রানা আব্বাস, ব্রিসবেন থেকে

বাংলাদেশ দল আজ ব্রিসবেনের যে অ্যালান বোর্ডার ফিল্ডে ঘাম ঝরাল, সেই অনুশীলন সেশন দেখতে ঘাম ছুটে যাওয়ার উপক্রম বাংলাদেশি সংবাদকর্মীদের! অনুশীলন দেখতে মাঠে ঢোকার প্রবেশাধিকার ছিল না সংবাদমাধ্যমের। অতঃপর নেটের পেছনে মাটির এক ঢিবিতে দাঁড়িয়ে বাংলাদেশ দলের অনুশীলন দেখা।
অনুশীলনে সাকিব আল হাসান কোথায়? গতকাল বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের ওপর ভালোই ধকল গেছে। আইসিসির অধিনায়ক দিবসে অংশগ্রহণ, অতঃপর ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দিতে নিউজিল্যান্ড থেকে মেলবোর্ন, সেখান থেকে ব্রিসবেন—এক দিনে অন্তত চারটি ফ্লাইট আর তিনটি হোটেল চেক ইন করতে হয়েছে। ক্লান্ত সাকিব তাই বিশ্রামে ছিলেন আজ।
সাকিব ছাড়া বাংলাদেশ দলের সবাই উপস্থিত ছিলেন অনুশীলনে। ব্যাটিং অনুশীলনের সবচেয়ে মজার অংশটা ছিল বোলারদের ব্যাটিং। মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদের ব্যাটিং নিয়ে ভালোই মজা পেলেন মোসাদ্দেক–সোহানদের মতো ব্যাটাররা। পেসার হাসান মাহমুদ বেশ ভয়ই পাচ্ছিলেন গতিময় বল খেলতে। এ দৃশ্য দেখে পাশে নেটে থাকা নুরুল হাসান সোহান মজা করে বললেন, ‘বল গায়ে মারেন, ঠিকই ব্যাট চালাবে!’
ব্যাটারদের ব্যাটিং অনুশীলন তুলনামূলক আগে শেষ হলেও সৌম্য সরকারকে নিয়ে আলাদা কাজ করলেন দলের টেকনিক্যাল কনসাল্ট্যান্ট শ্রীধরন শ্রীরাম। অস্ট্রেলিয়ার কন্ডিশনে ভালো করতে হলে গতিময় আর শর্ট বলে দুর্বলতা থাকলে চলবে না। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা তো এখানেই পিছিয়ে। শ্রীরামের পাঠশালায় সৌম্য ঝালিয়ে নেওয়ার চেষ্টা করলেন পুল, স্কুপ, পেরিস্কুপ শটে।
বোলারদের ব্যাটিং নিয়ে জেমি সিডন্স বলছিলেন, ‘গত কিছুদিনে ওদের খুব বেশি কিছু করার সুযোগ হয়নি। কারণ, টপ অর্ডার ১০ ওভার পর্যন্ত ভালো করেছে। ওদের নিয়ে কাজ করে যেতে হবে, কোনো একটা পর্যায়ে ওদের ব্যাটিং লাগবে আমাদের।’

বাংলাদেশ দল আজ ব্রিসবেনের যে অ্যালান বোর্ডার ফিল্ডে ঘাম ঝরাল, সেই অনুশীলন সেশন দেখতে ঘাম ছুটে যাওয়ার উপক্রম বাংলাদেশি সংবাদকর্মীদের! অনুশীলন দেখতে মাঠে ঢোকার প্রবেশাধিকার ছিল না সংবাদমাধ্যমের। অতঃপর নেটের পেছনে মাটির এক ঢিবিতে দাঁড়িয়ে বাংলাদেশ দলের অনুশীলন দেখা।
অনুশীলনে সাকিব আল হাসান কোথায়? গতকাল বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের ওপর ভালোই ধকল গেছে। আইসিসির অধিনায়ক দিবসে অংশগ্রহণ, অতঃপর ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দিতে নিউজিল্যান্ড থেকে মেলবোর্ন, সেখান থেকে ব্রিসবেন—এক দিনে অন্তত চারটি ফ্লাইট আর তিনটি হোটেল চেক ইন করতে হয়েছে। ক্লান্ত সাকিব তাই বিশ্রামে ছিলেন আজ।
সাকিব ছাড়া বাংলাদেশ দলের সবাই উপস্থিত ছিলেন অনুশীলনে। ব্যাটিং অনুশীলনের সবচেয়ে মজার অংশটা ছিল বোলারদের ব্যাটিং। মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদের ব্যাটিং নিয়ে ভালোই মজা পেলেন মোসাদ্দেক–সোহানদের মতো ব্যাটাররা। পেসার হাসান মাহমুদ বেশ ভয়ই পাচ্ছিলেন গতিময় বল খেলতে। এ দৃশ্য দেখে পাশে নেটে থাকা নুরুল হাসান সোহান মজা করে বললেন, ‘বল গায়ে মারেন, ঠিকই ব্যাট চালাবে!’
ব্যাটারদের ব্যাটিং অনুশীলন তুলনামূলক আগে শেষ হলেও সৌম্য সরকারকে নিয়ে আলাদা কাজ করলেন দলের টেকনিক্যাল কনসাল্ট্যান্ট শ্রীধরন শ্রীরাম। অস্ট্রেলিয়ার কন্ডিশনে ভালো করতে হলে গতিময় আর শর্ট বলে দুর্বলতা থাকলে চলবে না। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা তো এখানেই পিছিয়ে। শ্রীরামের পাঠশালায় সৌম্য ঝালিয়ে নেওয়ার চেষ্টা করলেন পুল, স্কুপ, পেরিস্কুপ শটে।
বোলারদের ব্যাটিং নিয়ে জেমি সিডন্স বলছিলেন, ‘গত কিছুদিনে ওদের খুব বেশি কিছু করার সুযোগ হয়নি। কারণ, টপ অর্ডার ১০ ওভার পর্যন্ত ভালো করেছে। ওদের নিয়ে কাজ করে যেতে হবে, কোনো একটা পর্যায়ে ওদের ব্যাটিং লাগবে আমাদের।’

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
২৩ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
৪৪ মিনিট আগে
বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
৩ ঘণ্টা আগে