
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ধবলধোলাই হওয়ার পর চট্টগ্রামে প্রথম টেস্টেও হেরেছে মুমিনুল হকের দল। কাল শেষ টেস্টে মিরপুরে মাঠে নামবে বাংলাদেশ।
ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে মিরপুরের উইকেট প্রসঙ্গে অধিনায়ক মুমিনুল জানান, উপমহাদেশের দলগুলোর বিপক্ষে স্পিনসহায়ক উইকেটে না খেলাই ভালো। সে ক্ষেত্রে তিনি মনে করেন, স্পোর্টিং উইকেটই ভালো হবে। উইকেট প্রসঙ্গে বলতে মুমিনুল আরও বলেন, ‘একজন পেশাদার ক্রিকেটার হিসেবে উইকেট নিয়ে অজুহাত দেওয়াটা কোনোভাবেই কাম্য নয়। আমি নিজেও এর সঙ্গে কখনো একমত নই। পেশাদার ক্রিকেটার হিসেবে ধানখেতে খেলতে দিলে ওখানেও খেলতে হবে। আমার কাছে মনে হয়, এগুলো অজুহাত হিসেবে দাঁড় না করিয়ে জয়ের জন্য পেশাদার হলে আরও ভালো হয়।’
চোট কাটিয়ে মিরপুর টেস্টে মাঠে ফেরার কথা সাকিব আল হাসানের । সাকিব দলে থাকলে সমন্বয় করতেও সুবিধা হয়। এ প্রসঙ্গে অধিনায়ক মুমিনুল বললেন, ‘সাকিব দলে থাকলে অধিনায়ক হিসেবে আমি নির্ভার থাকি। তার ব্যাটিং-বোলিং খুব গুরুত্বপূর্ণ। টিম সমন্বয়ে তার থাকাটা আমাদের জন্য ইতিবাচক দিক।
সাকিবের খেলার সম্ভাবনা থাকলেও এই টেস্টে তাসকিন আহমেদকে খেলিয়ে কোনো ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। মুমিনুলও বললেন সে কথাই, ‘এই ম্যাচে তাসকিনের খেলার জন্য হয়তো কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে । তখন সিদ্ধান্ত নিতে ভালো হবে। কিন্তু আমার মনে হয় নিউজিল্যান্ডে ওর (তাসকিন) খেলার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ধবলধোলাই হওয়ার পর চট্টগ্রামে প্রথম টেস্টেও হেরেছে মুমিনুল হকের দল। কাল শেষ টেস্টে মিরপুরে মাঠে নামবে বাংলাদেশ।
ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে মিরপুরের উইকেট প্রসঙ্গে অধিনায়ক মুমিনুল জানান, উপমহাদেশের দলগুলোর বিপক্ষে স্পিনসহায়ক উইকেটে না খেলাই ভালো। সে ক্ষেত্রে তিনি মনে করেন, স্পোর্টিং উইকেটই ভালো হবে। উইকেট প্রসঙ্গে বলতে মুমিনুল আরও বলেন, ‘একজন পেশাদার ক্রিকেটার হিসেবে উইকেট নিয়ে অজুহাত দেওয়াটা কোনোভাবেই কাম্য নয়। আমি নিজেও এর সঙ্গে কখনো একমত নই। পেশাদার ক্রিকেটার হিসেবে ধানখেতে খেলতে দিলে ওখানেও খেলতে হবে। আমার কাছে মনে হয়, এগুলো অজুহাত হিসেবে দাঁড় না করিয়ে জয়ের জন্য পেশাদার হলে আরও ভালো হয়।’
চোট কাটিয়ে মিরপুর টেস্টে মাঠে ফেরার কথা সাকিব আল হাসানের । সাকিব দলে থাকলে সমন্বয় করতেও সুবিধা হয়। এ প্রসঙ্গে অধিনায়ক মুমিনুল বললেন, ‘সাকিব দলে থাকলে অধিনায়ক হিসেবে আমি নির্ভার থাকি। তার ব্যাটিং-বোলিং খুব গুরুত্বপূর্ণ। টিম সমন্বয়ে তার থাকাটা আমাদের জন্য ইতিবাচক দিক।
সাকিবের খেলার সম্ভাবনা থাকলেও এই টেস্টে তাসকিন আহমেদকে খেলিয়ে কোনো ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। মুমিনুলও বললেন সে কথাই, ‘এই ম্যাচে তাসকিনের খেলার জন্য হয়তো কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে । তখন সিদ্ধান্ত নিতে ভালো হবে। কিন্তু আমার মনে হয় নিউজিল্যান্ডে ওর (তাসকিন) খেলার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে।’

জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
২ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর নামের পাশে যুক্ত হতে পারত আরও একটি গোল। ১০০০ গোলের যে মিশনে তিনি নেমেছেন, তাতে এগিয়ে যেতে পারতেন আরও এক ধাপ। আল শাবাবের রক্ষণভাগে তিনি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোলটা তিনি করতে পারেননি।
২ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ইন্দোরে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে। আজ শেষ হবে বিপিএলের লিগ পর্ব। মিরপুরে বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ।
৩ ঘণ্টা আগে