Ajker Patrika

চমকে দিয়ে আইপিএলে ভেঙ্কাটেশের দাম পৌনে ২৪ কোটি

ক্রীড়া ডেস্ক    
আইপিএলে ভেঙ্কাটেশকে পৌনে ২৪ কোটি রূপিতে নিয়েছে কলকাতা। এএফপি ফাইল ছবি
আইপিএলে ভেঙ্কাটেশকে পৌনে ২৪ কোটি রূপিতে নিয়েছে কলকাতা। এএফপি ফাইল ছবি

জেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে নিলামের খাতা খুলেছে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।

ভেঙ্কাটেশ তাঁর প্রথম আইপিএলে দল পেয়েছিলেন ২০২১ সালে, সেবার ভিত্তিমূল্য ২০ লাখ রূপিতে কলকাতা দলে ভিড়িয়েছিল। মাত্র তিন বছরের মধ্যে মধ্যপ্রদেশ থেকে উঠে আসা এই অলরাউন্ডারের দাম পৌঁছেছে প্রায় ২৪ কোটি রূপিতে। চেন্নাই সুপার কিংস নিয়েছে ঘরের ছেলে রবিচন্দ্রন অশ্বিনকে। তাঁকে ফিরে পেতে চেন্নাই খরচ করেছে ৯ কোটি ৭৫ লাখ রুপি। ২০০৯ থেকে ২০১৫ মৌসুম পর্যন্ত চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন অশ্বিন। এখনো পর্যন্ত ঋষভ পন্তকে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ২৭ কোটি রূপিতে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার অবিক্রীত থেকে গেছেন। তাঁর ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। বাংলাদেশের কোনো ক্রিকেটার এখনো বিক্রীত হননি। সাকিব-মোস্তাফিজসহ বাংলাদেশের ১৩ ক্রিকেটার নাম দিয়েছেন আইপিএলের নিলামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত