Ajker Patrika

নিষ্ফল সিরিজে ট্রফি ভাগাভাগি ‘এ’ দলের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিষ্ফল সিরিজে ট্রফি ভাগাভাগি ‘এ’ দলের 

লাহোরের পর ইসলামাবাদেও পাকিস্তান শাহিনসের বিপক্ষে দ্বিতীয় অনানুষ্ঠানিক চার দিনের ম্যাচ ড্রয়ে শেষ করেছে বাংলাদেশ ‘এ’ দল। বৈরী আবহাওয়া দুটি ম্যাচেই বিঘ্ন ঘটালেও শেষ পর্যন্ত স্বাগতিক শাহিনস ও বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার দুই ম্যাচের চার দিনের সিরিজ ড্র হল। ইসলামবাদে দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম ইনিংসে জাকের আলী অনিক ও সাইফ হাসানের জোড়া শতকের পরই বোঝা গিয়েছিল ম্যাচের ফলাফল কোন দিকে যাচ্ছে। 

আজ চতুর্থ ও শেষ দিনে আলী জারায়াবের সেঞ্চুরি ও শাহরুন সিরাজের অপরাজিত ফিফটিতে ৪ উইকেটে ২৮১ রান তুলে পাকিস্তান ‘এ’ দলের। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪০৪ রান করে ইনিংস ঘোষণা করে আজ। পাকিস্তানের পক্ষে স্পিনার আবরার আহমেদ ১০৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। বাংলাদেশের হয়ে দুই পেসার তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ ১টি করে উইকেট পান। ২৮৬ বলে ১৭২ রানের এক দারুণ ইনিংস খেলে দ্বিতীয় চার দিনের ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন জাকের আলী। 

ম্যাচ শেষে বাংলাদেশ ‘এ’ ও শাহিনসের দল নেতা সিরিজ ড্রয়ের ট্রফি তুলে ধরেন। পরে উভয় দলের ক্রিকেটাররা ফটোসেশনে অংশ নেন। এবার সাদা বলে আগামী ২৬,২৮ ও ৩০ আগস্ট এই ইসলামাবাদে শাহিনসের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন এনামুল হক বিজয়রা। ইতিমধ্যে ওয়ানডে ম্যাচে স্কোয়াডে যোগ দিতে ঢাকা থেকে উড়ে গেছেন শেখ মেহেদি ও রিশাদ হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত