়স ১৮ বছরের কম, তারা বিনা পয়সায় মাঠে বসে খেলা দেখতে পারবেন। তবে সর্বোচ্চ দাম কত সেটা আইসিসি বলেনি। অভিভাবক সংস্থার প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস টিকিটের দাম ঘোষণার সময় বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে মজার ব্যাপার হলো তাদের বৈচিত্র্য। এখানে পুরো বিশ্বই প্রতিনিধিত্ব করে। ১০ দলের বিশ্বকাপ আয়োজনের জন্য দারুণ হবে। ক্রিকেট প্রেমী ভক্ত-সমর্থকদের সঙ্গে খেলাটা উপভোগ করতে পারবেন ক্রিকেটাররাও।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে টুর্নামেন্টটি আইসিসি বাংলাদেশ থেকে সরিয়ে আগস্টের শুরুতে আমিরাতে নিয়ে যায়। আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে নিবিড়ভাবে কাজ করা হচ্ছে বলে আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক সদস্য জাইব আব্বাস জানিয়েছেন। জাইব বলেন,‘টুর্নামেন্টে বিশ্বের সেরা নারী ক্রিকেটারদের দেখা যাবে। যারা টি-টোয়েন্টি সংস্করণের সর্বোচ্চ পুরস্কারের জন্য লড়বেন। দুবাই ও শারজায় হতে যাওয়া টুর্নামেন্টটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আমরা আশা করছি।ইসিবি সকল অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে। যার মধ্যে আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) রয়েছে। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো ও ভক্ত-সমর্থকেরা যেন মনে রাখার মতো সময় আমিরাতে কাটাতে পারেন, সেই চেষ্টা করছি।’
২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেবার অংশ নিয়েছিল ১৬ দল। তিন বছর পর এবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ১০ দল। ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে ৫টি করে দল। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল হবে ২০ অক্টোবর দুবাইয়ে।

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) টিকিটের দাম এরই মধ্যে ঘোষণা করেছে। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া টুর্নামেন্টটি বিনা পয়সায় দেখারও ব্যবস্থা রয়েছে।
আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টিকিটের সর্বনিম্ন দাম ৫ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৬২ টাকা। এমনকি যাদের বয়স ১৮ বছরের কম, তারা বিনা পয়সায় মাঠে বসে খেলা দেখতে পারবেন। তবে সর্বোচ্চ দাম কত সেটা আইসিসি বলেনি। অভিভাবক সংস্থার প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস টিকিটের দাম ঘোষণার সময় বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে মজার ব্যাপার হলো তাদের বৈচিত্র্য। এখানে পুরো বিশ্বই প্রতিনিধিত্ব করে। ১০ দলের বিশ্বকাপ আয়োজনের জন্য দারুণ হবে। ক্রিকেট প্রেমী ভক্ত-সমর্থকদের সঙ্গে খেলাটা উপভোগ করতে পারবেন ক্রিকেটাররাও।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে টুর্নামেন্টটি আইসিসি বাংলাদেশ থেকে সরিয়ে আগস্টের শুরুতে আমিরাতে নিয়ে যায়। আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে নিবিড়ভাবে কাজ করা হচ্ছে বলে আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক সদস্য জাইব আব্বাস জানিয়েছেন। জাইব বলেন,‘টুর্নামেন্টে বিশ্বের সেরা নারী ক্রিকেটারদের দেখা যাবে। যারা টি-টোয়েন্টি সংস্করণের সর্বোচ্চ পুরস্কারের জন্য লড়বেন। দুবাই ও শারজায় হতে যাওয়া টুর্নামেন্টটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আমরা আশা করছি।ইসিবি সকল অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে। যার মধ্যে আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) রয়েছে। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো ও ভক্ত-সমর্থকেরা যেন মনে রাখার মতো সময় আমিরাতে কাটাতে পারেন, সেই চেষ্টা করছি।’
২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেবার অংশ নিয়েছিল ১৬ দল। তিন বছর পর এবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ১০ দল। ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে ৫টি করে দল। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল হবে ২০ অক্টোবর দুবাইয়ে।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে