Ajker Patrika

টেস্টে শ্রীলঙ্কাকে হারাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেস্টে শ্রীলঙ্কাকে হারাবে বাংলাদেশ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন দুটি টেস্ট খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা দল। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষেই লঙ্কা বধের পরিকল্পনা করতে হবে জাতীয় দলের খেলোয়াড়দের। 

টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সুখস্মৃতি শুধু একটি। ২০১৭ সালে নিজেদের শততম টেস্টে জিতেছিলেন সাকিব আল হাসান-তামিম ইকবালরা। সেটি অবশ্য লঙ্কানদের মাঠ কলম্বোর পি সারা ওভালে। নিজেদের মাঠে খেলা ৮ টেস্টের ছয়টিতেই হেরেছে বাংলাদেশ, দুটি করেছে ড্র। 

তবে এবার ইতিহাস বদলাবে বলে বিশ্বাস মাশরাফি বিন মুর্তজার। দেশের সফলতম অধিনায়ক এই মুহূর্তে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে ব্যস্ত। লিজেন্ডস অব রূপগঞ্জকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। বিকেএসপিতে আজ রূপগঞ্জ প্রাইম ব্যাংকের বিপক্ষে জিতেছে ৩ উইকেটে। এ জয়ে শিরোপা-স্বপ্ন এখনো জিইয়ে রেখেছে মাশরাফির দল।
 
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ম্যাশ। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে শোনান আশার বাণী, ‘সংস্করণ যেটাই হোক, ঘরের মাঠে খেলা হলে আমি সব সময়ই আশাবাদী। নিজেদের মাঠে যেকোনো দলের বিপক্ষে আমরাই ফেবারিট।’ 

আজ প্রাইম ব্যাংককে হারানোর ম্যাচে ২ উইকেট নিয়েছেন মাশরাফি। মোহামেডান স্পোর্টিং ক্লাব ডিপিএলের সুপার লিগে উঠতে না পারায় মাশরাফির দলে যোগ দিয়েছেন সাকিব। ব্যাটে-বলে দলের জন্য কার্যকরী অবদান রেখেছেন তিনিও। বোলিংয়ে ২ উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে বিপর্যয়ের মুহূর্তে করেছেন ২১ রান। মূলত আগামী মাসে দিমুথ করুণারত্নে-অ্যাঞ্জেলো ম্যাথুসদের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে ডিপিএল খেলছেন এ অলরাউন্ডার। 

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে বিধ্বস্ত হওয়ার পর বাংলাদেশের জন্য সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। মাশরাফিরও বিশ্বাস প্রোটিয়া-দুঃস্মৃতি ভুলে ঘুরে দাঁড়াবে দল। বোর্ড থেকে সমর্থক—সবাই তাঁর সঙ্গে এ ব্যাপারে একমত হবেন, ‘ঘরের মাঠে টেস্টে আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি, তাহলে শ্রীলঙ্কাকে কেন নয়? বাংলাদেশে যখন খেলা হবে, আমি মনে করি সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বোর্ডও জয়ের ব্যাপারে আশাবাদী থাকে। আমরা বাজেভাবে দুটো টেস্ট (দক্ষিণ আফ্রিকায়) ম্যাচ হেরে এসেছি। এর মানে এই না যে, আমরা ভালো খেলব না। আমার বিশ্বাস বাংলাদেশ ইতিবাচক পারফর্ম করবে ও জিতবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত